এই দেশে চারটে ন্যাশনাল অ্যাওয়ার্ড আর অজস্র মানুষের ভালোবাসা পাওয়ার এবার বিলেতে যাত্রা করল 'নগরকীর্তন'। লন্ডনে মুক্তি পাচ্ছে ছবিটি।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ঋদ্ধি। এই বিভাগে পুরস্কৃত সর্বকনিষ্ঠ অভিনেতা তিনি। এছাড়াও আরও চার বিভাগে পুরস্কার পেয়েছে ছবিটি। তার মধ্যে সেরা ফিচার ফিল্ম হিসেবে জুড়ি অ্যাওয়ার্ড, সেরা কস্টিউম ডিজ়াইন ও সেরা মেকআপের অ্যাওয়ার্ড রয়েছে।
তবে পুরস্কার যাই বলুক না কেন দর্শকের বিচারে ফেল হয়ে যায় অনেক ছবি। কিন্তু, 'নগরকীর্তন' সেই পরীক্ষাতেও উত্তীর্ণ। হল ভরিয়ে দর্শক দেখেছেন এই ছবি। এখন লন্ডনের দর্শক কেমন ভাবে নেন এই ছবি সেটাই দেখার।