কলকাতা, 8 ফেব্রুয়ারি: 4 ফেব্রুয়ারি ছিল 'বিশ্ব ক্যানসার দিবস'। আর সেই দিনই জানা গেল 18 ফেব্রুয়ারি দর্শকের দরবারে আসছে হিন্দি ছবি (new Hindi movie) 'বিফোর ইউ ডাই'। তার আগে ছবির স্পেশাল স্ক্রিনিং হয় এক শিক্ষা প্রতিষ্ঠানে ।
'বিফোর ইউ ডাই' (Before you die) ছবির গল্প আবর্তিত হয় এক তরুণীর অগ্ন্যাশয়ে ক্যানসার (story on cancer patient) ঘিরে । প্রদীপ চোপড়ার কাহিনি অবলম্বনে শুভেন্দু রাজ ঘোষের পরিচালনায়, সঞ্জীব তিওয়ারির চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এই ছবি ইতিমধ্যেই মনোনীত হয়েছে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ।' 2022-এ আরএফএফ বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'দারভাঙা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড', 'ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড'-এ মনোনীত হয়েছে এই ছবি । 'লিফট ইন্ডিয়া 2021'এ (Lifft India 2021) পাঁচটি বিভাগে পুরষ্কৃত হয়েছে ছবিটি । এটি 'নবম নয়ডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা ছবির পুরস্কার পেয়েছে ।
আরও পড়ুন: Valentines week 2022 : শহরজুড়ে প্রেমের মরসুম, জেনে নিন প্রেমের সপ্তাহের সাতকাহন
গল্পের দিকে তাকালে দেখা যায়, অগ্ন্যাশয়ে ক্যানসারে ভুগছে কাব্য নামে এক তরুণী । তার আয়ু মাত্র ছয় মাস । এর মাঝে সে বাবার সঙ্গে বেড়াতে যায় উত্তরবঙ্গের পাহাড়ে । সেখানে সে কুলদীপ নামে একটি ছেলের প্রেমে পড়ে । কিন্তু নিজের শারীরিক অবস্থার কথা জানার ফলে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায় প্রেম, ভালোবাসা থেকে । এরপর কী হয় সেটাই দেখার এই ছবিতে । প্রেম কি দানা বাঁধে নাকি অধরাই থেকে যায় ? উত্তর রয়েছে এই ছবিতে ।
ছবিটিতে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করবেন দর্শক । বাংলার ঐতিহ্যের রাজকীয়তা এই ছবির উপজীব্য । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা মৈত্র, জারিনা ওয়াহাব, মুকেশ ঋষি, মুস্তাক খান, কিরণ ঝনঝনি, অর্হ মহাজন, ঋতা দত্ত চক্রবর্তী, লোকনাথ গর্গ প্রমুখ ।
আরও পড়ুন: Mouni Roy shares Honeymoon pictures : বরফাবৃত কাশ্মীরে মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন মৌনি
ছবিতে ফোটোগ্রাফির পরিচালক অরবিন্দ নারায়ণ দোলাই । সঙ্গীত পরিচালনায় বব এসএন এবং শারিব তোশি । ছবিতে পাঁচটি গান রয়েছে । গেয়েছেন জুবিন নৌতিয়াল, পলক মুছাল, ত্রিশা চট্টোপাধ্যায়, শারিব তোশি এবং সলমান আলি ।
ছবির স্পেশাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন ছবির কুশীলবদের মধ্যে অনেকেই ।