ETV Bharat / sitara

মৃত্যু নিয়ে নতুন তথ্যচিত্র রাজাদিত্যর

2017 সালে বারাণসীতে 'ডেথ অফ ডেথ'-এর শুটিং শেষ করেছেন রাজাদিত্য । ভারত ও ফিনল্যান্ডের প্রযোজকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ছবিটি । প্রযোজনা করেছেন রাজাদিত্য নিজেই । এছাড়াও রয়েছে গ্লোবসিন ফিনল্যান্ড এবং টিম ব্যাকবেঞ্চারস । আপাতত ছবির প্রিমিয়ার হওয়ার কথা টরোন্টো ও কানাডায় ।

asd
asd
author img

By

Published : Jul 17, 2020, 10:34 AM IST

কলকাতা : মৃত্যুকে ভয় পান অনেকেই । এই বিষয়কে এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করেন অনেকেই । যদিও বিষয়টি নিয়ে একেবার পর এক ছবি তৈরি করে চলেছেন পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় । ইনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা ও পরিচালক । 'ডেথ সার্টিফিকেট' নামে একটি ফিচার ছবি তৈরি করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । আর এবার মৃত্যু নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে চলেছেন । যার নাম 'ডেথ অফ ডেথ'।

2017 সালে বারাণসীতে 'ডেথ অফ ডেথ'-এর শুটিং শেষ করেছেন রাজাদিত্য । ভারত ও ফিনল্যান্ডের প্রযোজকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ছবিটি । প্রযোজনা করেছেন রাজাদিত্য নিজেই । এছাড়াও রয়েছে গ্লোবসিন ফিনল্যান্ড এবং টিম ব্যাকবেঞ্চারস । আপাতত ছবির প্রিমিয়ার হওয়ার কথা টরোন্টো ও কানাডায় ।

sdf
রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়

মৃত্যু নিয়ে ছবিগুলি তৈরি করার আগে বিষয়টি রাজাদিত্যকে ভীষণভাবে ভাবাত । একটা সময় মৃত্যু কী এবং মৃত্যুর সঙ্গে ঠিক কী রহস্য জড়িয়ে আছে, তা জানার চেষ্টা করতেন তিনি । এ প্রসঙ্গে রাজাদিত্য বলেন, "সাধারণ মানুষের কাছে মৃত্যু একটি ভয়ানক অভিজ্ঞতা । তবে এমন মানুষও আছেন, যাঁরা এই মৃত্যুকে উদযাপন করেন । যেমন ধরুন, আজও আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ বারাণসীতে এসে দেহত্যাগ করেন । তাঁরা মনে-প্রাণে বিশ্বাস করেন, নিচু জাতের ডোম রাজার হাত থেকে মুখাগ্নির আগুন পেলে তাঁদের মোক্ষলাভ হবে । অর্থাৎ, বারবার পুনর্জন্মের এই চক্র থেকে তাঁরা মুক্ত হবেন । আজ যেভাবে সমগ্র পৃথিবী বদলাচ্ছে, যেভাবে দুনিয়া ডিজিটাল হচ্ছে, তাতে কি বারাণসীর এই আধ্যাত্মিকতা বদলাবে ? নতুন বারাণসীর জন্ম হবে ?"

এই ধরনের বিষয়গুলিকেই তাঁর 45 মিনিটের তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন রাজাদিত্য । ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন শুভজিৎ চন্দ্র এবং টিম ব্যাকবেঞ্চারস । সাউন্ড করেছেন রাজীব চট্টোপাধ্যায় । ছবির সম্পাদনা করেছেন সমহিতা ঘোষ ও রাজাদিত্য নিজেই । ছবির বিষয়বস্তু ও চিত্রনাট্যের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিলেন রাজাদিত্য ।

কলকাতা : মৃত্যুকে ভয় পান অনেকেই । এই বিষয়কে এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করেন অনেকেই । যদিও বিষয়টি নিয়ে একেবার পর এক ছবি তৈরি করে চলেছেন পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় । ইনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা ও পরিচালক । 'ডেথ সার্টিফিকেট' নামে একটি ফিচার ছবি তৈরি করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । আর এবার মৃত্যু নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে চলেছেন । যার নাম 'ডেথ অফ ডেথ'।

2017 সালে বারাণসীতে 'ডেথ অফ ডেথ'-এর শুটিং শেষ করেছেন রাজাদিত্য । ভারত ও ফিনল্যান্ডের প্রযোজকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ছবিটি । প্রযোজনা করেছেন রাজাদিত্য নিজেই । এছাড়াও রয়েছে গ্লোবসিন ফিনল্যান্ড এবং টিম ব্যাকবেঞ্চারস । আপাতত ছবির প্রিমিয়ার হওয়ার কথা টরোন্টো ও কানাডায় ।

sdf
রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়

মৃত্যু নিয়ে ছবিগুলি তৈরি করার আগে বিষয়টি রাজাদিত্যকে ভীষণভাবে ভাবাত । একটা সময় মৃত্যু কী এবং মৃত্যুর সঙ্গে ঠিক কী রহস্য জড়িয়ে আছে, তা জানার চেষ্টা করতেন তিনি । এ প্রসঙ্গে রাজাদিত্য বলেন, "সাধারণ মানুষের কাছে মৃত্যু একটি ভয়ানক অভিজ্ঞতা । তবে এমন মানুষও আছেন, যাঁরা এই মৃত্যুকে উদযাপন করেন । যেমন ধরুন, আজও আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ বারাণসীতে এসে দেহত্যাগ করেন । তাঁরা মনে-প্রাণে বিশ্বাস করেন, নিচু জাতের ডোম রাজার হাত থেকে মুখাগ্নির আগুন পেলে তাঁদের মোক্ষলাভ হবে । অর্থাৎ, বারবার পুনর্জন্মের এই চক্র থেকে তাঁরা মুক্ত হবেন । আজ যেভাবে সমগ্র পৃথিবী বদলাচ্ছে, যেভাবে দুনিয়া ডিজিটাল হচ্ছে, তাতে কি বারাণসীর এই আধ্যাত্মিকতা বদলাবে ? নতুন বারাণসীর জন্ম হবে ?"

এই ধরনের বিষয়গুলিকেই তাঁর 45 মিনিটের তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন রাজাদিত্য । ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন শুভজিৎ চন্দ্র এবং টিম ব্যাকবেঞ্চারস । সাউন্ড করেছেন রাজীব চট্টোপাধ্যায় । ছবির সম্পাদনা করেছেন সমহিতা ঘোষ ও রাজাদিত্য নিজেই । ছবির বিষয়বস্তু ও চিত্রনাট্যের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিলেন রাজাদিত্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.