ETV Bharat / sitara

"এই মৃত্যু উপত্যকা আমার দেশ না", ক্ষোভপ্রকাশ বিদ্বজ্জনদের - অপর্ণা সেন

অপর্ণা সেন, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশংকর হালদার, পৌলমী বসুর মতো ব্যক্তিত্বরা সবসময়েই সামাজিক অবক্ষয় নিয়ে সরব হয়েছেন। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে চিন্তিত সবাই। এই সময়টাকে অ্যাড্রেস করতে তপন থিয়েটারে কবি শঙ্খ ঘোষের ডাকা একটি নাগরিক সভায় উপস্থিত হলেন এই মানুষগুলো। উদ্দেশ্য একটাই, আলোচনার মাধ্যমে শহরবাসী তথা রাজ্যবাসীর চেতনা ফেরানো। রাজ্যে একের পর এক ঘটে যাওয়া বিশৃঙ্খলা এবং অসহিষ্ণুতার প্রতিবাদে ছিল এই সভা।

তপন থিয়েটার
author img

By

Published : Jun 19, 2019, 2:18 PM IST

Updated : Jun 20, 2019, 1:41 PM IST

কলকাতা : রবীন্দ্রসদনে হওয়ার কথা ছিল এই নাগরিক সভার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, এই সভাটির জন্য কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রবীন্দ্রসদনের পক্ষ থেকে। সরকার বিরোধী এই সভা যে, সরকারের নেপথ্য থেকেই কেউ বাঞ্চাল করার চেষ্টা করছে, সেই অভিযোগের আভাসও পাওয়া গেল এই সভা থেকেই। মঞ্চে একাধিকজন এসে বলে গেলেন, রবীন্দ্রসদনে সভা করতে দেওয়া হয়নি।

লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের আবহাওয়া দিন দিন বেড়ে চলেছে, সেটিকে ঘিরেই কবি শঙ্খ ঘোষ চেয়েছিলেন শিক্ষিত সমাজের সম্মিলিত কন্ঠস্বর উচ্চারিত হোক। তাঁর ডাকে সাড়া দিলেন বিশিষ্টজনেরা।


শুরুতেই স্পষ্ট করে বলে দেওয়া হল, এই সভার পিছনে কোনও সাংগঠনিক উদ্যোগ নেই, কোনও রাজনৈতিক উদ্যোগ নেই। আছে কেবল মানুষের শুভ বুদ্ধির চেতনাকে জাগিয়ে তোলার প্রচেষ্টা। বক্তব্য রাখলেন অপর্ণা সেন, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশংকর হালদারের মতো ব্যক্তিত্বরা।

শুনে নিন ভিডিয়োতে...

কলকাতা : রবীন্দ্রসদনে হওয়ার কথা ছিল এই নাগরিক সভার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, এই সভাটির জন্য কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রবীন্দ্রসদনের পক্ষ থেকে। সরকার বিরোধী এই সভা যে, সরকারের নেপথ্য থেকেই কেউ বাঞ্চাল করার চেষ্টা করছে, সেই অভিযোগের আভাসও পাওয়া গেল এই সভা থেকেই। মঞ্চে একাধিকজন এসে বলে গেলেন, রবীন্দ্রসদনে সভা করতে দেওয়া হয়নি।

লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের আবহাওয়া দিন দিন বেড়ে চলেছে, সেটিকে ঘিরেই কবি শঙ্খ ঘোষ চেয়েছিলেন শিক্ষিত সমাজের সম্মিলিত কন্ঠস্বর উচ্চারিত হোক। তাঁর ডাকে সাড়া দিলেন বিশিষ্টজনেরা।


শুরুতেই স্পষ্ট করে বলে দেওয়া হল, এই সভার পিছনে কোনও সাংগঠনিক উদ্যোগ নেই, কোনও রাজনৈতিক উদ্যোগ নেই। আছে কেবল মানুষের শুভ বুদ্ধির চেতনাকে জাগিয়ে তোলার প্রচেষ্টা। বক্তব্য রাখলেন অপর্ণা সেন, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশংকর হালদারের মতো ব্যক্তিত্বরা।

শুনে নিন ভিডিয়োতে...

Intro:"এই মৃত্যুর উপত্যকা আমার দেশ নয়", বলতে চাইলেন অপর্ণা সেন, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশংকর হালদারের মতো বিদ্বজ্জনেরা। তপন থিয়েটার এ কবি শঙ্খ ঘোষের ধাকা একটি নাগরিক সভায় উপস্থিত ছিলেন এঁরা সকলেই। বিকেলের দিকে, শহরজুড়ে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে এঁরা সকলেই একে একে জড়ো হন গন্তব্য স্থল তপন থিয়েটারে। উদ্দেশ্য একটাই, আলোচনার মাধ্যমে শহরবাসীর, তথা রাজ্যবাসীর চেতনা ফেরান। রাজ্যে একের পর এক ঘটে যাওয়া বিশৃঙ্খলা এবং অসহিষ্ণুতার প্রতিবাদে ছিল এই সভা।


Body:এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মধ্য কলকাতার রবীন্দ্রসদনে। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, এই আলোচনা সভার জন্য কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রবীন্দ্রসদনের। যদিও সরকারবিরোধী এই সভার উপস্থাপনা হাওয়া যে সরকার নেপথ্যেই থেকে বাঞ্চাল করেছে, সেই অভিযোগের আভাসও পাওয়া গেল এই সভা থেকেই। মঞ্চে বিভিন্নভাবে বিভিন্নজন এসে বলে গেলেন, রবীন্দ্রসদনে সভা করতে দেওয়া হয়নি।

নির্বাচনোত্তর ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গে যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, যে সাম্প্রদায়িক বিভাজনের আবহাওয়া দিন দিন বাড়ছে, সেটিকে ঘিরেই কবি শঙ্খ ঘোষ চেয়েছিলেন এইবার নাগরিকদের সম্মিলিত কন্ঠস্বর উচ্চারিত হোক। তার প্রেক্ষিতেই বিশিষ্টজনেরা এই সভার ডাকে সাড়া দিয়েছেন।


Conclusion:শুরুতেই স্পষ্ট করে বলে দেওয়া হল, এই সবার পিছনে কোনও সাংগঠনিক উদ্যোগ নেই, কোনও রাজনৈতিক উদ্যোগ নেই। আছে কেবল মানুষের শুভ বুদ্ধির চেতনাকে জাগিয়ে তোলা।

তারই প্রেক্ষিতে মঞ্চে বক্তব্য রাখলেন অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন। দেখুন সেই ভিডিও :
Last Updated : Jun 20, 2019, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.