ETV Bharat / sitara

Oscars leave out Lata And Dilip : অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে বাদ লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমার, ক্ষুব্ধ অনুরাগীরা - 2022 Oscars ceremony

94তম আকাদেমি অ্যাওয়ার্ডের 'ইন মেমোরিয়াম' বিভাগে স্থান পেলেন না সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার ৷ ক্ষুব্ধ অনুরাগীরা (2022 Oscars ceremony) ৷

Oscars leave out Lata And Dilip
অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে বাদ লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমার, ক্ষুব্ধ অনুরাগীরা
author img

By

Published : Mar 28, 2022, 3:33 PM IST

কলকাতা, 28 মার্চ : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে রাখা হল না 94তম আকাদেমি অ্যাওয়ার্ডের 'ইন মেমোরিয়াম' বিভাগে ৷ এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ভারতীয় অনুরাগীরা ৷ এই মাসেই ভারতীয় এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছিল ব্রিটিশ আকাদেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) ৷ কিন্তু অস্কারের মঞ্চে তাঁদের একেবারেই ভুলে গেলেন আয়োজকরা (Oscars leave out Lata Mangeshkar in 2022) ৷ যা সত্যিই দুঃখজনক ভারতীয় অনুরাগীদের কাছে ৷

এর আগের পর্বে অর্থাৎ 2021 সালের এডিশনে কিন্তু ইরফান খান এবং অস্কার বিজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে অন্তর্ভুক্ত করেছিলেন আয়োজকরা ৷ ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতের কথাও উল্লেখিত হয়েছে আকাদেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর অফিসিয়াল ওয়েবসাইটে ৷ কিন্তু স্থান পেলেন না লতা বা দিলীপ ৷

আরও পড়ুন : শেষ লড়াইয়ে আশাভঙ্গ সুস্মিত-রিণ্টুদের, সেরা তথ্য়চিত্রের খেতাব জিতল 'সামার অফ সোল'

এই ঘটনার উল্লেখ করে এক নেটিজেন লেখেন, "লজ্জার বিষয় যে আকাদেমি সর্বকালের সেরা দু'জন লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে শ্রদ্ধা জানায়নি ৷" আরেকজন লেখেন, "তাদের ইন মেমোরিয়াম বিভাগে লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে অবশ্যই দেখানো উচিত ছিল ৷ তাঁরা সিনেমার কিংবদন্তি ৷ " এমনকী আকাদেমির ওয়েবসাইটে 2022 সালের তালিকায় লতা মঙ্গেশকরের নাম উল্লেখ করা হলেও নাম উল্লেখ করা হয়নি দিলীপ কুমারের (Oscars leave out Dilip Kumar) ৷

কলকাতা, 28 মার্চ : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে রাখা হল না 94তম আকাদেমি অ্যাওয়ার্ডের 'ইন মেমোরিয়াম' বিভাগে ৷ এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ভারতীয় অনুরাগীরা ৷ এই মাসেই ভারতীয় এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছিল ব্রিটিশ আকাদেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) ৷ কিন্তু অস্কারের মঞ্চে তাঁদের একেবারেই ভুলে গেলেন আয়োজকরা (Oscars leave out Lata Mangeshkar in 2022) ৷ যা সত্যিই দুঃখজনক ভারতীয় অনুরাগীদের কাছে ৷

এর আগের পর্বে অর্থাৎ 2021 সালের এডিশনে কিন্তু ইরফান খান এবং অস্কার বিজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে অন্তর্ভুক্ত করেছিলেন আয়োজকরা ৷ ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতের কথাও উল্লেখিত হয়েছে আকাদেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর অফিসিয়াল ওয়েবসাইটে ৷ কিন্তু স্থান পেলেন না লতা বা দিলীপ ৷

আরও পড়ুন : শেষ লড়াইয়ে আশাভঙ্গ সুস্মিত-রিণ্টুদের, সেরা তথ্য়চিত্রের খেতাব জিতল 'সামার অফ সোল'

এই ঘটনার উল্লেখ করে এক নেটিজেন লেখেন, "লজ্জার বিষয় যে আকাদেমি সর্বকালের সেরা দু'জন লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে শ্রদ্ধা জানায়নি ৷" আরেকজন লেখেন, "তাদের ইন মেমোরিয়াম বিভাগে লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে অবশ্যই দেখানো উচিত ছিল ৷ তাঁরা সিনেমার কিংবদন্তি ৷ " এমনকী আকাদেমির ওয়েবসাইটে 2022 সালের তালিকায় লতা মঙ্গেশকরের নাম উল্লেখ করা হলেও নাম উল্লেখ করা হয়নি দিলীপ কুমারের (Oscars leave out Dilip Kumar) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.