মুম্বই, 12 অক্টোবর: মুম্বইয়ের প্রমোদ তরীতে মাদক মামলার (Mumbai Cruise Drugs Case) তদন্তের নেতৃত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) গুরুতর অভিযোগ আনলেন মুম্বই পুলিশের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, প্রতিনিয়ত তাঁর উপর নজরদারি চালাচ্ছেন মুম্বই পুলিশের দু'জন আধিকারিক ৷ মহারাষ্ট্র পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন তিনি ৷
ওয়াংখেড়ের অভিযোগ, তাঁকে অনুসরণ করতে করতে কবরস্থান পর্যন্ত চলে যান ওশিয়ারা পুলিশের দু'জন কর্মী ৷ প্রমাণ হিসেবে অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজও দাখিল করেছেন এনসিবি কর্তা ৷ 2015 সালে তাঁর মা মারা গিয়েছিলেন ৷ তার পর থেকেই মাঝেমধ্যে সেই কবরস্থানে চলে যান তিনি ৷
2008-এর ব্যাচের আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে ৷ মুম্বই বিমানবন্দরে কাস্টমস অফিসার পদে কেরিয়ার শুরু করেন তিনি ৷ গত 2 বছরে তাঁর নেতৃত্বে তদন্ত চালিয়ে 17 হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত ডেপুটি কমিশনার অফ এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (AIU), এনআইএ-র অতিরিক্ত পুলিশ সুপার, ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর যুগ্ম কমিশনার ও এনসিবি-র জোনাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন ৷ সব ক্ষেত্রেই নিজের অবদান রেখেছেন ৷ কাস্টমসে থাকাকালীন বহু সেলিব্রিটিকে আটকে দেন তিনি ৷ বিদেশি মুদ্রায় কেনা জিনিসের কর আদায় করে তবে তাঁদের ছাড়পত্র দিতেন বছর তিরিশের এই আধিকারিক ৷ কর জমা না-দেওয়ায় 2000-এরও বেশি তারকার বিরুদ্ধে তিনি মামলা করেছেন ৷
আরও পড়ুন: Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে
2013 সালে মুম্বই বিমানবন্দরে বিদেশি মুদ্রা-সহ গায়ক মিকা সিংকে ধরেছিলেন সমীর ৷ এ ছাড়াও অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল ভার্মা-সহ বলিউডের অনেক তারকার সম্পত্তির খোঁজখবর নিতে বীর বিক্রমে হানা দিয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷
আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র
2011 সালে তিনি ছাড় দেননি বিশ্বকাপ ট্রফিকেও (World Cup trophy) ৷ মুম্বই বিমানবন্দরে সোনার সেই ট্রফির জন্য শুল্ক দিয়ে তবেই ট্রফিকে ছাড়পত্র দেওয়া হয় ৷
আরও পড়ুন: Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার
2 অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বইয়ে প্রমোদ তরীতে নাটকীয় ভাবে হানা দেয় তাঁর দলবল ৷ আগে থেকেই খবর ছিল তাঁদের কাছে ৷ সমীরের নেতৃত্বে একেবারে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ক্রুজের পার্টিতে অংশ নিয়েছিল এনসিবি ৷ সুপরিকল্পিত স্ট্র্যাটেজি নিয়ে জনপ্রতি 75,000 টাকা করে টিকিটও বুক করে তারা ৷ কয়েকজন যাত্রী মাদক সেবন করছে দেখতে পেয়ে রেইড শুরু করে এনসিবি ৷ গ্রেফতার করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান-সহ 8 জনকে ৷
আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার