কলকাতা : 'দৃষ্টিকোণ', 'কিশোর কুমার জুনিয়র' এবং 'জ্যেষ্ঠপুত্র'এর পর ফের প্রসেনজিৎ-কৌশিকের যুগলবন্দী বড় পরদায় দেখতে চলেছেন দর্শক ।
প্রথম ছবি 'দৃষ্টিকোণ'-এ একটি ত্রিকোণ প্রেম এবং থ্রিলার গল্প বলেছিলেন কৌশিক । সেই ছবিতে লেন্স পরে প্রসেনজিৎ প্রায় দৃষ্টিহীনের অভিনয় করেছিলেন । তাঁর ওই চরিত্র নিয়ে চর্চাও হয়েছিল । 'কিশোর কুমার জুনিয়র'-এ কিশোরকণ্ঠী গায়কের চরিত্রে প্রসেনজিতের অভিনয় ছিল অনবদ্য । তারপর 'জেষ্ঠপুত্র'-তে একজন সফল অভিনেতার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তুলে ধরেছিলেন কৌশিক । সেই ফিল্মস্টারের চরিত্রেও বুম্বাদা দর্শকের বাহবা কুড়িয়েছিলেন ।
এখন চতুর্থ ছবিটির দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে দর্শক । কী সেই ছবি, ছবির বিষয়বস্তুই বা কী, কারা থাকবেন সেই ছবিতে, তাই নিয়ে দর্শকদের মনে প্রশ্নের শেষ নেই । কিন্তু, যাঁকে নিয়ে সবথেকে বেশি কৌতুহল, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । দর্শকদের প্রিয় বুম্বাদাকে কৌশিক গাঙ্গুলি ঠিক কোন চরিত্রে আনতে চলেছেন, তাই নিয়ে শুরু হয়ে গেছে কানাঘুষো ।
কয়েকদিন ধরে রটেছিল, কৌশিকের এই নতুন ছবিতে বুম্বাদা নাকি ভিলেনের চরিত্রে অভিনয় করবেন । কিন্তু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অফিস থেকে ETV ভারত সিতারাকে জানানো হয়েছে, "বুম্বাদা কৌশিক গাঙ্গুলির ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন না । কীভাবে বিষয়টা রটেছে জানি না । এটা একটা উড়ো খবর । একেবারে ভুল ইনফরমেশন ।"
তবে বুম্বাদা ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনও জানাননি নির্মাতারা । সেটা জানা যাবে ৮ ফেব্রুয়ারি । ছবির বেশিরভাগ বিষয়ই ওইদিন জানতে পারবেন দর্শকরা ।