ETV Bharat / sitara

খোশমেজাজে প্রিয়াঙ্কা.. -

ছেলের সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার । সমুদ্রের ধারে চলছে মা-ছেলের দস্যিপনা ।

Priyanka sarkar social media
Priyanka sarkar social media
author img

By

Published : Dec 14, 2020, 12:17 PM IST

কলকাতা : কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও । তবে কোরোনাকে বাঁচিয়ে বেঁচে থাকাটাই এখন আমাদের চ্যালেঞ্জ । তাই যাবতীয় সতর্কতা অবলম্বন করে চেনা ছন্দে ফিরছি আমরা সবাই ।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাই ছেলে সবুজকে নিয়ে বেড়িয়ে পড়লেন অ্যাডভেঞ্চারে । কোথায় গেছেন সেটা বোঝা যায়নি যদিও । তবে সমুদ্রের ধারে একটা কোনও জায়গায় ছেলে সবুজকে নিয়ে হলিডে কাটাচ্ছেন অভিনেত্রী ।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "ওহ ডার্লিং, জীবনে যেন অ্যাডভেঞ্চার থাকে !" দেখে নিন তাঁর পোস্ট...

'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে টলিউডে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা । তারপর একাধিক কমার্শিয়াল ছবিতে দেখা গেছে তাঁকে । তবে একটা বিরতি নিয়ে একেবারে মেকওভার করে ফিরেছেন প্রিয়াঙ্কা ।

এখন তাঁকে টলিপাড়ার তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করতে দেখা যায় । অভিনয় দক্ষতা প্রমাণ করে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি । তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রাখেন অভিনেত্রী । সুবজকে সঙ্গে নিয়ে তাঁর লাল-নীল সংসার ।

কলকাতা : কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও । তবে কোরোনাকে বাঁচিয়ে বেঁচে থাকাটাই এখন আমাদের চ্যালেঞ্জ । তাই যাবতীয় সতর্কতা অবলম্বন করে চেনা ছন্দে ফিরছি আমরা সবাই ।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাই ছেলে সবুজকে নিয়ে বেড়িয়ে পড়লেন অ্যাডভেঞ্চারে । কোথায় গেছেন সেটা বোঝা যায়নি যদিও । তবে সমুদ্রের ধারে একটা কোনও জায়গায় ছেলে সবুজকে নিয়ে হলিডে কাটাচ্ছেন অভিনেত্রী ।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "ওহ ডার্লিং, জীবনে যেন অ্যাডভেঞ্চার থাকে !" দেখে নিন তাঁর পোস্ট...

'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে টলিউডে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা । তারপর একাধিক কমার্শিয়াল ছবিতে দেখা গেছে তাঁকে । তবে একটা বিরতি নিয়ে একেবারে মেকওভার করে ফিরেছেন প্রিয়াঙ্কা ।

এখন তাঁকে টলিপাড়ার তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করতে দেখা যায় । অভিনয় দক্ষতা প্রমাণ করে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি । তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রাখেন অভিনেত্রী । সুবজকে সঙ্গে নিয়ে তাঁর লাল-নীল সংসার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.