লস অ্যাঞ্জেলস : আরও এক বিদেশি ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া । সেখানে সেলিন ডিওন ও স্যাম হুগানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । প্রাথমিকভাবে এই রোম্যান্টিক ছবির নাম রাখা হয়েছে 'টেক্সট ফর ইউ'।
একটি স্ক্রিন শট শেয়ার করে এই ছবির কথা সোশাল মিডিয়ায় জানান প্রিয়াঙ্কা । লেখেন, "এই অসাধারণ মানুষদের সঙ্গে ছবির শুটিং শুরু করার জন্য মুখিয়ে রয়েছি । জিম স্ট্রাউস, সেলিন ডিওন ও স্যাম হুগান । এটা আমার কাছে গর্বের বিষয় । লেটস গো ।"
ছবিটি পরিচালনা করবেন জিম স্ট্রাউস । জার্মান ছবি 'এসএমএস ফুর ডিক' ছবির ইংরেজি রিমেক 'টেক্সট ফর ইউ'।
সূত্রের খবর, এই ছবিতে এক দুঃখী মহিলার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা । তার হবু স্বামীর মৃত্যু হয়েছে । যার কারণে ভারাক্রান্ত রয়েছে তাঁর মন । কিন্তু, হবু স্বামীর যে মৃত্যু হয়েছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারেননি । এরপর হবু স্বামীর নম্বরে মেসেজ করতে শুরু করে সে । জানতে পারে সেই নম্বর অন্য এক ব্যক্তির কাছে রয়েছে । আর ওই ব্যক্তিও এই একই পরিস্থিতির সম্মুখীন । এই ছবির গানের দায়িত্বে রয়েছেন সেলিন ডিওন ।
এই ছবি শুরু করার অপেক্ষায় রয়েছেন স্যাম হুগানও । সম্প্রতি এই ছবি প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি । লেখেন, "এই অসাধারণ কাস্টের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি ।"
মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কার 'দা হোয়াইট টাইগার' ছবিটি । সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।