ETV Bharat / sitara

"MP ম্যাডাম,এখন অন্তত মানুষকে একটু সাহায্য করুন", সমালোচিত নুসরত - নুসরত জাহানের খবর

বিভিন্ন মুডে নুসরত জাহান । সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবির কোলাজ পোস্ট করেছিলেন নুসরত জাহান । তুমুল সমালোচিত হলেন ।

nusrat jahan on social media
nusrat jahan on social media
author img

By

Published : May 17, 2020, 6:51 PM IST

কলকাতা : সময়টা ভালো নয় । চারিদিকে মৃত্যুমিছিল । কোরোনার থেকে মুক্তির পথ এখনও অজানা । ভবিষ্যতে কী দিন আসছে তাও অনিশ্চিত । এমন সময়ে কিছু মজাদার ছবি পোস্ট করে ট্রোলড সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ।

এক একটা ছবিতে এক একটা মুডে তিনি । 36 হাজারের উপর লাইক পেলেও, এক বড় অংশের নেটিজেনের কাছে তাঁর এই পোস্ট "অমানবিক" ।

এক ইউজ়ার লিখেছেন, "বাংলা জ্বলছে ম্যাডাম । আর আমি এটা আপনাকে এই জন্য বলছি কারণ আপনি সেলেব্রিটি নন, MLA-ও । তাই দয়া করে সাহায্য করুন ।"

ইউজ়ারকে নুসরতের উত্তর, "রিল্যাক্স, বাংলা ঠিক আছে । আর আমি MLA নই.."

nusrat jahan on social media
সৌজন্যে সোশাল মিডিয়া

কোনও ইউজ়ারের মতে, "MP ম্যাডাম, এই সময় অন্তত মানুষকে একটু সাহায্য করুন ।" এবারও উত্তর দিয়েছেন নুসরত । লিখেছেন, "আপনিও সোশাল মিডিয়ায় সময় নষ্ট করে মানুষের সাহায্য করুন"...

nusrat jahan on social media
সৌজন্য়ে সোশাল মিডিয়া

তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার সোশাল মিডিয়ায় ছবি বা ভিডিয়ো পোস্ট করে ট্রোলড হয়েছেন নুসরত ।

কলকাতা : সময়টা ভালো নয় । চারিদিকে মৃত্যুমিছিল । কোরোনার থেকে মুক্তির পথ এখনও অজানা । ভবিষ্যতে কী দিন আসছে তাও অনিশ্চিত । এমন সময়ে কিছু মজাদার ছবি পোস্ট করে ট্রোলড সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ।

এক একটা ছবিতে এক একটা মুডে তিনি । 36 হাজারের উপর লাইক পেলেও, এক বড় অংশের নেটিজেনের কাছে তাঁর এই পোস্ট "অমানবিক" ।

এক ইউজ়ার লিখেছেন, "বাংলা জ্বলছে ম্যাডাম । আর আমি এটা আপনাকে এই জন্য বলছি কারণ আপনি সেলেব্রিটি নন, MLA-ও । তাই দয়া করে সাহায্য করুন ।"

ইউজ়ারকে নুসরতের উত্তর, "রিল্যাক্স, বাংলা ঠিক আছে । আর আমি MLA নই.."

nusrat jahan on social media
সৌজন্যে সোশাল মিডিয়া

কোনও ইউজ়ারের মতে, "MP ম্যাডাম, এই সময় অন্তত মানুষকে একটু সাহায্য করুন ।" এবারও উত্তর দিয়েছেন নুসরত । লিখেছেন, "আপনিও সোশাল মিডিয়ায় সময় নষ্ট করে মানুষের সাহায্য করুন"...

nusrat jahan on social media
সৌজন্য়ে সোশাল মিডিয়া

তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার সোশাল মিডিয়ায় ছবি বা ভিডিয়ো পোস্ট করে ট্রোলড হয়েছেন নুসরত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.