ETV Bharat / sitara

Ranveer New film : কপিলের পর এবার জয়েশভাইয়ের অবতারে পর্দায় আসছেন রণবীর - Ranveer Singh New film Jayeshbhai Jordaar

13 মে আসতে চলেছে রণবীর সিংয়ের নতুন ছবি 'জয়েশভাই জোরদার' (Ranveer Singh New film Jayeshbhai Jordaar)৷ ছবির কাহিনি রচনা এবং পরিচালনা দায়িত্বে রয়েছেন দিব্য়াঙ্গ ঠাক্কর ৷

Ranveer New film
কপিলের পর এবার জয়েশভাইয়ের অবতারে পর্দায় আসছেন রনবীর
author img

By

Published : Mar 3, 2022, 8:33 PM IST

মুম্বই, 3 মার্চ : '83' ছবিতে ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে রীতিমত সকলের মন জয় করে নিয়েছিলেন রণবীর সিং ৷ সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয় ৷ তাই নতুন অবতারে তাঁকে বড় পর্দায় দেখতে সিনে প্রেমীরা যে রীতিমত মুখিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য ৷ এমতাবস্থায় এবার আসতে চলেছে তার নতুন ছবি 'জয়েশভাই জোরদার'(Ranveer Singh New film Jayeshbhai Jordaar)৷

ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতে রণবীর জানিয়েছেন, এই নতুন হিরো জয়েশভাই অন্য়ান্য হিরোদের তুলনায় একবারে আলাদা ৷ তবে কাজে এই হিরো একেবারে জোরদার ৷ 13 মে থিয়েটারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী শালিনী পাণ্ডে ৷ জয়েশের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বামন ইরানি এবং মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রত্না পাঠক ৷

আরও পড়ুন : মনিরত্নমের হাত ধরে কামব্যাক ঐশ্বর্যর, সেপ্টেম্বরেই থিয়েটারে বচ্চন বধূ

ছবির কাহিনি রচনা করেছেন পরিচালক দিব্য়াঙ্গ ঠাক্কর নিজেই ৷ সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিশাল-শেখর ৷ ছবিটি সর্বপ্রথম মুক্তি পাওয়ার কথা ছিল 2 অক্টোবর 2020 সালে কিন্তু বাধ সাধে করোনা ৷ এরপর 2021 সালের সেপ্টেম্বরের ছবি রিলিজ করার কথা হয়েছিল ঠিকই তবে তাও সফল হয়নি ৷ অবশেষে 13 মে মুক্তির আলো দেখতে চলেছে বহু প্রতিক্ষিত এই ছবি ৷

মুম্বই, 3 মার্চ : '83' ছবিতে ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে রীতিমত সকলের মন জয় করে নিয়েছিলেন রণবীর সিং ৷ সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয় ৷ তাই নতুন অবতারে তাঁকে বড় পর্দায় দেখতে সিনে প্রেমীরা যে রীতিমত মুখিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য ৷ এমতাবস্থায় এবার আসতে চলেছে তার নতুন ছবি 'জয়েশভাই জোরদার'(Ranveer Singh New film Jayeshbhai Jordaar)৷

ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতে রণবীর জানিয়েছেন, এই নতুন হিরো জয়েশভাই অন্য়ান্য হিরোদের তুলনায় একবারে আলাদা ৷ তবে কাজে এই হিরো একেবারে জোরদার ৷ 13 মে থিয়েটারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী শালিনী পাণ্ডে ৷ জয়েশের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বামন ইরানি এবং মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রত্না পাঠক ৷

আরও পড়ুন : মনিরত্নমের হাত ধরে কামব্যাক ঐশ্বর্যর, সেপ্টেম্বরেই থিয়েটারে বচ্চন বধূ

ছবির কাহিনি রচনা করেছেন পরিচালক দিব্য়াঙ্গ ঠাক্কর নিজেই ৷ সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিশাল-শেখর ৷ ছবিটি সর্বপ্রথম মুক্তি পাওয়ার কথা ছিল 2 অক্টোবর 2020 সালে কিন্তু বাধ সাধে করোনা ৷ এরপর 2021 সালের সেপ্টেম্বরের ছবি রিলিজ করার কথা হয়েছিল ঠিকই তবে তাও সফল হয়নি ৷ অবশেষে 13 মে মুক্তির আলো দেখতে চলেছে বহু প্রতিক্ষিত এই ছবি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.