ETV Bharat / sitara

লকডাউনে বাড়তে থাকা গার্হস্থ্য হিংসা নিয়ে সরব মিথিলা, সমর্থনে সৃজিত - সৃজিত মুখার্জির খবর

এই লকডাউনে বেড়েছে নারীদের উপর গার্হস্থ্য হিংসার হার । কারণ সবাই, বিশেষ করে বাড়ির পুরুষরা অনেকটা সময় ধরে একটা বাড়িতে বা ঘরে বন্দী রয়েছেন আর তাই নির্যাতনের সময় ও সুযোগটা অনেকটা বেড়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন রফিয়াত রশিদ মিথিলা ।

rafiyath rashid mithila latest news
rafiyath rashid mithila latest news
author img

By

Published : Apr 14, 2020, 5:41 PM IST

ঢাকা : লকডাউনের ফলে বাংলাদেশেই রয়েছেন সৃজিত মুখার্জির স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা । তিনি আবার এক সমাজকর্মীও বটে । UN_Women-এর প্রতিনিধি হিসেবে গার্হস্থ্য হিংসা নিয়ে সরব হলেন মিথিলা । তাঁর শেয়ার করা ভিডিয়ো আবার রিটুইট করলেন সৃজিত মুখার্জি । বুঝিয়ে দিয়েছেন, তিনি মিথিলার পাশে আছেন ।

মিথিলাকে বলতে শোনা গেল, "কোরোনার জন্য আমরা অনেকটা সময় গৃহবন্দী রয়েছি । সেটা আমরা সুস্থ থাকার জন্যই আছি । তবে এই গৃহবন্দী অবস্থাটা সবার জন্য সুখকর না-ও হতে পারে ।"

rafiyath rashid mithila latest news
সৃজিত-মিথিলা

তিনি আরও বলেছেন, "ফ্রান্স বা ইটালির মতো যে সব দেশে কোরোনা সংক্রমণ হয়েছে, সেখানে রিসার্চ করে দেখা গেছে যে, মহিলাদের উপর পারিবারিক নির্যাতন বা সহিংসতার হার অনেক বেড়ে গেছে । এছাড়াও বেড়েছে সাইবার হ্যারাসমেন্ট বা অনলাইনে নারীর প্রতি সহিংসতা ।"

এই অবস্থায় একে অপরের পাশে থাকার আবেদন মিথিলার । প্রয়োজনে হেল্পলাইন নম্বরে ফোন করার কথাও বললেন তিনি । শুনে নিন অভিনেত্রী ও সমাজকর্মীর বক্তব্য...

  • Staying at home during this lockdown has exacerbated the situation for women and children who are at risk of domestic violence, physical & sexual abuse. Imagine being trapped with your perpetrator in the same house. Reach out to women and children in need of support. @UN_Women pic.twitter.com/Eph6OrsEsQ

    — Rafiath Rashid Mithila (@rafiath_rashid) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঢাকা : লকডাউনের ফলে বাংলাদেশেই রয়েছেন সৃজিত মুখার্জির স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা । তিনি আবার এক সমাজকর্মীও বটে । UN_Women-এর প্রতিনিধি হিসেবে গার্হস্থ্য হিংসা নিয়ে সরব হলেন মিথিলা । তাঁর শেয়ার করা ভিডিয়ো আবার রিটুইট করলেন সৃজিত মুখার্জি । বুঝিয়ে দিয়েছেন, তিনি মিথিলার পাশে আছেন ।

মিথিলাকে বলতে শোনা গেল, "কোরোনার জন্য আমরা অনেকটা সময় গৃহবন্দী রয়েছি । সেটা আমরা সুস্থ থাকার জন্যই আছি । তবে এই গৃহবন্দী অবস্থাটা সবার জন্য সুখকর না-ও হতে পারে ।"

rafiyath rashid mithila latest news
সৃজিত-মিথিলা

তিনি আরও বলেছেন, "ফ্রান্স বা ইটালির মতো যে সব দেশে কোরোনা সংক্রমণ হয়েছে, সেখানে রিসার্চ করে দেখা গেছে যে, মহিলাদের উপর পারিবারিক নির্যাতন বা সহিংসতার হার অনেক বেড়ে গেছে । এছাড়াও বেড়েছে সাইবার হ্যারাসমেন্ট বা অনলাইনে নারীর প্রতি সহিংসতা ।"

এই অবস্থায় একে অপরের পাশে থাকার আবেদন মিথিলার । প্রয়োজনে হেল্পলাইন নম্বরে ফোন করার কথাও বললেন তিনি । শুনে নিন অভিনেত্রী ও সমাজকর্মীর বক্তব্য...

  • Staying at home during this lockdown has exacerbated the situation for women and children who are at risk of domestic violence, physical & sexual abuse. Imagine being trapped with your perpetrator in the same house. Reach out to women and children in need of support. @UN_Women pic.twitter.com/Eph6OrsEsQ

    — Rafiath Rashid Mithila (@rafiath_rashid) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.