ETV Bharat / sitara

Ranita Das in horror comedy Manihara: সৌপ্তিকের হরর কমেডিতে রনিতা, আসছে মণিহারা - মণিহারা

সৌপ্তিক চক্রবর্তীর হরর কমেডিতে আছেন রনিতা দাস (Ranita Das news) ৷ টিভির পর্দায় আসছে মণিহারা (Ranita Das in horror comedy Manihara) ৷

ranita-das-in-souptik-chakrabortys-horror-comedy-manihara
সৌপ্তিকের হরর কমেডিতে রনিতা, আসছে মণিহারা
author img

By

Published : Dec 26, 2021, 4:27 PM IST

Updated : Dec 26, 2021, 5:24 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: 'স্থালান্তর ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট' নির্মিত এবং অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর (Souptik Chakraborty) পরিচালনায় পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবার আসছে টিভির পর্দায় অরিজিনালস হিসেবে । নায়িকার ভূমিকায় রনিতা দাস (Ranita Das news)।

এক অতৃপ্ত আত্মার লড়াইয়ের গল্প বলে মণিহারা (Ranita Das in horror comedy Manihara)। একটি মেয়ের আত্মা লড়াই চালিয়ে যাচ্ছে মেয়েদের আত্মসম্মান রক্ষা করতে । গল্পের বিষয়বস্তু এটাই । মজা এবং রোমাঞ্চ এক সুতোয় বেঁধেছেন সৌপ্তিক ।

তিলজলা গ্রামের মেয়ে মণিমালা, পণের দাবি কেড়ে নেয় তার প্রাণ, মাত্র 18 বছর বয়সে । তারপর থেকে মণির অতৃপ্ত আত্মা সেই গ্রামের যে বিয়েতে পণ নেওয়া হয়, সেই বিয়ে থেকেই বরকে উধাও করে দেয় । সেই গ্রামে এখন মণিপেত্নীর ভয়ে সবাই ভীত । ওই গ্রামেরই এক বিয়েবাড়িতে আগমন ঘটে সূর্যের ৷ তার বন্ধু রণজয়ের বিয়েতে পণ দেওয়া নেওয়া হওয়ায় এই প্রথমবার সূর্য সম্মুখীন হয় এক ভৌতিক কাণ্ডের । মণিপেত্নী তুলে নিয়ে যায় রণজয়কে । সূর্য তার বন্ধুকে বাঁচাতে পৌঁছয় একটি জঙ্গলে, সেখানেই মণির বাস । এই প্রথমবার মুখোমুখি মণিপেত্নী আর সূর্য | তারপর কী হল জানতে হলে চোখ রাখতে হবে 26 ডিসেম্বর, রাত 9টায় টিভির পর্দায় ।

মণিপেত্নীর চরিত্রে রনিতা দাস, সূর্যের চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় । অন্যান্য চরিত্রে আছেন গৌতম মুখোপাধ্যায়, অবন্তী দত্ত, অমিতাভ আচার্য, সোমা চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়, মিশর বোস, জিয়া সর্গেল, স্বাগতা দাস প্রমুখ । কাহিনি ও পরিচালনা সৌপ্তিকের । সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । চিত্রগ্রহণে মধুরা পালিত । ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অম্লান চক্রবর্তী । সম্পাদনায় দীপায়ন রায় ।

ranita-das-in-souptik-chakrabortys-horror-comedy-manihara
ছবির একটি দৃশ্যে

আরও পড়ুন: Christmas celebrations of Vicky Katrina: উষ্ণ আলিঙ্গনে ভিক্যাট, বড়দিন পালনের ছবিতে আপ্লুত নেটপাড়া

উল্লেখ্য, অনেকদিন হল টেলিভিশনে দেখা মিলছে না রনিতার । তবে তিনি এখন ব্যস্ত বড় পর্দায় । সম্প্রতি রাজর্ষি দের 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি । এবার একেবারে অন্য ইমেজে ধরা দেবেন টিভিতে । কেমন জমবে তাঁর মণিমালা পেত্নীর চরিত্র ? জানতে হলে দেখতে হবে 'মণিহারা'।

আরও পড়ুন: Salman Khan gets bitten by snake : সাপে কামড়াল সলমনকে, জন্মদিনের আগে হাসপাতালে অভিনেতা

মণিমালা চরিত্র প্রসঙ্গে রনিতা দাস বলেন, "মণিমালার মতো চরিত্র আমি কোনওদিনই করিনি । ও রকম চরিত্র এর আগে খুব বেশি হয়েছে কি না আমার জানা নেই । আমার আর সৌপ্তিকের প্রযোজনায় এটা দ্বিতীয় কাজ । এর আগে আমরা 'খেলাশুরু' করেছি । এ বার 'মণিহারা'। কমেডি এবং ভয় দুটো তো আছেই । আছে সামাজিক বার্তা, আছে হালকা ইমোশন, আছে ভয় । একটি মেয়ের অতৃপ্ত আত্মা কোনটাকে বেশি প্রাধান্য দেয়, কর্ম নাকি তার ভালোবাসাকে ? সে পণের শিকার হয় তার জীবদ্দশায় । মারা যাওয়ার পর সে এই পণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানায় । এখনও যে সব মেয়ে এ রকম অত্যাচারের শিকার হয়, তাদের হয়ে কথা বলে মণিমালা । সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি । ফ্যামিলি প্যাকেজ বলা যায় ।"

আরও পড়ুন: Jhara Palak: কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঝরা পালক

কলকাতা, 26 ডিসেম্বর: 'স্থালান্তর ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট' নির্মিত এবং অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর (Souptik Chakraborty) পরিচালনায় পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবার আসছে টিভির পর্দায় অরিজিনালস হিসেবে । নায়িকার ভূমিকায় রনিতা দাস (Ranita Das news)।

এক অতৃপ্ত আত্মার লড়াইয়ের গল্প বলে মণিহারা (Ranita Das in horror comedy Manihara)। একটি মেয়ের আত্মা লড়াই চালিয়ে যাচ্ছে মেয়েদের আত্মসম্মান রক্ষা করতে । গল্পের বিষয়বস্তু এটাই । মজা এবং রোমাঞ্চ এক সুতোয় বেঁধেছেন সৌপ্তিক ।

তিলজলা গ্রামের মেয়ে মণিমালা, পণের দাবি কেড়ে নেয় তার প্রাণ, মাত্র 18 বছর বয়সে । তারপর থেকে মণির অতৃপ্ত আত্মা সেই গ্রামের যে বিয়েতে পণ নেওয়া হয়, সেই বিয়ে থেকেই বরকে উধাও করে দেয় । সেই গ্রামে এখন মণিপেত্নীর ভয়ে সবাই ভীত । ওই গ্রামেরই এক বিয়েবাড়িতে আগমন ঘটে সূর্যের ৷ তার বন্ধু রণজয়ের বিয়েতে পণ দেওয়া নেওয়া হওয়ায় এই প্রথমবার সূর্য সম্মুখীন হয় এক ভৌতিক কাণ্ডের । মণিপেত্নী তুলে নিয়ে যায় রণজয়কে । সূর্য তার বন্ধুকে বাঁচাতে পৌঁছয় একটি জঙ্গলে, সেখানেই মণির বাস । এই প্রথমবার মুখোমুখি মণিপেত্নী আর সূর্য | তারপর কী হল জানতে হলে চোখ রাখতে হবে 26 ডিসেম্বর, রাত 9টায় টিভির পর্দায় ।

মণিপেত্নীর চরিত্রে রনিতা দাস, সূর্যের চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় । অন্যান্য চরিত্রে আছেন গৌতম মুখোপাধ্যায়, অবন্তী দত্ত, অমিতাভ আচার্য, সোমা চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়, মিশর বোস, জিয়া সর্গেল, স্বাগতা দাস প্রমুখ । কাহিনি ও পরিচালনা সৌপ্তিকের । সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । চিত্রগ্রহণে মধুরা পালিত । ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অম্লান চক্রবর্তী । সম্পাদনায় দীপায়ন রায় ।

ranita-das-in-souptik-chakrabortys-horror-comedy-manihara
ছবির একটি দৃশ্যে

আরও পড়ুন: Christmas celebrations of Vicky Katrina: উষ্ণ আলিঙ্গনে ভিক্যাট, বড়দিন পালনের ছবিতে আপ্লুত নেটপাড়া

উল্লেখ্য, অনেকদিন হল টেলিভিশনে দেখা মিলছে না রনিতার । তবে তিনি এখন ব্যস্ত বড় পর্দায় । সম্প্রতি রাজর্ষি দের 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি । এবার একেবারে অন্য ইমেজে ধরা দেবেন টিভিতে । কেমন জমবে তাঁর মণিমালা পেত্নীর চরিত্র ? জানতে হলে দেখতে হবে 'মণিহারা'।

আরও পড়ুন: Salman Khan gets bitten by snake : সাপে কামড়াল সলমনকে, জন্মদিনের আগে হাসপাতালে অভিনেতা

মণিমালা চরিত্র প্রসঙ্গে রনিতা দাস বলেন, "মণিমালার মতো চরিত্র আমি কোনওদিনই করিনি । ও রকম চরিত্র এর আগে খুব বেশি হয়েছে কি না আমার জানা নেই । আমার আর সৌপ্তিকের প্রযোজনায় এটা দ্বিতীয় কাজ । এর আগে আমরা 'খেলাশুরু' করেছি । এ বার 'মণিহারা'। কমেডি এবং ভয় দুটো তো আছেই । আছে সামাজিক বার্তা, আছে হালকা ইমোশন, আছে ভয় । একটি মেয়ের অতৃপ্ত আত্মা কোনটাকে বেশি প্রাধান্য দেয়, কর্ম নাকি তার ভালোবাসাকে ? সে পণের শিকার হয় তার জীবদ্দশায় । মারা যাওয়ার পর সে এই পণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানায় । এখনও যে সব মেয়ে এ রকম অত্যাচারের শিকার হয়, তাদের হয়ে কথা বলে মণিমালা । সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি । ফ্যামিলি প্যাকেজ বলা যায় ।"

আরও পড়ুন: Jhara Palak: কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঝরা পালক

Last Updated : Dec 26, 2021, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.