ETV Bharat / sitara

Rhea Chakraborty on Sushant's Birth Anniversary: জন্মদিনে সুশান্তকে মিস করছেন রিয়া, পোস্ট করলেন পুরনো ছবি-ভিডিয়ো - সুশান্ত সিং রাজপুতের জন্মদিন

আজ সুশান্ত সিং রাজপুতের 36তম জন্মদিন (Rhea Chakraborty on Sushant's Birth Anniversary)৷ এই দিনে তাঁকে খুবই মিস করছেন অভিনেত্রী রিয়া কাপুর (Sushant Singh Rajput Birth Anniversary) ৷ সুশান্তের সঙ্গে পুরনো ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

Rhea Chakraborty misses Sushant Singh Rajput on his Birth Anniversary
জন্মদিনে সুশান্তকে মিস করছেন রিয়া, পোস্ট করলেন পুরনো ছবি-ভিডিয়ো
author img

By

Published : Jan 21, 2022, 4:34 PM IST

মুম্বই, 21 জানুয়ারি: তিনি আজ নেই ৷ তবু তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে ৷ 36তম জন্মদিনে সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput Birth Anniversary) স্মরণ করছেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীরা ৷ আর প্রয়াত অভিনেতাকে এই দিনে সাংঘাতিক মিস করছেন তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty on Sushant's Birth Anniversary) ৷

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর পুরনো একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী (Rhea Chakraborty misses Sushant Singh Rajput on his Birth Anniversary) ৷ একটি জিমে ওয়ার্কআউটের পরের কোনও সময়ের ভিডিয়ো সেটি ৷ ক্যাপশনে লিখেছেন, "মিস ইউ সো মাচ ৷" ভিডিয়োটির সঙ্গে পিঙ্ক ফ্লয়েডের গান 'উইশ ইউ ওয়্যার হিয়ার'ও জুড়ে দিয়েছেন রিয়া ৷

আরও পড়ুন: Sushant Singh Rajput New Year wish : ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা, সুশান্ত ফিরে এসেছে !

এ ছাড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তের সঙ্গে তাঁর একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেন রিয়া চক্রবর্তী ৷ সঙ্গে লাল রঙের হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি ৷ এটায় আর কোনও ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়েনি ৷

Rhea Chakraborty misses Sushant Singh Rajput on his Birth Anniversary
একান্তে রিয়া-সুশান্ত

2020 সালের 14 জুন মুম্বইয়ের বাড়ি থেকে মিলেছিল সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ ৷ এর পরের দীর্ঘ সময় যথেষ্ট খারাপ কেটেছে তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর ৷ সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ এই মৃত্যুর সঙ্গে জড়িত পৃথক একটি মাদক মামলায় রিয়া ও তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ 28 দিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান রিয়া ৷

আরও পড়ুন: National Film Awards : ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

কর্মক্ষেত্রে রিয়াকে শেষ দেখা গিয়েছে ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনের ফিল্ম চেহরেতে (Chehre)৷

মুম্বই, 21 জানুয়ারি: তিনি আজ নেই ৷ তবু তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে ৷ 36তম জন্মদিনে সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput Birth Anniversary) স্মরণ করছেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীরা ৷ আর প্রয়াত অভিনেতাকে এই দিনে সাংঘাতিক মিস করছেন তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty on Sushant's Birth Anniversary) ৷

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর পুরনো একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী (Rhea Chakraborty misses Sushant Singh Rajput on his Birth Anniversary) ৷ একটি জিমে ওয়ার্কআউটের পরের কোনও সময়ের ভিডিয়ো সেটি ৷ ক্যাপশনে লিখেছেন, "মিস ইউ সো মাচ ৷" ভিডিয়োটির সঙ্গে পিঙ্ক ফ্লয়েডের গান 'উইশ ইউ ওয়্যার হিয়ার'ও জুড়ে দিয়েছেন রিয়া ৷

আরও পড়ুন: Sushant Singh Rajput New Year wish : ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা, সুশান্ত ফিরে এসেছে !

এ ছাড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তের সঙ্গে তাঁর একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেন রিয়া চক্রবর্তী ৷ সঙ্গে লাল রঙের হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি ৷ এটায় আর কোনও ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়েনি ৷

Rhea Chakraborty misses Sushant Singh Rajput on his Birth Anniversary
একান্তে রিয়া-সুশান্ত

2020 সালের 14 জুন মুম্বইয়ের বাড়ি থেকে মিলেছিল সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ ৷ এর পরের দীর্ঘ সময় যথেষ্ট খারাপ কেটেছে তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর ৷ সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ এই মৃত্যুর সঙ্গে জড়িত পৃথক একটি মাদক মামলায় রিয়া ও তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ 28 দিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান রিয়া ৷

আরও পড়ুন: National Film Awards : ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

কর্মক্ষেত্রে রিয়াকে শেষ দেখা গিয়েছে ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনের ফিল্ম চেহরেতে (Chehre)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.