ETV Bharat / sitara

Taranga: পলাশ দে-র 'তরঙ্গ'তে একটাই গান, গেয়েছেন দেবজ্যোতি মিশ্র

পলাশ দে-র (Palash Dey) 'তরঙ্গ'-তে (Taranga) একটাই গান রয়েছে ৷ আর সেটি গেয়েছেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra) ৷ গান রেকর্ডিং-এর সময় মাঝেমধ্যেই তাঁর চোখে জল এসে যাচ্ছিল বলে জানিয়েছেন পলাশ ৷

Palash Dey's 'Taranga' has only one song which is sung by Debojyoti Mishra
পলাশ দে-র 'তরঙ্গ'তে একটাই গান, গেয়েছেন দেবজ্যোতি মিশ্র
author img

By

Published : Oct 12, 2021, 4:35 PM IST

কলকাতা, 12 অক্টোবর: পলাশ দে-র (Palash Dey) দ্বিতীয় ছবি 'তরঙ্গ'র (Taranga) পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ । এই ছবিতে একটিই গান । পলাশ দে-র কথায় গানটি গেয়েছেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)।

পরিচালক পলাশের কথায়, "এক আশ্চর্য সুর শব্দ নৈঃশব্দ্য সৃষ্টি হয়েছে ছবিতে । জাদুকর দেবজ্যোতি মিশ্র গান এবং সিনেমার প্রতিটা বিন্দুতে নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ করেছেন । গান রেকর্ডিং করতে গিয়ে দেবজ্যোতি মিশ্র মাঝেমধ্যেই নিজেকে সামলে রাখতে পারেননি । চোখ ভরে আসছিল...৷"

'অসুখওয়ালা'র পরিচালক পলাশ দে-র এ বারের নির্মাণ 'তরঙ্গ'। পলাশের বড় পর্দায় এটি দ্বিতীয় ছবি । মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar), বাদশা মৈত্র, রণজয়, অমিত সাহা । এই ছবিতে বাদশা মৈত্রর স্ত্রী-র চরিত্রে থাকবেন সোহিনী । ও দিকে সোহিনীর বাস্তবজীবনের প্রেমিক রণজয় থাকছেন সোহিনীর আর্ট কলেজের বন্ধুর ভূমিকায় । রণজয় পুরুলিয়ার মুখোশ ও শৌখিন হাতের কাজের ব্যবসা করে । ঘটনাচক্রে সোহিনী কাজ করতে আসে রণজয়ের অফিসে ৷ এরপর কী হয় তা জানতে হলে ক'দিনের অপেক্ষা ৷

আরও পড়ুন: Kishalay: পুজোর ছুটিতে হাজির 'কিশলয়'-এর পোস্টার

পলাশ জানিয়েছেন, "তরঙ্গ সিনেমার বিষয় ভাবনা পুরুলিয়াকে ঘিরে । মুখোশ শিল্প এবং শিল্পীদের নিয়ে তৈরি এই গল্প । সেখানে বিভিন্ন চরিত্রও ঘটনাচক্রে পুরুলিয়া কেন্দ্রিক । প্রান্তিক শিল্প, শিল্পী এবং তাঁদের জীবনযাপন এই ছবির রসদ । শিল্প নিয়ে লোক ঠকানো এবং সব প্রতিকূলতা সত্তেও ঘুরে দাঁড়ানো - এই নিয়েই 'তরঙ্গ'।"

Palash Dey's 'Taranga' has only one song which is sung by Debojyoti Mishra
তরঙ্গের পোস্টার

পরিচালকের কথায়, "পুরুলিয়ার আনটাচড জায়গায় শুটিং করেছি । শীতলপুর পাহাড়, তারাড্যাম, কাঁসাই নদী আর বেলকুঁড়ি নামের এক গ্রামে তরঙ্গের পুরো শুটিং হয়েছে । বাকিটা সময় বলবে ।"

আরও পড়ুন: Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

'জেড ভি' ফিল্মস নিবেদিত 'ভাবিক এম পান্ডেয়া' প্রযোজিত এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন অমর দত্ত । সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত । আর্ট ডিরেক্টর তপন কুমার শেঠ ।

সোহিনী-রণজয় এর আগে 'ব্রেক আপ স্টোরি' এবং 'জাজমেন্ট ডে'তে অভিনয় করেছেন ও প্রশংসিত হয়েছেন । এ বার ফের রিয়েল লাইফ জুটির অনস্ক্রিন পরীক্ষা । পরীক্ষক দর্শক ।

আরও পড়ুন: Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে

কলকাতা, 12 অক্টোবর: পলাশ দে-র (Palash Dey) দ্বিতীয় ছবি 'তরঙ্গ'র (Taranga) পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ । এই ছবিতে একটিই গান । পলাশ দে-র কথায় গানটি গেয়েছেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)।

পরিচালক পলাশের কথায়, "এক আশ্চর্য সুর শব্দ নৈঃশব্দ্য সৃষ্টি হয়েছে ছবিতে । জাদুকর দেবজ্যোতি মিশ্র গান এবং সিনেমার প্রতিটা বিন্দুতে নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ করেছেন । গান রেকর্ডিং করতে গিয়ে দেবজ্যোতি মিশ্র মাঝেমধ্যেই নিজেকে সামলে রাখতে পারেননি । চোখ ভরে আসছিল...৷"

'অসুখওয়ালা'র পরিচালক পলাশ দে-র এ বারের নির্মাণ 'তরঙ্গ'। পলাশের বড় পর্দায় এটি দ্বিতীয় ছবি । মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar), বাদশা মৈত্র, রণজয়, অমিত সাহা । এই ছবিতে বাদশা মৈত্রর স্ত্রী-র চরিত্রে থাকবেন সোহিনী । ও দিকে সোহিনীর বাস্তবজীবনের প্রেমিক রণজয় থাকছেন সোহিনীর আর্ট কলেজের বন্ধুর ভূমিকায় । রণজয় পুরুলিয়ার মুখোশ ও শৌখিন হাতের কাজের ব্যবসা করে । ঘটনাচক্রে সোহিনী কাজ করতে আসে রণজয়ের অফিসে ৷ এরপর কী হয় তা জানতে হলে ক'দিনের অপেক্ষা ৷

আরও পড়ুন: Kishalay: পুজোর ছুটিতে হাজির 'কিশলয়'-এর পোস্টার

পলাশ জানিয়েছেন, "তরঙ্গ সিনেমার বিষয় ভাবনা পুরুলিয়াকে ঘিরে । মুখোশ শিল্প এবং শিল্পীদের নিয়ে তৈরি এই গল্প । সেখানে বিভিন্ন চরিত্রও ঘটনাচক্রে পুরুলিয়া কেন্দ্রিক । প্রান্তিক শিল্প, শিল্পী এবং তাঁদের জীবনযাপন এই ছবির রসদ । শিল্প নিয়ে লোক ঠকানো এবং সব প্রতিকূলতা সত্তেও ঘুরে দাঁড়ানো - এই নিয়েই 'তরঙ্গ'।"

Palash Dey's 'Taranga' has only one song which is sung by Debojyoti Mishra
তরঙ্গের পোস্টার

পরিচালকের কথায়, "পুরুলিয়ার আনটাচড জায়গায় শুটিং করেছি । শীতলপুর পাহাড়, তারাড্যাম, কাঁসাই নদী আর বেলকুঁড়ি নামের এক গ্রামে তরঙ্গের পুরো শুটিং হয়েছে । বাকিটা সময় বলবে ।"

আরও পড়ুন: Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

'জেড ভি' ফিল্মস নিবেদিত 'ভাবিক এম পান্ডেয়া' প্রযোজিত এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন অমর দত্ত । সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত । আর্ট ডিরেক্টর তপন কুমার শেঠ ।

সোহিনী-রণজয় এর আগে 'ব্রেক আপ স্টোরি' এবং 'জাজমেন্ট ডে'তে অভিনয় করেছেন ও প্রশংসিত হয়েছেন । এ বার ফের রিয়েল লাইফ জুটির অনস্ক্রিন পরীক্ষা । পরীক্ষক দর্শক ।

আরও পড়ুন: Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.