কলকাতা : দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর । গত বছর 19 জুন নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত জাহান । হিন্দু, মুসলিম ও খ্রিশ্চান মতে বিয়ে করেছিলেন তাঁরা । আগামীকাল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী । দিনটি কেমনভাবে পালন করবেন তাঁরা ? এই বিশেষ দিনের জন্য কী পরিকল্পনা করছেন তাঁরা ? খোঁজ নিল ETV ভারত সিতারা।
কোরোনা পরিস্থিতির জেরে দেশে ভালো নেই কেউই । সমস্যা রয়েছে প্রতিটা ক্ষেত্রেই । তাই পরিস্থিতিতে ঘটা করে বিবাহবার্ষিকী পালন করবেন না বলে ঠিক করেছেন নুসরত ও নিখিল ।
এ প্রসঙ্গে নুসরত বলেন, "কোরোনার তান্ডব চলছে । তাই আমি আর নিখিল ঠিক করেছি বড় করে কোনও উদযাপন করব না । আমরা একে অপরের সঙ্গে সময় কাটাব । আমার শ্বশুরবাড়িতে থাকব । এবং খুবই ঘরোয়াভাবে দিনটা পালন করব । কাল আমরা বাড়িতে বসেই বিয়ের ভিডিয়ো দেখব । বিয়ের স্মৃতিচারণা করব । এই এক বছর আমাদের জীবন খুব সুন্দরভাবে কেটেছে । খুব আনন্দে আর পজ়িটিভ ভাবে কাটিয়েছি আমরা ।"
তবে দিনটিকে ধুমধাম করে পালন না করলেও ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত । সেখানে নিখিলের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁকে ।