ETV Bharat / sitara

"কেবল মহিলারাই মাদক নেন, আর পুরুষরা যেন বাড়িতে বসে রান্না করেন" - Mimi chakrabarty on bollywood drug probe

এভাবেই দেশজুড়ে চলা পিতৃতন্ত্রকে ঠুকলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী ।

Mimi chakrabarty on bollywood drug probe
Mimi chakrabarty on bollywood drug probe
author img

By

Published : Sep 25, 2020, 8:12 AM IST

কলকাতা : বলিউডে ড্রাগ মামলায় যে ক'জনের নাম জড়িয়েছে, তাঁরা প্রায় প্রত্যেকেই মহিলা । বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে । শুধু ড্রাগ নেওয়ার জন্য নয়, অন্তর্নিহিত আরও অনেক জটিলতার কারণেই একের পর এক অপ্রত্যাশিত নাম উঠে আসছে এই মামলায় । পুরো ব্যাপারটার মধ্যে এক পিতৃতন্ত্রের গন্ধ পেয়েছেন মিমিও ।

সোশাল মিডিয়ায় একটি কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী । তবে সরাসরি নয়, বেশ এক হাস্যরসের মোড়কে সমাজের উদ্দেশে কটুক্তি করেছেন তিনি ।

Mimi chakrabarty on bollywood drug probe
.

মিমি লিখেছেন, "হ্যাঁ পিতৃতন্ত্র, বলিউডে কেবলমাত্র মহিলারাই ড্রাগ নেন । আর বলিউডের পুরুষরা ঘরে বসে রান্না করেন, ঝাড়পোছ করেন । আর ছলছল চোখে হাতজোড় করে প্রার্থনা করে বলেন - হে ভগবান, আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা কোরো ।"

এমনিতে খুব একটা বিতর্কে জড়ান না মিমি চক্রবর্তী । তাঁর পোস্টে সবসময় পজ়িটিভিটির কথা বলা হয়, নারীদের ক্ষমতায়নের কথা বলা হয় । তবে বর্তমানের হালহকিকত দেখে তিনিও মেজাজ হারিয়েছেন ।

দেখে নিন মিমির পোস্ট...

  • Yes patriarchy Women in bollywood go for Hash nd drugs or whatever nd men in bollywood cook nd clean nd pray for their better half wit joined hands nd tears in eye “Bhagwan unki raksha karna”

    — Mimssi (@mimichakraborty) September 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা : বলিউডে ড্রাগ মামলায় যে ক'জনের নাম জড়িয়েছে, তাঁরা প্রায় প্রত্যেকেই মহিলা । বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে । শুধু ড্রাগ নেওয়ার জন্য নয়, অন্তর্নিহিত আরও অনেক জটিলতার কারণেই একের পর এক অপ্রত্যাশিত নাম উঠে আসছে এই মামলায় । পুরো ব্যাপারটার মধ্যে এক পিতৃতন্ত্রের গন্ধ পেয়েছেন মিমিও ।

সোশাল মিডিয়ায় একটি কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী । তবে সরাসরি নয়, বেশ এক হাস্যরসের মোড়কে সমাজের উদ্দেশে কটুক্তি করেছেন তিনি ।

Mimi chakrabarty on bollywood drug probe
.

মিমি লিখেছেন, "হ্যাঁ পিতৃতন্ত্র, বলিউডে কেবলমাত্র মহিলারাই ড্রাগ নেন । আর বলিউডের পুরুষরা ঘরে বসে রান্না করেন, ঝাড়পোছ করেন । আর ছলছল চোখে হাতজোড় করে প্রার্থনা করে বলেন - হে ভগবান, আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা কোরো ।"

এমনিতে খুব একটা বিতর্কে জড়ান না মিমি চক্রবর্তী । তাঁর পোস্টে সবসময় পজ়িটিভিটির কথা বলা হয়, নারীদের ক্ষমতায়নের কথা বলা হয় । তবে বর্তমানের হালহকিকত দেখে তিনিও মেজাজ হারিয়েছেন ।

দেখে নিন মিমির পোস্ট...

  • Yes patriarchy Women in bollywood go for Hash nd drugs or whatever nd men in bollywood cook nd clean nd pray for their better half wit joined hands nd tears in eye “Bhagwan unki raksha karna”

    — Mimssi (@mimichakraborty) September 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.