ETV Bharat / sitara

"পাসওয়ার্ড ছবিটি যেভাবে বানানো হচ্ছে, বাংলায় আগে হয়নি"

'নূর জাহান' টু 'পাসওয়ার্ড' টলিউডের নতুন সেনসেশন আদৃত রায়। খুব শিগগিরিই রাজের পরিচালনায় কাজ করবেন তিনি।

আদৃত রায়
author img

By

Published : Mar 26, 2019, 4:31 PM IST

Updated : Mar 27, 2019, 12:57 PM IST

আদৃত রায়। টলিউডে ডেবিউ করেছেন রাজ চক্রবর্তীর ছত্রছায়ায়। প্রথম ছবি 'নূর জাহান'। এরপরই যে ছবিটি তাঁকে লাইমলাইটে এনে দিয়েছে, তা হল 'প্রেম আমার ২'। আর এই দুটি ছবি টলিউডে টিকে থাকা 'পাসওয়ার্ড'টাও বর্তে দিয়েছে। একেবারে দেব-পরমব্রতর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তাও আবার পরিচালক কমলেশ্বর মুখার্জির ছবিতে। এত অল্প সময় এই সাফল্য নিয়ে ETV Bharat-এর কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন আদৃত। বললেন, দেবের প্রযোজনায় কাজ করতে পেরে আপ্লুত তিনি।

আদৃত কিন্তু তাঁর চতুর্থ ছবির কাজও শুরু করছেন। রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তাঁর আগামী ছবি 'পরিণীতা'। গতকাল হয়েছে ছবির মহরৎ।

শুটিংয়ের পরিবেশ সম্পর্কে আদৃত বললেন, "দেবদার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারেঅন্যরকম। সকলের মধ্যে আন্তরিকতা ভরপুর। ঘরের বাইরে মানে রাজদার প্রোডাকশন হাউজডের বাইরে গিয়ে এই প্রথম আমি কাজ করছি, সেটা এক মুহূর্তের জন্য কমলেশ্বর কিংবা দেবদা আমাকে বুঝতে দেয়নি। পুরো টিমটীঅত্যন্ত প্রফেশনাল এবং দারুণ কাজ করছে।"

ছবি সম্পর্কে আদৃত আরও বলেন, "পাসওয়ার্ড যে ধরনের ছবি হতে চলেছে, আমার অন্তত মনে হয় না বাংলা ছবিতে এরকম ধরনের বিষয় নিয়ে কাজ হয়েছে। যেস্কেলে দেবদা বা কমলস্যার ছবিটাকে নিয়ে যাচ্ছে, সেটা অভাবনীয়।"

ছবির অন্যান্য কলাকুশলী সম্পর্কে আদৃত বললেন, "পাওলির সঙ্গে এখনও কাজ হয়নি। সেটা পরের সিডিউলে শুটিং হবে। তবে রুক্মিণী ও তৃণার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ভালো। প্রথমে বেশ ভয়ে ভয়ে ছিলাম। যেহেতু এটা কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি। তবে সেটে যাওয়ার পর সেই ভয়ে আমার কেটে গেছে। বলতে পারেন, আমার প্রচণ্ড পজিটিভ অভিজ্ঞতা।"

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আদৃত বারবার একই কথা বলতে চাইলেন, " কমলদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমি কখনও ভুলতে পারব না। মানুষটার সবথেকে বড় USPতিনি অসম্ভব ঠান্ডা মাথার মানুষ। যেহেতু টেকনোলজি নিয়ে ছবি, তাই টেকনিক্যালিও মারাত্মক সাউন্ড। পুরো শুটিংটা রিয়েল লোকেশনে হচ্ছে। কমলদা টেকনিক্যালি সাউন্ড ও ঠান্ডা মাথার মানুষ বলে, যেসব শুটগুলো মলের মধ্যে হচ্ছে, এত ভিড়ের মধ্যেও খুব নির্ঝঞ্ঝাটভাবেই সেইগুলো হয়ে যাচ্ছে। ভিড় জায়গায় শুটিং হচ্ছে বলে, দেবদা কিন্তু আগে থেকেই পুলিশের সাহায্য নিয়ে ময়দানে নেমেছেন।"

আদৃত বলেন, "কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে এবং আরও হবে আন্দোলন একটি জায়গাতেও শুটিং হয়েছে। এই ছবিতে সেট নেই। পুরোটাই রিয়েল লোকেশনে শুটিং। বারবার একটা কথাই বলতে ইচ্ছে করছে, এই ছবিটা যেভাবে বানানো হচ্ছে, সেভাবে আজ পর্যন্ত কোনও বাংলা ছবি বানান হয়নি। এটা একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।"

আদৃত রায়। টলিউডে ডেবিউ করেছেন রাজ চক্রবর্তীর ছত্রছায়ায়। প্রথম ছবি 'নূর জাহান'। এরপরই যে ছবিটি তাঁকে লাইমলাইটে এনে দিয়েছে, তা হল 'প্রেম আমার ২'। আর এই দুটি ছবি টলিউডে টিকে থাকা 'পাসওয়ার্ড'টাও বর্তে দিয়েছে। একেবারে দেব-পরমব্রতর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তাও আবার পরিচালক কমলেশ্বর মুখার্জির ছবিতে। এত অল্প সময় এই সাফল্য নিয়ে ETV Bharat-এর কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন আদৃত। বললেন, দেবের প্রযোজনায় কাজ করতে পেরে আপ্লুত তিনি।

আদৃত কিন্তু তাঁর চতুর্থ ছবির কাজও শুরু করছেন। রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তাঁর আগামী ছবি 'পরিণীতা'। গতকাল হয়েছে ছবির মহরৎ।

শুটিংয়ের পরিবেশ সম্পর্কে আদৃত বললেন, "দেবদার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারেঅন্যরকম। সকলের মধ্যে আন্তরিকতা ভরপুর। ঘরের বাইরে মানে রাজদার প্রোডাকশন হাউজডের বাইরে গিয়ে এই প্রথম আমি কাজ করছি, সেটা এক মুহূর্তের জন্য কমলেশ্বর কিংবা দেবদা আমাকে বুঝতে দেয়নি। পুরো টিমটীঅত্যন্ত প্রফেশনাল এবং দারুণ কাজ করছে।"

ছবি সম্পর্কে আদৃত আরও বলেন, "পাসওয়ার্ড যে ধরনের ছবি হতে চলেছে, আমার অন্তত মনে হয় না বাংলা ছবিতে এরকম ধরনের বিষয় নিয়ে কাজ হয়েছে। যেস্কেলে দেবদা বা কমলস্যার ছবিটাকে নিয়ে যাচ্ছে, সেটা অভাবনীয়।"

ছবির অন্যান্য কলাকুশলী সম্পর্কে আদৃত বললেন, "পাওলির সঙ্গে এখনও কাজ হয়নি। সেটা পরের সিডিউলে শুটিং হবে। তবে রুক্মিণী ও তৃণার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ভালো। প্রথমে বেশ ভয়ে ভয়ে ছিলাম। যেহেতু এটা কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি। তবে সেটে যাওয়ার পর সেই ভয়ে আমার কেটে গেছে। বলতে পারেন, আমার প্রচণ্ড পজিটিভ অভিজ্ঞতা।"

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আদৃত বারবার একই কথা বলতে চাইলেন, " কমলদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমি কখনও ভুলতে পারব না। মানুষটার সবথেকে বড় USPতিনি অসম্ভব ঠান্ডা মাথার মানুষ। যেহেতু টেকনোলজি নিয়ে ছবি, তাই টেকনিক্যালিও মারাত্মক সাউন্ড। পুরো শুটিংটা রিয়েল লোকেশনে হচ্ছে। কমলদা টেকনিক্যালি সাউন্ড ও ঠান্ডা মাথার মানুষ বলে, যেসব শুটগুলো মলের মধ্যে হচ্ছে, এত ভিড়ের মধ্যেও খুব নির্ঝঞ্ঝাটভাবেই সেইগুলো হয়ে যাচ্ছে। ভিড় জায়গায় শুটিং হচ্ছে বলে, দেবদা কিন্তু আগে থেকেই পুলিশের সাহায্য নিয়ে ময়দানে নেমেছেন।"

আদৃত বলেন, "কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে এবং আরও হবে আন্দোলন একটি জায়গাতেও শুটিং হয়েছে। এই ছবিতে সেট নেই। পুরোটাই রিয়েল লোকেশনে শুটিং। বারবার একটা কথাই বলতে ইচ্ছে করছে, এই ছবিটা যেভাবে বানানো হচ্ছে, সেভাবে আজ পর্যন্ত কোনও বাংলা ছবি বানান হয়নি। এটা একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।"

Intro:রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ছবিতে পরপর কাজ করেছেন অভিনেতা আদৃত রায়। সেখানেই বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশ নাটকের এই অভিনেতার। প্রথম ছবি রাজের প্রযোজনা ও অভিমুন্য মুখোপাধ্যায়ের পরিচালনায় নুরজাহান। তারপরের ছবি প্রেম আমার 2। ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য। রাজের ছবিতে কাজ করার পর দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ শুরু করেছেন আদৃত। ছবির নাম পাসওয়ার্ড। আদৃত ছাড়াও ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও স্বয়ং দেব। ছবির পরিচালনায় রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির প্রথম দফার শুটিংয়ের কাজ শেষ হয়েছে সম্প্রতি। দেভ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজনা সংস্থার কাজের অভিজ্ঞতা নিয়ে আপ্লুত আদৃত। ইটিভি ভারতকে একান্তভাবে জানালেন সেই অভিজ্ঞতার কথাই।




Body:শুটিং এর পরিবেশ সম্পর্কে আদৃত বললেন, দেবদার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই অন্যরকম সকলের মধ্যে আন্তরিকতা ঘরের বাইরে মানে রাজ তার প্রোডাকশন হাউজ এর বাইরে গিয়ে এই প্রথম আমি কাজ করছি সেটা এক মুহূর্তের জন্য কমলেশ্বর কিংবা দেবদা আমাকে বুঝতে দেয়নি। পুরো টিম তা অত্যন্ত প্রফেশনাল এবং দারুণ কাজ করছে।

ছবি সম্পর্কে আদৃত আরও বলেন, " পাসওয়ার্ড যে ধরনের ছবি হতে চলেছে, আমার অন্তত মনে হয় না বাংলা ছবিতে এরকম ধরনের বিষয় নিয়ে কাজ হয়েছে। যেই স্কেলে দেবদা বা কমলস্যার ছবিটাকে নিয়ে যাচ্ছে, সেটা অভাবনীয়।"

ছবির অন্যান্য কলাকুশলী সম্পর্কে আদৃত বললেন, " পাওলির সঙ্গে এখনও কাজ হয়নি। সেটা পরের সিডিউলে শুটিং হবে। তবে রুক্মিণী ও তৃণার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ভালো। প্রথমে বেশ ভয়ে ভয়ে ছিলাম। যেহেতু এটা কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি। তবে সেটে যাওয়ার পর সেই ভয়ে আমার কেটে গেছে। বলতে পারেন, আমার প্রচণ্ড পজিটিভ অভিজ্ঞতা।"


Conclusion:পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আদৃত বারবার একই কথা বলতে চাইলেন, " কমলদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমি কখনও ভুলতে পারব না। মানুষটার সবথেকে বড় ইউএসপি, তিনি অসম্ভব ঠান্ডা মাথার মানুষ। যেহেতু টেকনোলজি নিয়ে ছবি, তাই টেকনিক্যালিও মারাত্মক সাউন্ড। পুরো শুটিংটা রিয়েল লোকেশনে হচ্ছে। কমলদা টেকনিক্যালি সাউন্ড ও ঠান্ডা মাথার মানুষ বলে, যেসব শুটগুলো মলের মধ্যে হচ্ছে, এত ভিড়ের মধ্যেও খুব নির্ঝঞ্ঝাটভাবেই সেইগুলো হয়ে যাচ্ছে। ভিড় জায়গায় শুটিং হচ্ছে বলে, দেবদা কিন্তু আগে থেকেই পুলিশের সাহায্য নিয়ে ময়দানে নেমেছেন।"

আদৃত বললেন, "কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে এবং আরও হবে আন্দোলন একটি জায়গাতেও শুটিং হয়েছে। এই ছবিতে সেট নেই। পুরোটাই রিয়েল লোকেশনে শুটিং। বারবার একটা কথাই বলতে ইচ্ছে করছে, এই ছবিটা যেভাবে বানানো হচ্ছে, সেভাবে আজ পর্যন্ত কোনও বাংলা ছবি বানান হয়নি। এটা একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।"
Last Updated : Mar 27, 2019, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.