কলকাতা : এবার সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করতে চলেছেন জিশু সেনগুপ্ত । আসছে তাঁর নতুন ছবি 'বাবা বেবি ও...'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার ।
এর আগে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘উমা’ ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছিলেন জিশু । সেই ছবির মাধ্যমে দর্শকদের কাঁদিয়েছিলেন তিনি । এবারও তাঁকে তেমনই একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গিয়েছে । তবে ছবিতে বাবা ও বেবির বিষয়টি বোঝা গেলেও 'ও'-টি কে তা অবশ্য জানা যায়নি । সেখানে কোনও টুইস্ট রয়েছে বলে মনে করছেন অনুরাগীরা ।
টিজ়ারে দেখা গিয়েছে যমজ সন্তানের বাবা জিশু । আর দুই হাতে তিনি আগলে রেখেছেন সন্তানদের । ছবিটি পরিচালনা করবেন অরিত্র মুখার্জি । আর প্রযোজনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইনডোজ় প্রোডাকশন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বরাবরই একটু অন্য স্বাদের ছবি দর্শকদের উপহার দেন শিবপ্রসাদ ও নন্দিতা । ছবি হাস্যরসে ভরপুর হোক বা দুঃখে, সব ক্ষেত্রেই থাকে সামাজিক বার্তা । এবারও তার অন্যথা হবে না বলেই মনে করছেন সবাই । এবার দর্শকদের একেবারে নতুন ঘরানার একটি ছবি উপহার দিতে চলেছেন তাঁরা । আর তাই সিঙ্গল ফাদারের গল্প নিয়ে হাজির হচ্ছে উইন্ডোজ় । ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন ।
সব ঠিক থাকলে আগামী বছরই মুক্তি পাবে ‘বাবা বেবি ও…’।