কলকাতা : রবীন্দ্রসদনে হওয়ার কথা ছিল এই নাগরিক সভার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, এই সভাটির জন্য কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রবীন্দ্রসদনের পক্ষ থেকে। সরকার বিরোধী এই সভা যে, সরকারের নেপথ্য থেকেই কেউ বাঞ্চাল করার চেষ্টা করছে, সেই অভিযোগের আভাসও পাওয়া গেল এই সভা থেকেই। মঞ্চে একাধিকজন এসে বলে গেলেন, রবীন্দ্রসদনে সভা করতে দেওয়া হয়নি।
লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের আবহাওয়া দিন দিন বেড়ে চলেছে, সেটিকে ঘিরেই কবি শঙ্খ ঘোষ চেয়েছিলেন শিক্ষিত সমাজের সম্মিলিত কন্ঠস্বর উচ্চারিত হোক। তাঁর ডাকে সাড়া দিলেন বিশিষ্টজনেরা।
শুরুতেই স্পষ্ট করে বলে দেওয়া হল, এই সভার পিছনে কোনও সাংগঠনিক উদ্যোগ নেই, কোনও রাজনৈতিক উদ্যোগ নেই। আছে কেবল মানুষের শুভ বুদ্ধির চেতনাকে জাগিয়ে তোলার প্রচেষ্টা। বক্তব্য রাখলেন অপর্ণা সেন, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশংকর হালদারের মতো ব্যক্তিত্বরা।
শুনে নিন ভিডিয়োতে...