কলকাতা : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে শাহরুখ খানকে বাংলা শেখালেন রাখি গুলজ়ার । কিন্তু, কোনও মানে না বুঝেই রাখির শেখানো কথা আউড়ে গেলেন কিং খান ।
25 বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান । উপস্থিত ছিলেন গোটা বিশ্বের চলচ্চিত্র জগতের একাধিক নক্ষত্র । প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করেন শাহরুখ । এরপর গান বাজনার পাশাপাশি হাসি মজা ও খুনসুটিতে মেতে উঠলেন তারকারা ।
কিংবদন্তী অভিনেত্রী রাখি গুলজ়ারকে মঞ্চে কিছু বলতে অনুরোধ করা হয় । বাংলায় বক্তব্য রাখেন তিনি । সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখা শুরু করেন । বলেন, "আমি এই বাংলার মেয়ে । আমার ধমনীতে বাংলা বইছে ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি । শাহরুখের মতো তিনিও মমতার আতিথেয়তার প্রশংসা জানিয়েছেন । এর পাশাপাশি শাহরুখকে 'বাজ়িগর' বলেও সম্বোধন করেন ।
শাহরুখকে বাংলাও শেখান রাখি । শাহরুখকে বলতে বললেন, "ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ।" বাধ্য ছেলের মতো সেটাই বলেন কিং খান । তারপর শাহরুখ বলেন, "বলে তো দিলাম, কিন্তু কী যে বললাম কিছুই বুঝলাম না ।"