ETV Bharat / sitara

বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে - Nusrat Jahan pregnant

নাগরিকদের দিকে সার ছুড়ে (Throwing fertiliser) তাদের বড় হয়ে ওঠার কথা বলেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ এ ভাবেই নিন্দুকদের জবাব দিতে চেয়েছিলেন ৷ তবে তাঁকে ফের ট্রোলড হতে হল ৷ অনেকে তাঁকে বললেন, বিয়ে-লিভ ইনের পার্থক্যটা আগে বুঝুন ৷ কেউ আবার তাঁকে তুলনা করলেন মিয়া খালিফার (Mia Khalifa) সঙ্গে ৷

Nusrat Jahan trolled as she says to Throw fertiliser at people
বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে
author img

By

Published : Jul 15, 2021, 4:55 PM IST

কলকাতা, 15 জুলাই : তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে টক অফ দ্য টাউন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ সেই যে গুঞ্জন শুরু হয়েছে তা এখনও চলছে ৷ নুসরতের সন্তানের বাবা কে ? তাঁর লিভ ইন পার্টনার নিখিল জৈন ? নাকি বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? যত দিন গিয়েছে, এই কৌতূহল তত বেড়েছে ৷ এই নিয়ে মৌন থাকার পথই বেছে নিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তা সত্ত্বেও এখনও সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও পোস্ট করলে এই প্রশ্নে জর্জরিত করা হয় অভিনেত্রীকে ৷ বারবার টেনে আনা হয় তাঁর বিয়ে ও লিভ ইন নিয়ে বিতর্কের অধ্যায় ৷ এ বার সব সমালোচনার জবাবে মুখ খুললেন বসিরহাটের সাংসদ ৷ রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি নাগরিকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানালেন ৷

কী বলেছেন নুসরত ?

সন্তানসম্ভবা হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে যতই কাদা ছোড়াছুড়ি হোক, সে সবে কান না-দিয়ে মাতৃত্বকে উপভোগ করছেন নুসরত জাহান ৷ সোশ্যাল মিডিয়ায় কখনও শ্যুটিং-এর ছবি, কখনও বাগান পরিচর্যার ছবি আবার কখনও বুদ্ধের বাণী পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে এ বার তিনি স্পষ্ট বার্তা দিলেন নিন্দুকদের ৷ আজ সকালে ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, চোখে কালো চশমা পরে তাঁর সাধের বাগানে সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ তাঁর চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের জেল্লা ৷ তবে সেই পোস্টে সমাজের নীতি পুলিশদের কিছু উপদেশও দিয়েছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষকে সার ছুড়ে দিচ্ছি...যাতে তাঁরা বড় হতে পারেন ৷" হ্যাশট্যাগে নুসরত লিখেছেন ওয়াইস ওয়ার্ডস অফ দ্য ডে ৷

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

নুসরতের এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা গিয়েছে, তাঁকে নিয়ে সমালোচনায় মুখর মানুষজনকে বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী ৷ তিনি আগামী দিনে সিঙ্গল মাদার থাকবেন কি না, তাঁর সন্তানের বাবার পরিচয় কেউ পাবেন কি না, এ বিষয়ে কোনওকিছুই খোলসা করেননি তিনি ৷ তবে এটা যে একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার, মানুষের কাছে যেন এই বার্তাই পাঠাতে চেয়েছেন বসিরহাটের সাংসদ ৷

যদিও তাঁর এই পোস্ট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ ৷ একজন কমেন্টে লিখেছেন, "নিজের উপরও কিছুটা সার ছুড়ে মারুন, কারণ বিয়ে আর লিভ ইনের পার্থক্যটা আপনার জানা উচিত ৷" কয়েকজন আবার পর্ন স্টার মিয়া খালিফার (Mia Khalifa) সঙ্গে তুলনা করেছেন নুসরতকে ৷

আরও পড়ুন: নতুন প্রেম ! সৈকত শহর গোয়ায় একান্তে কিম-লিয়েন্ডার

তবে শুধু কটাক্ষই নয়, বহু মানুষ নুসরতের এই পোস্টকে স্বাগত জানিয়েছেন ৷ দেখা গিয়েছে হার্ট ও আগুনের ইমোজির ছড়াছড়ি ৷ একজন আবার লিখেছেন, "ইতিবাচক ভাবনার জন্য আপনি জ্বলজ্বল করছেন ৷" নুসরতের এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত অপর অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও লাইক করেছেন নুসরত জাহানের এই পোস্টে ৷

কলকাতা, 15 জুলাই : তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে টক অফ দ্য টাউন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ সেই যে গুঞ্জন শুরু হয়েছে তা এখনও চলছে ৷ নুসরতের সন্তানের বাবা কে ? তাঁর লিভ ইন পার্টনার নিখিল জৈন ? নাকি বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? যত দিন গিয়েছে, এই কৌতূহল তত বেড়েছে ৷ এই নিয়ে মৌন থাকার পথই বেছে নিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তা সত্ত্বেও এখনও সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও পোস্ট করলে এই প্রশ্নে জর্জরিত করা হয় অভিনেত্রীকে ৷ বারবার টেনে আনা হয় তাঁর বিয়ে ও লিভ ইন নিয়ে বিতর্কের অধ্যায় ৷ এ বার সব সমালোচনার জবাবে মুখ খুললেন বসিরহাটের সাংসদ ৷ রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি নাগরিকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানালেন ৷

কী বলেছেন নুসরত ?

সন্তানসম্ভবা হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে যতই কাদা ছোড়াছুড়ি হোক, সে সবে কান না-দিয়ে মাতৃত্বকে উপভোগ করছেন নুসরত জাহান ৷ সোশ্যাল মিডিয়ায় কখনও শ্যুটিং-এর ছবি, কখনও বাগান পরিচর্যার ছবি আবার কখনও বুদ্ধের বাণী পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে এ বার তিনি স্পষ্ট বার্তা দিলেন নিন্দুকদের ৷ আজ সকালে ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, চোখে কালো চশমা পরে তাঁর সাধের বাগানে সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ তাঁর চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের জেল্লা ৷ তবে সেই পোস্টে সমাজের নীতি পুলিশদের কিছু উপদেশও দিয়েছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষকে সার ছুড়ে দিচ্ছি...যাতে তাঁরা বড় হতে পারেন ৷" হ্যাশট্যাগে নুসরত লিখেছেন ওয়াইস ওয়ার্ডস অফ দ্য ডে ৷

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

নুসরতের এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা গিয়েছে, তাঁকে নিয়ে সমালোচনায় মুখর মানুষজনকে বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী ৷ তিনি আগামী দিনে সিঙ্গল মাদার থাকবেন কি না, তাঁর সন্তানের বাবার পরিচয় কেউ পাবেন কি না, এ বিষয়ে কোনওকিছুই খোলসা করেননি তিনি ৷ তবে এটা যে একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার, মানুষের কাছে যেন এই বার্তাই পাঠাতে চেয়েছেন বসিরহাটের সাংসদ ৷

যদিও তাঁর এই পোস্ট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ ৷ একজন কমেন্টে লিখেছেন, "নিজের উপরও কিছুটা সার ছুড়ে মারুন, কারণ বিয়ে আর লিভ ইনের পার্থক্যটা আপনার জানা উচিত ৷" কয়েকজন আবার পর্ন স্টার মিয়া খালিফার (Mia Khalifa) সঙ্গে তুলনা করেছেন নুসরতকে ৷

আরও পড়ুন: নতুন প্রেম ! সৈকত শহর গোয়ায় একান্তে কিম-লিয়েন্ডার

তবে শুধু কটাক্ষই নয়, বহু মানুষ নুসরতের এই পোস্টকে স্বাগত জানিয়েছেন ৷ দেখা গিয়েছে হার্ট ও আগুনের ইমোজির ছড়াছড়ি ৷ একজন আবার লিখেছেন, "ইতিবাচক ভাবনার জন্য আপনি জ্বলজ্বল করছেন ৷" নুসরতের এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত অপর অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও লাইক করেছেন নুসরত জাহানের এই পোস্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.