ETV Bharat / sitara

'টেক্সট ফর ইউ'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা - Priyanka prep Text For You

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতি নেওয়ার কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । সেখানে পার্লারের মধ্যে মাস্ক পরে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ম্যানিকিওর করাচ্ছেন তিনি । এছাড়া প্লাস্টিকের টুকরো দিয়ে ঢাকা রয়েছে চুল । এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী ছবিতে নতুন হেয়ার কালারে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেত্রী ।

asd
asd
author img

By

Published : Nov 27, 2020, 10:48 AM IST

লন্ডন : পরবর্তী ছবির জন্য প্রস্তুতি শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া । আপকামিং ছবিতে সেলিন ডিওন ও স্যাম হুগানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছে 'টেক্সট ফর ইউ'। পরে এই রোম্যান্টিক ছবির নাম পরিবর্তনও করা হতে পারে ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতি নেওয়ার কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । সেখানে পার্লারের মধ্যে মাস্ক পরে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ম্যানিকিওর করাচ্ছেন তিনি । এছাড়া প্লাস্টিকের টুকরো দিয়ে ঢাকা রয়েছে চুল । এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী ছবিতে নতুন হেয়ার কালারে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেত্রী ।

asd
প্রিয়াঙ্কার পোস্ট

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "প্রস্তুতি শুরু করে দিয়েছি...আজ থেকে শুটিং শুরু হচ্ছে ।"

ছবিটি পরিচালনা করবেন জিম স্ট্রাউস । জার্মান ছবি 'এসএমএস ফার ডিচ' ছবির ইংরেজি রিমেক 'টেক্সট ফর ইউ'।

asd
প্রিয়াঙ্কার পোস্ট

গল্প অনুযায়ী ছবির মুখ্য চরিত্র এক দুর্ঘটনায় তার হবু স্বামীকে হারায় । কিন্তু, তার মন কিছুতেই মানতে চায় না যে হবু স্বামী আর নেই । তাই তাকে ভুলতে না পেরে তার পুরোনো মোবাইল নম্বরে উত্তরের আশায় মেসেজ করতে শুরু করে । এদিকে ততদিনে সেই নম্বরের মালিক অন্য কেউ । সেই ব্যক্তির অবস্থাও কিছুটা একই রকম । তারও প্রেম ভেঙে গিয়েছে । আর ওই ভগ্নহৃদয় নিয়েই মেসেজের উত্তর দিতে শুরু করে সে । এভাবেই তাদের দু'জনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় । এই বিষয় নিয়েই তৈরি হতে চলেছে ছবিটি ।

ছবিতে ওই দুঃখী মহিলার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে । তবে বাকিদের কোন কোন চরিত্রে দেখা যাবে তা অবশ্য জানা যায়নি । আর এই ছবির অন্যতম আকর্ষণ হল সেলিন ডিওনের গান ।

এছাড়াও আরও দুটি ছবি রয়েছে প্রিয়াঙ্কার হাতে । সেই তালিকায় রয়েছে 'দা হোয়াইট টাইগার' ও 'উই ক্যান বি হিরোজ়'-এর মতো ছবি ।

লন্ডন : পরবর্তী ছবির জন্য প্রস্তুতি শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া । আপকামিং ছবিতে সেলিন ডিওন ও স্যাম হুগানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছে 'টেক্সট ফর ইউ'। পরে এই রোম্যান্টিক ছবির নাম পরিবর্তনও করা হতে পারে ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতি নেওয়ার কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । সেখানে পার্লারের মধ্যে মাস্ক পরে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ম্যানিকিওর করাচ্ছেন তিনি । এছাড়া প্লাস্টিকের টুকরো দিয়ে ঢাকা রয়েছে চুল । এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী ছবিতে নতুন হেয়ার কালারে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেত্রী ।

asd
প্রিয়াঙ্কার পোস্ট

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "প্রস্তুতি শুরু করে দিয়েছি...আজ থেকে শুটিং শুরু হচ্ছে ।"

ছবিটি পরিচালনা করবেন জিম স্ট্রাউস । জার্মান ছবি 'এসএমএস ফার ডিচ' ছবির ইংরেজি রিমেক 'টেক্সট ফর ইউ'।

asd
প্রিয়াঙ্কার পোস্ট

গল্প অনুযায়ী ছবির মুখ্য চরিত্র এক দুর্ঘটনায় তার হবু স্বামীকে হারায় । কিন্তু, তার মন কিছুতেই মানতে চায় না যে হবু স্বামী আর নেই । তাই তাকে ভুলতে না পেরে তার পুরোনো মোবাইল নম্বরে উত্তরের আশায় মেসেজ করতে শুরু করে । এদিকে ততদিনে সেই নম্বরের মালিক অন্য কেউ । সেই ব্যক্তির অবস্থাও কিছুটা একই রকম । তারও প্রেম ভেঙে গিয়েছে । আর ওই ভগ্নহৃদয় নিয়েই মেসেজের উত্তর দিতে শুরু করে সে । এভাবেই তাদের দু'জনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় । এই বিষয় নিয়েই তৈরি হতে চলেছে ছবিটি ।

ছবিতে ওই দুঃখী মহিলার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে । তবে বাকিদের কোন কোন চরিত্রে দেখা যাবে তা অবশ্য জানা যায়নি । আর এই ছবির অন্যতম আকর্ষণ হল সেলিন ডিওনের গান ।

এছাড়াও আরও দুটি ছবি রয়েছে প্রিয়াঙ্কার হাতে । সেই তালিকায় রয়েছে 'দা হোয়াইট টাইগার' ও 'উই ক্যান বি হিরোজ়'-এর মতো ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.