মুম্বই, 25 মে : অ্যামাজন প্রাইম ভিডিয়োর ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান সিজন 2 নিষিদ্ধ করার দাবিতে সরব হল তামিলনাড়ু ৷ তবে ট্রেলার দেখেই মানুষ যাতে সিদ্ধান্ত না-নেন, তার আবেদন জানিয়েছেন পরিচালক রাজ ও ডিকে ৷ তাঁদের দেওয়া বিবৃতি শেয়ার করে একই আবেদন জানিয়েছেন ওয়েব সিরিজের দুই মুখ্য অভিনেতা মনোজ বাজপেয়ী ও শরিব হাশমি ৷
ইলাম তামিলদের বিরুদ্ধে নেতিবাচক কথা তুলে ধরার অভিযোগে ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান সিজন 2 নিষিদ্ধ করার দাবি জানায় তামিলনাড়ু সরকার ৷ এ ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও দেয় তারা ৷ ওই দফতরের মন্ত্রী প্রকাশ জাওড়েকরকে চিঠিতে তামিলনাড়ুর তথ্য ও প্রযুক্তি মন্ত্রী টি মনো থাঙ্গারাজ জানান, ট্রেলারে তামিলদের খুবই আপত্তিজনতভাবে দেখানো হয়েছে ৷ শ্রীলঙ্কায় ইলাম তামিলদের লড়াইকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ৷
এরই প্রেক্ষিতে রাজ ও ডিকে বিবৃতি দিয়ে জানান, "ট্রেলারের মাত্র কয়েকটি শট দেখেই কিছু ভাবনা তৈরি হয়েছে ৷ আমাদের অনেক মুখ্য অভিনেতা ও ক্রিয়েটিভ দলের গুরুত্বপূর্ণ সদস্য তামিল ৷ আমরা তামিল সংস্কৃতিকে শ্রদ্ধা করি ৷ তাঁদের জন্য আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা ছাড়া আর কিছু নেই ৷"
আরও পড়ুন: গ্রামের মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসানসোলে সায়নী ঘোষ
এই পোস্টটিই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন মনোজ বাজপেয়ীও ৷