মুম্বই, 4 সেপ্টেম্বর : প্রয়াত বলিউড তারকা ঋষি কাপুরের 'শর্মাজি নামকিন'-ছবির নির্মাতারা এদিন অভিনেতার 69তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম পোস্টার উন্মোচন করেছেন। 'শর্মাজি নামকিন'-ই সেই ছবি যাতে শেষবারের মতো ঋষি কাপুরকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিটির প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধবানির এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনা গ্রুপ।
বলিউড অভিনেতা ঋষি কাপুরের 69তম জন্মবার্ষিকী উপলক্ষে তার শেষ ছবি 'শর্মাজি নামকিন' ছবির পোস্টার সোশাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। এদিন সকালে ফারহান আখতার এবং রিতেশ সিদবানির এক্সেল এন্টারটেইনমেন্ট অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করা হয়। ছবিতে প্রবীণ অভিনেতাকে হাতে একটি ব্রিফকেস ধরে থাকতে দেখা যাচ্ছে ৷
আরও পড়ুন : Uttam Kumar Birthday: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম
গলায় সবুজ মাফলার এবং কালো প্যান্টের সঙ্গে একটি বাদামি সোয়েটার পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছেন ঋষি ৷ সেইসঙ্গে রয়েছে তাঁর মন মাতানো হাসি।
পোস্টারের পাশাপাশি একটি ক্যাপশন লেখা হয়েছে, ‘‘এই ছবিটি করতে পেরে প্রযোজকরা গর্বিত ৷ এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে বলিউডের খ্যাতনামা অভিনেতা ঋষি কাপুরের অদম্য কাজ এবং তাঁর ঝলমলে ক্যারিয়ার চিরকাল স্মরণ করে রাখা হবে ৷ তাঁকে ভালবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে ও তাঁর লক্ষ লক্ষ ভক্তদের উপহার দেওয়ার উদ্দেশ্যে শেষ ছবির প্রথম পোস্টার সবার সামনে আনা হয়েছে ।’’
জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর 2020 সালের 30 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিউকোমিয়া রোগের সঙ্গে লড়াই করছিলেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 67 বছর।
আরও পড়ুন : Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো
প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল ঋষি কাপুরের মৃত্যুর পর এগিয়ে আসেন এই ছবিটি সম্পূর্ণ করার জন্য ৷ প্রযোজক ফারহান আখতার জানিয়েছেন, পরেশ রাওয়ালকে অনেক ধন্যবাদ বিসিজি অভিনীত সংবেদনশীল বাকি অংশের চিত্রায়নের জন্য তিনি অভিনয়ে রাজি হয়েছেন।
এক্সেল এন্টারটেনমেন্ট এবং ম্যাকগফিন পিকচারসের প্রযোজিত নবাগত হিতেশ ভাটিয়ার পরিচালিত ছবি 'শর্মাজি নামকিন' ৷ গল্পটি হল একজন সাধারণ নরম মনের মানুষের প্রেমকে ঘিরে ৷ যাঁর প্রেম হয় 60 বছর বয়সে।