কলকাতা : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন রাখি গুলজ়ার। নিজেরে পুরোনো শহরে আমন্ত্রণ পেয়ে আবেগপ্রবণ রাখি।
অভিনেত্রী বললেন, "থ্যাঙ্কস টু মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মনে রেখেছেন আমি এখানকার মেয়ে। খুব যত্ন করে ডেকেছিলেন আমায়। এখনও যত্ন করেন। এই যে দেখছেন, এরা সবাই রয়েছেন..." শশী পাঁজার দিকে তাকালেন রাখি।
ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ'-এর পর গৌতম হালদারের 'নির্বাণ' ছবিতে রাখি। মাঝে 16 বছরের বিরতি। সেই ছবিতে অগাথা ক্রিস্টির 'মিস মার্পেল'-এর অনুকরণে তৈরি হয়েছিল রাখির 'রাঙাপিসি' চরিত্রটি। ছবিটি পেয়েছিল জাতীয় পুরস্কারও। তাই রাখির পরবর্তী এই বাংলা ছবি নিয়ে কৌতুহলী দর্শক। অভিনেত্রীও চান যে, এই ছবিটা দর্শক দেখুক। তার জন্য যত চেষ্টা করার তিনি করে চলেছেন।
রাখির বক্তব্য শুনে নিন ভিডিয়োয়...