কলকাতা: ভোটের প্রাক্কালে দর্শকের বিনোদনের জন্য মুক্তি পেল শুভেন্দু পণ্ডিত পরিচালিত প্রথম ছবি 'রং নম্বর'। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, সৌরভ দাস, সায়নী ঘোষ, দুর্গা সাঁতরা, বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কল ও রেশমি সেন।
ছবি পরিচালনা করার আগে পরিচালক শুভেন্দু পণ্ডিত দীর্ঘদিন পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন। ছবির গল্প দুই বন্ধুর জীবনে নতুন ভালোবাসাকে কেন্দ্র করে। যেখানে তারা তাদের জীবনে ঠিক বিপরীত চরিত্রের ভালোবাসার মানুষদের খুঁজে পায়। এই ভালোবাসা ও বন্ধুত্ব নিয়ে দেখা দেয় নানা ধরনের মজার ঘটনা। সমস্ত মজার ঘটনা নিয়ে এই পুরো ছবির গল্প আবর্তিত হয়েছে। এক কথায় বলতে গেলে 'রং নাম্বার' আদ্যপ্রান্ত একটি রোমান্টিক কমেডি ছবি।
গতকাল ছবির প্রিমিয়ার শো উপলক্ষ্য়ে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে উপস্থিত ছিলেন ছবির প্রধান চরিত্র সমদর্শী দত্ত, সায়নী ঘোষ ও দুর্গা সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক শুভেন্দু পণ্ডিত। ছবিটির মুক্তি নিয়ে খুশি কলাকুলশীরা। প্রিমিয়ারে এসে ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।