ঢাকা : লকডাউনের ফলে বাংলাদেশেই রয়েছেন সৃজিত মুখার্জির স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা । তিনি আবার এক সমাজকর্মীও বটে । UN_Women-এর প্রতিনিধি হিসেবে গার্হস্থ্য হিংসা নিয়ে সরব হলেন মিথিলা । তাঁর শেয়ার করা ভিডিয়ো আবার রিটুইট করলেন সৃজিত মুখার্জি । বুঝিয়ে দিয়েছেন, তিনি মিথিলার পাশে আছেন ।
মিথিলাকে বলতে শোনা গেল, "কোরোনার জন্য আমরা অনেকটা সময় গৃহবন্দী রয়েছি । সেটা আমরা সুস্থ থাকার জন্যই আছি । তবে এই গৃহবন্দী অবস্থাটা সবার জন্য সুখকর না-ও হতে পারে ।"
তিনি আরও বলেছেন, "ফ্রান্স বা ইটালির মতো যে সব দেশে কোরোনা সংক্রমণ হয়েছে, সেখানে রিসার্চ করে দেখা গেছে যে, মহিলাদের উপর পারিবারিক নির্যাতন বা সহিংসতার হার অনেক বেড়ে গেছে । এছাড়াও বেড়েছে সাইবার হ্যারাসমেন্ট বা অনলাইনে নারীর প্রতি সহিংসতা ।"
এই অবস্থায় একে অপরের পাশে থাকার আবেদন মিথিলার । প্রয়োজনে হেল্পলাইন নম্বরে ফোন করার কথাও বললেন তিনি । শুনে নিন অভিনেত্রী ও সমাজকর্মীর বক্তব্য...
-
Staying at home during this lockdown has exacerbated the situation for women and children who are at risk of domestic violence, physical & sexual abuse. Imagine being trapped with your perpetrator in the same house. Reach out to women and children in need of support. @UN_Women pic.twitter.com/Eph6OrsEsQ
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Staying at home during this lockdown has exacerbated the situation for women and children who are at risk of domestic violence, physical & sexual abuse. Imagine being trapped with your perpetrator in the same house. Reach out to women and children in need of support. @UN_Women pic.twitter.com/Eph6OrsEsQ
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) April 13, 2020Staying at home during this lockdown has exacerbated the situation for women and children who are at risk of domestic violence, physical & sexual abuse. Imagine being trapped with your perpetrator in the same house. Reach out to women and children in need of support. @UN_Women pic.twitter.com/Eph6OrsEsQ
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) April 13, 2020