আদৃত রায়। টলিউডে ডেবিউ করেছেন রাজ চক্রবর্তীর ছত্রছায়ায়। প্রথম ছবি 'নূর জাহান'। এরপরই যে ছবিটি তাঁকে লাইমলাইটে এনে দিয়েছে, তা হল 'প্রেম আমার ২'। আর এই দুটি ছবি টলিউডে টিকে থাকা 'পাসওয়ার্ড'টাও বর্তে দিয়েছে। একেবারে দেব-পরমব্রতর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তাও আবার পরিচালক কমলেশ্বর মুখার্জির ছবিতে। এত অল্প সময় এই সাফল্য নিয়ে ETV Bharat-এর কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন আদৃত। বললেন, দেবের প্রযোজনায় কাজ করতে পেরে আপ্লুত তিনি।
আদৃত কিন্তু তাঁর চতুর্থ ছবির কাজও শুরু করছেন। রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তাঁর আগামী ছবি 'পরিণীতা'। গতকাল হয়েছে ছবির মহরৎ।
শুটিংয়ের পরিবেশ সম্পর্কে আদৃত বললেন, "দেবদার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারেঅন্যরকম। সকলের মধ্যে আন্তরিকতা ভরপুর। ঘরের বাইরে মানে রাজদার প্রোডাকশন হাউজডের বাইরে গিয়ে এই প্রথম আমি কাজ করছি, সেটা এক মুহূর্তের জন্য কমলেশ্বর কিংবা দেবদা আমাকে বুঝতে দেয়নি। পুরো টিমটীঅত্যন্ত প্রফেশনাল এবং দারুণ কাজ করছে।"
ছবি সম্পর্কে আদৃত আরও বলেন, "পাসওয়ার্ড যে ধরনের ছবি হতে চলেছে, আমার অন্তত মনে হয় না বাংলা ছবিতে এরকম ধরনের বিষয় নিয়ে কাজ হয়েছে। যেস্কেলে দেবদা বা কমলস্যার ছবিটাকে নিয়ে যাচ্ছে, সেটা অভাবনীয়।"
ছবির অন্যান্য কলাকুশলী সম্পর্কে আদৃত বললেন, "পাওলির সঙ্গে এখনও কাজ হয়নি। সেটা পরের সিডিউলে শুটিং হবে। তবে রুক্মিণী ও তৃণার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ভালো। প্রথমে বেশ ভয়ে ভয়ে ছিলাম। যেহেতু এটা কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি। তবে সেটে যাওয়ার পর সেই ভয়ে আমার কেটে গেছে। বলতে পারেন, আমার প্রচণ্ড পজিটিভ অভিজ্ঞতা।"
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আদৃত বারবার একই কথা বলতে চাইলেন, " কমলদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমি কখনও ভুলতে পারব না। মানুষটার সবথেকে বড় USPতিনি অসম্ভব ঠান্ডা মাথার মানুষ। যেহেতু টেকনোলজি নিয়ে ছবি, তাই টেকনিক্যালিও মারাত্মক সাউন্ড। পুরো শুটিংটা রিয়েল লোকেশনে হচ্ছে। কমলদা টেকনিক্যালি সাউন্ড ও ঠান্ডা মাথার মানুষ বলে, যেসব শুটগুলো মলের মধ্যে হচ্ছে, এত ভিড়ের মধ্যেও খুব নির্ঝঞ্ঝাটভাবেই সেইগুলো হয়ে যাচ্ছে। ভিড় জায়গায় শুটিং হচ্ছে বলে, দেবদা কিন্তু আগে থেকেই পুলিশের সাহায্য নিয়ে ময়দানে নেমেছেন।"
আদৃত বলেন, "কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে এবং আরও হবে আন্দোলন একটি জায়গাতেও শুটিং হয়েছে। এই ছবিতে সেট নেই। পুরোটাই রিয়েল লোকেশনে শুটিং। বারবার একটা কথাই বলতে ইচ্ছে করছে, এই ছবিটা যেভাবে বানানো হচ্ছে, সেভাবে আজ পর্যন্ত কোনও বাংলা ছবি বানান হয়নি। এটা একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।"