ETV Bharat / sitara

Katakuti Trailer Release Date : আসছে 'কাটাকুটি'র ট্রেলার, হাসপাতাল থেকে কী বার্তা দিলেন রাজা চন্দ? - Trailer of Katakuti is coming

রাজা চন্দর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'কাটাকুটি'র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ (Trailer of Katakuti will Release Today)৷ হাসপাতাল থেকেই অনুরাগীদের জানালেনে পরিচালক ৷

The trailer of 'Katakuti' is coming
আসছে 'কাটাকুটি'র ট্রেলার, হাসপাতাল থেকে কী বার্তা দিলেন রাজা চন্দ?
author img

By

Published : Mar 16, 2022, 11:54 AM IST

কলকাতা, 16 মার্চ : রাজা চন্দ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'কাটাকুটি'র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ ঠিক বিকেল ৪ টেয় ( Trailer of Katakuti is coming)। কিন্তু অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না সিরিজের পরিচালক নিজেই । হৃদরোগে আক্রান্ত হয়ে আপাতত কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ আর তাই সেই হাসপাতাল থেকেই অনুরাগীদের উদ্দেশ্য়ে এই বার্তা দিলেন তিনি ৷

ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক ওরিজিনালস (Klikk)-এর হাত ধরে পরিচালক হিসেবে ওয়েবের জগতে অভিষেক ঘটেছে রাজা চন্দর । 'রাজা চন্দ ফিল্মস'-এর নিবেদনে আসছে 'কাটাকুটি'। সিরিজের কাহিনিকার তথা চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক । রাজা চন্দর পাশাপাশি‘কাটাকুটি’-র হাত ধরে ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে প্রথম পা রাখছেন অভিনেত্রী মানসী সেনগুপ্তও । তাঁর বিপরীতে দেখা যাবে ওয়েব কিং সৌরভ দাসকে । অভিনেত্রী পিয়ান সরকার রয়েছেন মানসীর বোনের চরিত্রে । আর দেবতনু রয়েছেন তাঁর স্বামীর চরিত্রে ।

রাজা চন্দর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'কাটাকুটি'র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত পরিচালক রাজা চন্দ

ছবির গল্প আবর্তিত হয় এক লাজুক স্বভাবের আদিত্য আর স্পষ্টভাষী কৌশানিকে ঘিরে। দু'জনের বিয়ে ঠিক হয় । কিন্তু বিয়ের আগেই হঠাৎ মর্মান্তিকভাবে খুন হয় কৌশানি । ভেঙে পড়ে আদিত্য । কিন্তু কেন এমন এক ছাপোষা, সাধারণ মেয়ে হঠাৎ করে খুন হল ? জানা যাবে 'কাটাকুটি'তে। থ্রিলারে তাঁর হাত যে কতখানি পাকা তা আর আলাদা করে বলে দিতে হবেনা রাজা চন্দ অনুরাগীদের ৷ রহস্য়ধর্মী ছবি নিয়ে স্ক্রিনে একাধিক পরীক্ষা নিরীক্ষাও করেছেন তিনি ৷ আজ তাঁর প্রথম ওয়েব সিরিজের প্রথম পরীক্ষা বলা যেতে পারে ৷ ট্রেলারের জন্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সিনেপ্রেমীরা ৷

কলকাতা, 16 মার্চ : রাজা চন্দ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'কাটাকুটি'র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ ঠিক বিকেল ৪ টেয় ( Trailer of Katakuti is coming)। কিন্তু অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না সিরিজের পরিচালক নিজেই । হৃদরোগে আক্রান্ত হয়ে আপাতত কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ আর তাই সেই হাসপাতাল থেকেই অনুরাগীদের উদ্দেশ্য়ে এই বার্তা দিলেন তিনি ৷

ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক ওরিজিনালস (Klikk)-এর হাত ধরে পরিচালক হিসেবে ওয়েবের জগতে অভিষেক ঘটেছে রাজা চন্দর । 'রাজা চন্দ ফিল্মস'-এর নিবেদনে আসছে 'কাটাকুটি'। সিরিজের কাহিনিকার তথা চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক । রাজা চন্দর পাশাপাশি‘কাটাকুটি’-র হাত ধরে ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে প্রথম পা রাখছেন অভিনেত্রী মানসী সেনগুপ্তও । তাঁর বিপরীতে দেখা যাবে ওয়েব কিং সৌরভ দাসকে । অভিনেত্রী পিয়ান সরকার রয়েছেন মানসীর বোনের চরিত্রে । আর দেবতনু রয়েছেন তাঁর স্বামীর চরিত্রে ।

রাজা চন্দর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'কাটাকুটি'র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত পরিচালক রাজা চন্দ

ছবির গল্প আবর্তিত হয় এক লাজুক স্বভাবের আদিত্য আর স্পষ্টভাষী কৌশানিকে ঘিরে। দু'জনের বিয়ে ঠিক হয় । কিন্তু বিয়ের আগেই হঠাৎ মর্মান্তিকভাবে খুন হয় কৌশানি । ভেঙে পড়ে আদিত্য । কিন্তু কেন এমন এক ছাপোষা, সাধারণ মেয়ে হঠাৎ করে খুন হল ? জানা যাবে 'কাটাকুটি'তে। থ্রিলারে তাঁর হাত যে কতখানি পাকা তা আর আলাদা করে বলে দিতে হবেনা রাজা চন্দ অনুরাগীদের ৷ রহস্য়ধর্মী ছবি নিয়ে স্ক্রিনে একাধিক পরীক্ষা নিরীক্ষাও করেছেন তিনি ৷ আজ তাঁর প্রথম ওয়েব সিরিজের প্রথম পরীক্ষা বলা যেতে পারে ৷ ট্রেলারের জন্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সিনেপ্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.