ETV Bharat / sitara

"ঋষি কাপুরের অনেক প্রভাব রয়েছে আমার জীবনে" - rishi kapoor death

ঋষি কাপুরের প্রয়াণের খবরটা পেয়ে প্রথমে চুপ করে গিয়েছিলেন প্রসেনজিৎ । আর তাঁর সেই মন খারাপের কথা শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

prosenjit
prosenjit
author img

By

Published : Apr 30, 2020, 3:27 PM IST

কলকাতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বইতে উল্লেখ রয়েছে ঋষি কাপুরের । আজ ঋষি কাপুরের প্রয়াণের খবরটা পেয়ে প্রথমে চুপ করে গিয়েছিলেন প্রসেনজিৎ । আর তাঁর সেই মন খারাপের কথা শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

ETV ভারত সিতারাকে প্রসেনজিৎ বলেন, "দু'দিন পরপর সকালে উঠে খারাপ খবর পেয়ে মনটা খুব ভার হয়ে গিয়েছে । এমনিতেই আমরা একটা অসম্ভব অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে কারও মন ভালো নেই । তার উপরে দু'দিন পরপর খারাপ খবর । আজ সকালে ঋষি কাপুরজির খবরটা পেয়ে সত্যি কিছুক্ষণ আমি চুপ ছিলাম । কারণ ওঁকে নিয়ে অনেকটা লেখা আমার বইতে আছে । প্রচুর প্রভাব আছে আমার ক্যারিয়ারে । লাভার্স বয় হিসেবে ভদ্রলোক শুরু করেছিলেন তাঁর ক্যারিয়ার । অনেকেই ওঁকে লাভার্স বয় বলতেন । পরবর্তীকালে ধীরে ধীরে নিজেকে ভেঙে এমন সব চরিত্র করতে শুরু করেন যা অসাধারণ । একটা ছোট্ট গ্যাপ নিয়ে নতুন ইনিংস শুরু করেন । সেখানে তিনি মারাত্মক সব চরিত্রে অভিনয় করলেন । কখনও বাবা করছেন, কখনও দাদু, আবার কখনও ভিলেন । এইগুলো মানুষ মনে রাখবেন । ঋষি কাপুর আমার কাছে একজন সম্পূর্ণ অভিনেতা । সবসময় মনে হয় তিনি একজন প্রতিষ্ঠান । অনেকটা সময় ধরে উনি অনেকটা লড়াই করেছেন ।"

সব শেষে প্রসেনজিৎ বলেন, "ঋষিজি সম্পর্কে বলতে সত্যি আমার খুব কষ্ট হয় । এই ভদ্রলোকের হাসিটা সব সময় আমার চোখের সামনে ভাসে । ওঁর রোম্যান্টিক জেসচার, কমেডির সেন্স অসাধারণ । ঋষি কাপুর আমাদের সঙ্গে সারাজীবন থাকবেন । থেকে যাবে ওঁর কাজও ।"

কলকাতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বইতে উল্লেখ রয়েছে ঋষি কাপুরের । আজ ঋষি কাপুরের প্রয়াণের খবরটা পেয়ে প্রথমে চুপ করে গিয়েছিলেন প্রসেনজিৎ । আর তাঁর সেই মন খারাপের কথা শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

ETV ভারত সিতারাকে প্রসেনজিৎ বলেন, "দু'দিন পরপর সকালে উঠে খারাপ খবর পেয়ে মনটা খুব ভার হয়ে গিয়েছে । এমনিতেই আমরা একটা অসম্ভব অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে কারও মন ভালো নেই । তার উপরে দু'দিন পরপর খারাপ খবর । আজ সকালে ঋষি কাপুরজির খবরটা পেয়ে সত্যি কিছুক্ষণ আমি চুপ ছিলাম । কারণ ওঁকে নিয়ে অনেকটা লেখা আমার বইতে আছে । প্রচুর প্রভাব আছে আমার ক্যারিয়ারে । লাভার্স বয় হিসেবে ভদ্রলোক শুরু করেছিলেন তাঁর ক্যারিয়ার । অনেকেই ওঁকে লাভার্স বয় বলতেন । পরবর্তীকালে ধীরে ধীরে নিজেকে ভেঙে এমন সব চরিত্র করতে শুরু করেন যা অসাধারণ । একটা ছোট্ট গ্যাপ নিয়ে নতুন ইনিংস শুরু করেন । সেখানে তিনি মারাত্মক সব চরিত্রে অভিনয় করলেন । কখনও বাবা করছেন, কখনও দাদু, আবার কখনও ভিলেন । এইগুলো মানুষ মনে রাখবেন । ঋষি কাপুর আমার কাছে একজন সম্পূর্ণ অভিনেতা । সবসময় মনে হয় তিনি একজন প্রতিষ্ঠান । অনেকটা সময় ধরে উনি অনেকটা লড়াই করেছেন ।"

সব শেষে প্রসেনজিৎ বলেন, "ঋষিজি সম্পর্কে বলতে সত্যি আমার খুব কষ্ট হয় । এই ভদ্রলোকের হাসিটা সব সময় আমার চোখের সামনে ভাসে । ওঁর রোম্যান্টিক জেসচার, কমেডির সেন্স অসাধারণ । ঋষি কাপুর আমাদের সঙ্গে সারাজীবন থাকবেন । থেকে যাবে ওঁর কাজও ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.