ETV Bharat / sitara

'সাইলেন্স...', ডিভোর্স নোটিস নিয়ে কী বললেন নুসরত ? - নুসরত জাহানের ডিভোর্স

নুসরত জাহান আর নিখিল জৈনের সম্পর্ক নিয়ে তোলপাড় টলিপাড়া । শোনা গেছে যে, নুসরতকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন নিখিল । খবরটিতে কতটা সত্যতা আছে জানা নেই, তবে নুসরতের সোশাল মিডিয়া পোস্ট একটা জোরালো বার্তা দিল ।

Nusrat Jahan divorce with nikhil jain
Nusrat Jahan divorce with nikhil jain
author img

By

Published : Feb 23, 2021, 5:07 PM IST

Updated : Feb 23, 2021, 5:54 PM IST

কলকাতা : বেশ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় চিন্তাশীল পোস্ট করছেন নুসরত । তাঁর পোস্ট দেখে মনের গভীরতা আন্দাজ করা যায় । তার কারণ কী ? ব্যক্তিগত জীবনের তোলপাড় নাকি অন্য কিছু ?

নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিবাহিত জীবন বেশ টালমাটাল অবস্থায় রয়েছে । শোনা গেছে, নিখিল নাকি ইতিমধ্যে নুসরতকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন । তবে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ।

Nusrat Jahan divorce with nikhil jain
দু'জনে..

ওদিকে নিখিল আবার জানিয়েছেন যে, সময় হলে সবাই সবকিছু জানতে পারবেন । এখনই বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি ।

এইসবের মাঝে নুসরতের সোশাল মিডিয়া পোস্ট ভাবনা বাড়াচ্ছে । হাসিমুখে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "স্পিকিং কামস ইন নেচার, সাইলেন্স বাই আন্ডারস্ট্যান্ডিং" ।

অর্থাৎ কথা বলা মানুষের স্বভাবসিদ্ধ ব্যাপার, তবে চুপ করে থাকতে অনেকটা বোধের প্রয়োজন হয় । কেন এমন লিখলেন নুসরত ? কী চলছে তাঁর মনে ? গ্ল্যামার আর স্টারডমের ভিতরে আসল মানুষটিকে বোঝা বেশ দুষ্কর ।

নুসরতের পোস্ট...

কলকাতা : বেশ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় চিন্তাশীল পোস্ট করছেন নুসরত । তাঁর পোস্ট দেখে মনের গভীরতা আন্দাজ করা যায় । তার কারণ কী ? ব্যক্তিগত জীবনের তোলপাড় নাকি অন্য কিছু ?

নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিবাহিত জীবন বেশ টালমাটাল অবস্থায় রয়েছে । শোনা গেছে, নিখিল নাকি ইতিমধ্যে নুসরতকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন । তবে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ।

Nusrat Jahan divorce with nikhil jain
দু'জনে..

ওদিকে নিখিল আবার জানিয়েছেন যে, সময় হলে সবাই সবকিছু জানতে পারবেন । এখনই বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি ।

এইসবের মাঝে নুসরতের সোশাল মিডিয়া পোস্ট ভাবনা বাড়াচ্ছে । হাসিমুখে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "স্পিকিং কামস ইন নেচার, সাইলেন্স বাই আন্ডারস্ট্যান্ডিং" ।

অর্থাৎ কথা বলা মানুষের স্বভাবসিদ্ধ ব্যাপার, তবে চুপ করে থাকতে অনেকটা বোধের প্রয়োজন হয় । কেন এমন লিখলেন নুসরত ? কী চলছে তাঁর মনে ? গ্ল্যামার আর স্টারডমের ভিতরে আসল মানুষটিকে বোঝা বেশ দুষ্কর ।

নুসরতের পোস্ট...

Last Updated : Feb 23, 2021, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.