কলকাতা : লকডাউনের আগেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান'-এর শুটিং শুরু করেছিলেন পরমব্রত । ছবির একটি জায়গায় অভিনয় করছেন সৌমিত্র নিজেই । শুটিংয়ের সময় কোনওদিন দেরি করেননি তিনি । রোজই সময়মতো ফ্লোরে পৌঁছে যেতেন । সামাজিক দূরত্ব বজায় রেখেই শট দিতেন ।
ছবিতে পরিণত বয়সের সৌমিত্রের চরিত্রে অভিনয় করছেন তিনি নিজেই । আর যুবক সৌমিত্রের ভূমিকায় যীশু । সম্প্রতি শেষ হয়েছে সৌমিত্রর শুটং । এদিকে শুটিংয়ের এই পর্ব শেষ করে কিছুটা নস্টালজিক পরিচালক পরমব্রত ।
এ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় পরম লেখেন, "প্রচারের দায়িত্বে যা শেয়ার করতে হয় অন্তর্জালে তার বাইরে কাজ নিয়ে খুব বেশি লেখালেখি করার অভ্যেস থেকে দূরে থাকার চেষ্টা করি । কিন্তু, এই ছবিটি দেখার লোভ সামলাতে পারলাম না গতকাল আমাদের 'অভিযান' ছবির সৌমিত্র বাবুর অংশটির চিত্রায়ণ শেষ হল । আড্ডা দিতে দিতে জীবন কাহিনী এবং দর্শন বোঝার দিনগুলো থেকে শুট, মাঝপথে অতিমারী, অচলাবস্থা, তারপর আবার বিপুল টেনশন এবং ভয় নিয়ে এই সাম্প্রতিক শুট...অনেকটা সময় , অনেক মুহূর্ত, অনেক গল্প, অভিজ্ঞতা, মতের মিল অমিল সব শেয়ার করলাম অশীতিপর এই মানুষটির সঙ্গে অনেক পেলাম সবথেকে বেশি পেলাম সাহস সেইরকমই একটি মুহূর্ত এখানে ... #abhijaan"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
লকডাউনের আগেই ছবির শুটিং অনেকটা হয়ে গিয়েছিল । পরে করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় শুটিং । ফের শুরু হয়েছে শুটিংয়ের কাজ ।