ETV Bharat / sitara

Miss World 2021 postponed for Covid outbreak: কোভিডে আক্রান্ত ভারতের মানাসা-সহ বহু প্রতিযোগী, স্থগিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

মিস ইন্ডিয়া মানাসা বারাণসী (Miss India Manasa Varanasi covid positive)-সহ 17 জন প্রতিযোগী ও কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সেই কারণে আপাতত স্থগিত করে দেওয়া হল মিস ওয়ার্ল্ড 2021-এর ফিনালে ৷

Miss World 2021 postponed after many contestants, including India's Manasa Varanasi, test Covid-19 positive
কোভিডে আক্রান্ত ভারতের মানাসা-সহ বহু প্রতিযোগী, স্থগিত মিস ওয়ার্ল্ডের আসর
author img

By

Published : Dec 17, 2021, 10:17 AM IST

Updated : Dec 17, 2021, 10:55 AM IST

পুয়ের্তো রিকো, 17 ডিসেম্বর: কোভিডের থাবা বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসরে ৷ তার জেরে আপাতত স্থগিত করা হল মিস ওয়ার্ল্ড 2021-এর ফিনালে (Miss World 2021 postponed for Covid outbreak)৷ জানা গিয়েছে, মিস ইন্ডিয়া 2020 মানাসা বারাণসী (Miss India Manasa Varanasi covid positive)-সহ 17 জন প্রতিযোগী ও কর্মী কোভিডে আক্রান্ত (Covid outbreak in Miss World 2021)৷ এই অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না-পড়ে, সে জন্য পুয়োর্তো রিকোয় মিস ওয়ার্ল্ডের ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড 2021 সাময়িক ভাবে পুয়ের্তো রিকোর ফিনালেটা পিছিয়ে দিচ্ছে ৷" মিস ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়, "প্রতিযোগীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন মিস ওয়ার্ল্ড ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে প্রতিযোগীরা কোভিড পজিটিভ তাঁদের মধ্যে রয়েছেন আমাদের রানি মানাসা বারাণসীও ৷ বর্তমানে পুয়ের্তো রিকোতেই আইসোলেশনে আছেন মানাসা ৷"

আরও পড়ুন: Miss Universe 2021 : একুশ বছর পর দেশকে মিস ইউনিভার্সের খেতাব এনে দিলেন হারনাজ

মঞ্চ ও ড্রেসিং রুম থেকে কোভিড ছড়ানোর ঝুঁকির কথা মাথায় রেখে স্বাস্থ্যের স্বার্থে ফিনালে পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ৷ স্বাস্থ্য আধিকারিকদের ছাড়পত্র মিললে তবেই এই ইভেন্টের জন্য দিনক্ষণ ঠিক করা হবে বলে জানানো হয়েছে ৷ মিস ওয়ার্ল্ড লিমিটেডের সিইও জুলিয়া মর্লে বলেছেন, "মিস ওয়ার্ল্ডের মুকুট জেতার জন্য আমাদের প্রতিযোগীরা কবে ফিরে আসেন, সেই দিকেই তাকিয়ে রয়েছি ৷"

আরও পড়ুন: Miss Universe 2021 Harnaaz Sandhu: আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সঙ্গে

এ বছর মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় প্রতিযোগী হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu)৷ জিতে নিয়েছেন সেরার শিরোপা ৷ এ বার 70তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মানাসা ৷ 2019 সালে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল জামাইকার টোনি-অ্যানের মাথায় ৷

পুয়ের্তো রিকো, 17 ডিসেম্বর: কোভিডের থাবা বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসরে ৷ তার জেরে আপাতত স্থগিত করা হল মিস ওয়ার্ল্ড 2021-এর ফিনালে (Miss World 2021 postponed for Covid outbreak)৷ জানা গিয়েছে, মিস ইন্ডিয়া 2020 মানাসা বারাণসী (Miss India Manasa Varanasi covid positive)-সহ 17 জন প্রতিযোগী ও কর্মী কোভিডে আক্রান্ত (Covid outbreak in Miss World 2021)৷ এই অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না-পড়ে, সে জন্য পুয়োর্তো রিকোয় মিস ওয়ার্ল্ডের ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড 2021 সাময়িক ভাবে পুয়ের্তো রিকোর ফিনালেটা পিছিয়ে দিচ্ছে ৷" মিস ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়, "প্রতিযোগীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন মিস ওয়ার্ল্ড ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে প্রতিযোগীরা কোভিড পজিটিভ তাঁদের মধ্যে রয়েছেন আমাদের রানি মানাসা বারাণসীও ৷ বর্তমানে পুয়ের্তো রিকোতেই আইসোলেশনে আছেন মানাসা ৷"

আরও পড়ুন: Miss Universe 2021 : একুশ বছর পর দেশকে মিস ইউনিভার্সের খেতাব এনে দিলেন হারনাজ

মঞ্চ ও ড্রেসিং রুম থেকে কোভিড ছড়ানোর ঝুঁকির কথা মাথায় রেখে স্বাস্থ্যের স্বার্থে ফিনালে পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ৷ স্বাস্থ্য আধিকারিকদের ছাড়পত্র মিললে তবেই এই ইভেন্টের জন্য দিনক্ষণ ঠিক করা হবে বলে জানানো হয়েছে ৷ মিস ওয়ার্ল্ড লিমিটেডের সিইও জুলিয়া মর্লে বলেছেন, "মিস ওয়ার্ল্ডের মুকুট জেতার জন্য আমাদের প্রতিযোগীরা কবে ফিরে আসেন, সেই দিকেই তাকিয়ে রয়েছি ৷"

আরও পড়ুন: Miss Universe 2021 Harnaaz Sandhu: আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সঙ্গে

এ বছর মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় প্রতিযোগী হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu)৷ জিতে নিয়েছেন সেরার শিরোপা ৷ এ বার 70তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মানাসা ৷ 2019 সালে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল জামাইকার টোনি-অ্যানের মাথায় ৷

Last Updated : Dec 17, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.