কলকাতা : বেশ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় চিন্তাশীল পোস্ট করছেন নুসরত । তাঁর পোস্ট দেখে মনের গভীরতা আন্দাজ করা যায় । তার কারণ কী ? ব্যক্তিগত জীবনের তোলপাড় নাকি অন্য কিছু ?
নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিবাহিত জীবন বেশ টালমাটাল অবস্থায় রয়েছে । শোনা গেছে, নিখিল নাকি ইতিমধ্যে নুসরতকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন । তবে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ।
ওদিকে নিখিল আবার জানিয়েছেন যে, সময় হলে সবাই সবকিছু জানতে পারবেন । এখনই বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি ।
এইসবের মাঝে নুসরতের সোশাল মিডিয়া পোস্ট ভাবনা বাড়াচ্ছে । হাসিমুখে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "স্পিকিং কামস ইন নেচার, সাইলেন্স বাই আন্ডারস্ট্যান্ডিং" ।
অর্থাৎ কথা বলা মানুষের স্বভাবসিদ্ধ ব্যাপার, তবে চুপ করে থাকতে অনেকটা বোধের প্রয়োজন হয় । কেন এমন লিখলেন নুসরত ? কী চলছে তাঁর মনে ? গ্ল্যামার আর স্টারডমের ভিতরে আসল মানুষটিকে বোঝা বেশ দুষ্কর ।
নুসরতের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">