ETV Bharat / sitara

IFFI-তে আইকন অফ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড অমিতাভ ও রজনীকান্তকে

গতকাল থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া । চলবে 28 নভেম্বর পর্যন্ত । প্রায় 75টি দেশের 250টি সিনেমা দেখানো হবে উৎসবে ।

author img

By

Published : Nov 21, 2019, 11:13 AM IST

dgf

গোয়া : গোয়ায় শুরু হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) । এবছর 50-এ পা দিল এই উৎসব । শ্যামা প্রসাদ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত । উৎসবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আইকন অফ গোল্ডন জুবিলি পুরস্কারে সম্মানিত করা হয় রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে । প্রায় চার যুগ ধরে ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন রজনীকান্ত । তামিল, তেলেগু, কন্নড় ছাড়াও বলিউডেও কাজ করেছেন ।

  • The 50th @IFFIGoa got underway with a spectacular opening ceremony in the presence of eminent film personalities from India & around the world. People of Goa would enjoy this Golden Jubilee edition, having several entertainment activities specially designed for general public. pic.twitter.com/nJ7bLVqFpD

    — Dr. Pramod Sawant (@DrPramodPSawant) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্টেজে বক্তব্য রাখার সময় রজনীকান্ত বলেন, "এই সম্মানে আমাকে সম্মানিত করার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ । এই পুরস্কার আমার প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানদের উৎসর্গ করলাম ।"

বক্তব্য রাখার সময় রজনীকান্ত প্রসঙ্গে অমিতাভ বলেন, "রজনীকান্তকে আমার পরিবারের একজন বলেই মনে করি । আমরা দু'জনেই একে অপরকে পরামর্শ দিই । আবার কখনও পরামর্শে গুরুত্ব দিই না । আমি মনে করি সেটাই আসল সম্পর্ক ।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর । ফ্রেঞ্চ অভিনেত্রী ইসাবেলে হাপার্টকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় । অনুষ্ঠানে লুইস ব্যঙ্কসের সঙ্গে পারফর্ম করেন শংকর মহাদেবন ।

এই চলচ্চিত্র উৎসব চলবে 28 নভেম্বর পর্যন্ত । প্রায় 75টি দেশের 250টি সিনেমা দেখানো হবে উৎসবে ।

গোয়া : গোয়ায় শুরু হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) । এবছর 50-এ পা দিল এই উৎসব । শ্যামা প্রসাদ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত । উৎসবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আইকন অফ গোল্ডন জুবিলি পুরস্কারে সম্মানিত করা হয় রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে । প্রায় চার যুগ ধরে ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন রজনীকান্ত । তামিল, তেলেগু, কন্নড় ছাড়াও বলিউডেও কাজ করেছেন ।

  • The 50th @IFFIGoa got underway with a spectacular opening ceremony in the presence of eminent film personalities from India & around the world. People of Goa would enjoy this Golden Jubilee edition, having several entertainment activities specially designed for general public. pic.twitter.com/nJ7bLVqFpD

    — Dr. Pramod Sawant (@DrPramodPSawant) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্টেজে বক্তব্য রাখার সময় রজনীকান্ত বলেন, "এই সম্মানে আমাকে সম্মানিত করার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ । এই পুরস্কার আমার প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানদের উৎসর্গ করলাম ।"

বক্তব্য রাখার সময় রজনীকান্ত প্রসঙ্গে অমিতাভ বলেন, "রজনীকান্তকে আমার পরিবারের একজন বলেই মনে করি । আমরা দু'জনেই একে অপরকে পরামর্শ দিই । আবার কখনও পরামর্শে গুরুত্ব দিই না । আমি মনে করি সেটাই আসল সম্পর্ক ।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর । ফ্রেঞ্চ অভিনেত্রী ইসাবেলে হাপার্টকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় । অনুষ্ঠানে লুইস ব্যঙ্কসের সঙ্গে পারফর্ম করেন শংকর মহাদেবন ।

এই চলচ্চিত্র উৎসব চলবে 28 নভেম্বর পর্যন্ত । প্রায় 75টি দেশের 250টি সিনেমা দেখানো হবে উৎসবে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.