মুম্বই, 3 ফেব্রুয়ারি: বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এবার দেখা যাবে ওয়েব সিরিজে ৷ অবশ্য সশরীরে হাজির হচ্ছেন না তিনি ৷ বরং তাঁর হয়ে লড়াই করবে তাঁর নতুন অবতার ৷ আসন্ন এই পৌরাণিক সাই ফাইটির নাম 'অথর্ব: দ্য অরিজিন' ৷ বুধবার নিজের ফেসবুক হ্য়ান্ডেল থেকে একটি ফার্স্ট লুক টিজার শেয়ার করেছেন মাহি ৷
তিনি লেখেন, 'নিজের নতুন অবতারের কথা ঘোষণা করতে পেরে আমি খুশি....অথর্ব'৷ টিজারে এটিকে উল্লেখ নতুন প্রজন্মের গ্রাফিক নভেল হিসাবে ৷ যেখানে ধোনির চরিত্রকে লড়তে হবে শয়তান এবং তার সেনার বিরুদ্ধে ৷ ক্রিকেটার হিসাবে এতদিন তাঁর প্রধান অস্ত্র ছিল ব্যাট ৷ আর তা দিয়েই বোলারদের নানান রকমের আক্রমণ প্রতিহত করেছেন ৷ তবে এবার তাঁর অ্যানিমেটেড অবতার লড়াই করবে সমস্ত অশুভের বিরুদ্ধে (MS Dhoni New Avatar in In Web Series Atharva) ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: রাজামৌলির 'আরআরআর'-এর সঙ্গে একই দিনে আসছে 'ভুল ভুলাইয়া 2'
লেখক রমেশ থামিলমনির লেখা 'অথর্ব: দ্য অরিজিন'-এর গল্পের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে সাই-ফাই সিরিজ ৷ লেখকের মূল বইটিও এখনও প্রকাশের আলো দেখেনি ৷ তাই অথর্ব কী ধরণের সুপার হিরো এখনও তা নিয়ে কোন ধারণা নেই কারোরই ৷ গল্প কেমন এগোয় তা নিয়ে আলাদা একটা আগ্রহ থাকবেই কারণ এর সঙ্গে ভারত অধিনায়ক ধোনির নামও জড়িয়ে গিয়েছে ৷ আসন্ন এই ওয়েবসিরিজটির পৃষ্ঠপোশকতাও করছে ধোনি এন্টারটেন্ট ৷ 2019 সালে মাহি এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনি এই কোম্পানিটির প্রতিষ্ঠা করেন ৷