ETV Bharat / sitara

'আমাদের গল্প, তোমাদের গল্প' বলবেন ঋতুপর্ণা, প্রজেনজিৎ

পরিযায়ী শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার । যার নাম 'আওয়ার স্টোরিজ়, ইওর স্টোরিজ়'। এই উদ্যোগে শামিল হয়েছেন দুই বাংলার শিল্পীরা । সেখানে সেলেব্রিটিরা তাঁদের নানারকম গল্প শোনাবেন ।

sdf
sd
author img

By

Published : May 13, 2020, 4:35 PM IST

Updated : May 13, 2020, 5:24 PM IST

কলকাতা : ভারত ও বাংলাদেশের পরিযায়ী শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার । সেই উদ্যোগের নাম 'আওয়ার স্টোরিজ়, ইওর স্টোরিজ়'। এই উদ্যোগে শামিল হয়েছেন দুই বাংলার শিল্পীরা । রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ফিরদৌস আহমেদ, লোপামুদ্রা মিত্র, মুস্তাফা সারয়ার ফারুকির মতো বাংলার শিল্পীরা । সেখানে সেলেব্রিটিরা তাঁদের নানারকম গল্প শোনাবেন । উদ্যোগে সামিল হয়েছে সিঙ্গাপুর সরকার, Mm2 এন্টারটেনমেন্ট, SG ইউনাইটেড ও দর্পণ গ্লোবালের শ্রেয়সী সেন । পরিচালনায় সার্থক দাশগুপ্ত ।

এই সম্পর্কে ETV ভারত সিতারাকে ঋতুপর্ণা বলেন, "এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি । সিঙ্গাপুরের সরকার এবং দর্পণের শ্রেয়সী আমাকে বিষয়টা বলেছিল । এটা খুব সম্মানজনক প্রোজেক্ট । আমার মনে হয়, এটা এই সময় খুব দরকারি কাজ । যদি আমরা মানুষকে উৎসাহ দিতে পারি, তাঁদের যদি সঠিকভাবে মোটিভেট করতে পারি । তাই আমি এই কাজটা করছি । এটা একটা মহৎ কাজ । যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই । এখন সকলের মাথা ঠান্ডা রাখা প্রয়োজন ।"

দেখুন ভিডিয়ো

অনেক জায়গার মতো এই লকডাউনে ভারত ও বাংলাদেশের প্রায় ৩ লাখ বাঙালি পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন সিঙ্গাপুরে । সিঙ্গাপুর সরকার তাঁদের পাশে রয়েছে । সবরকমভাবে তাঁদের সাহায্যও করা হচ্ছে । শ্রমিকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । সেখানেই প্রয়োজনীয় বিষয় জানানো হচ্ছে তাঁদের ।

কলকাতা : ভারত ও বাংলাদেশের পরিযায়ী শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার । সেই উদ্যোগের নাম 'আওয়ার স্টোরিজ়, ইওর স্টোরিজ়'। এই উদ্যোগে শামিল হয়েছেন দুই বাংলার শিল্পীরা । রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ফিরদৌস আহমেদ, লোপামুদ্রা মিত্র, মুস্তাফা সারয়ার ফারুকির মতো বাংলার শিল্পীরা । সেখানে সেলেব্রিটিরা তাঁদের নানারকম গল্প শোনাবেন । উদ্যোগে সামিল হয়েছে সিঙ্গাপুর সরকার, Mm2 এন্টারটেনমেন্ট, SG ইউনাইটেড ও দর্পণ গ্লোবালের শ্রেয়সী সেন । পরিচালনায় সার্থক দাশগুপ্ত ।

এই সম্পর্কে ETV ভারত সিতারাকে ঋতুপর্ণা বলেন, "এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি । সিঙ্গাপুরের সরকার এবং দর্পণের শ্রেয়সী আমাকে বিষয়টা বলেছিল । এটা খুব সম্মানজনক প্রোজেক্ট । আমার মনে হয়, এটা এই সময় খুব দরকারি কাজ । যদি আমরা মানুষকে উৎসাহ দিতে পারি, তাঁদের যদি সঠিকভাবে মোটিভেট করতে পারি । তাই আমি এই কাজটা করছি । এটা একটা মহৎ কাজ । যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই । এখন সকলের মাথা ঠান্ডা রাখা প্রয়োজন ।"

দেখুন ভিডিয়ো

অনেক জায়গার মতো এই লকডাউনে ভারত ও বাংলাদেশের প্রায় ৩ লাখ বাঙালি পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন সিঙ্গাপুরে । সিঙ্গাপুর সরকার তাঁদের পাশে রয়েছে । সবরকমভাবে তাঁদের সাহায্যও করা হচ্ছে । শ্রমিকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । সেখানেই প্রয়োজনীয় বিষয় জানানো হচ্ছে তাঁদের ।

Last Updated : May 13, 2020, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.