ETV Bharat / sitara

জন্মদিনে বরাবরই সারপ্রাইজ় পাই : মমতা শংকর

আজ 64-এ পা দিলেন মমতা শংকর । বরাবরই এই দিনটা সারপ্রাইজ় পেয়ে কেটে যায় তাঁর ।

sdf
f
author img

By

Published : Jan 7, 2020, 3:07 PM IST

কলকাতা : পরিবার-প্রিয়জনদের কাছে বরাবরই ভীষণ আদরের নৃত্যশিল্পী উদয় শংকর ও অমলা শংকরের একমাত্র কন্যা অভিনেত্রী মমতা শংকর । আজ 64-এ পা দিলেন তিনি । এই বিশেষ দিনটা বরাবরই সারপ্রাইজ় পেয়ে কেটে যায় তাঁর ।

মমতা শংকর বলেন, "আমাকে কিছু জানতে দেওয়া হয় না কী পরিকল্পনা করা হচ্ছে । সবটাই সারপ্রাইজ় । আর সেটা আমি জানতেও চাই না । জন্মদিনে আমি ছোট্ট শিশুর মতো হয়ে যাই । আজকে আমি বাড়ির একেবারে নিউ বর্ন । আজ আমার কর্তা আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি সেখানে চলে যাব । বাড়ির সবাই মিলে প্ল্যান করে, আমাকে সারপ্রাইজ় দেয় । তাই আমি জানি না ঠিক কীভাবে আমার জন্মদিন পালন করা হবে । ওরা খালি বলে এখানে চলো, ওখানে চলো । আজ আমি একেবারে বেবি ।"

অভিনয়ের পাশাপাশি মমতা শংকর একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীও । 'উদয়ন' নামে একটি নাচের স্কুল রয়েছে তাঁর । সেই ট্রুপ সারা পৃথিবী জুড়ে ডান্স পারফর্ম করে । সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিবছর তাঁদের প্রিয় মমমাসির জন্মদিনে নাচ তৈরি করে তাঁকে দেখান । মমতা বলেন, "আমার নাচের গ্রুপের ছেলেমেয়েরা প্রত্যেকে আমার জন্য আলাদা আলাদাভাবে নাচ তৈরি করে । কিন্তু এইবার আমরা প্রত্যেকে সবাই খুব ব্যস্ত । সামনেই আমাদের অ্যানুয়াল ফাংশন । আমার মনে হয় না এবার ওরা কিছু করতে পেরেছে বলে ।"

মমতা শংকরের জন্ম হয় 1955 সালের আজকের দিনে । বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি । প্রায় 27টি ছবিতে অভিনয় করেছেন । সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন । এমনকী, বর্তমান যুগের পরিচালক যেমন সৃজিত মুখার্জি, প্রতিম দাশগুপ্ত, মৈনাক ভৌমিকের মতো পরিচালকদের ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি ।

যেসব ছবিতে কাজ করেছেন, তার মধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিল । তাঁর প্রথম অভিনয় 1976 সালে মৃণাল সেনের 'মৃগয়া' ছবিতে । সে বছর সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল 'মৃগয়া'। 1992 সালে সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবিতে অভিনয় করেছিলেন মমতা শংকর । সেই ছবিটিও জাতীয় পুরস্কার জিতে নেয় । সেরা সহ অভিনেত্রী হিসেবে 'শাখা-প্রশাখা' ছবিতে অভিনয়ের জন্য BFJA পুরস্কার পেয়েছিলেন 1993 সালে । তার ঠিক 7 বছর পর, 'উৎসব' ছবিতে অভিনয় করে BFJA-এ সেরা সহ-অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন ।

জন্মদিনে ETV ভারত সিতারার মমতা শংকরকে অনেক শুভেচ্ছা ।

কলকাতা : পরিবার-প্রিয়জনদের কাছে বরাবরই ভীষণ আদরের নৃত্যশিল্পী উদয় শংকর ও অমলা শংকরের একমাত্র কন্যা অভিনেত্রী মমতা শংকর । আজ 64-এ পা দিলেন তিনি । এই বিশেষ দিনটা বরাবরই সারপ্রাইজ় পেয়ে কেটে যায় তাঁর ।

মমতা শংকর বলেন, "আমাকে কিছু জানতে দেওয়া হয় না কী পরিকল্পনা করা হচ্ছে । সবটাই সারপ্রাইজ় । আর সেটা আমি জানতেও চাই না । জন্মদিনে আমি ছোট্ট শিশুর মতো হয়ে যাই । আজকে আমি বাড়ির একেবারে নিউ বর্ন । আজ আমার কর্তা আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি সেখানে চলে যাব । বাড়ির সবাই মিলে প্ল্যান করে, আমাকে সারপ্রাইজ় দেয় । তাই আমি জানি না ঠিক কীভাবে আমার জন্মদিন পালন করা হবে । ওরা খালি বলে এখানে চলো, ওখানে চলো । আজ আমি একেবারে বেবি ।"

অভিনয়ের পাশাপাশি মমতা শংকর একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীও । 'উদয়ন' নামে একটি নাচের স্কুল রয়েছে তাঁর । সেই ট্রুপ সারা পৃথিবী জুড়ে ডান্স পারফর্ম করে । সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিবছর তাঁদের প্রিয় মমমাসির জন্মদিনে নাচ তৈরি করে তাঁকে দেখান । মমতা বলেন, "আমার নাচের গ্রুপের ছেলেমেয়েরা প্রত্যেকে আমার জন্য আলাদা আলাদাভাবে নাচ তৈরি করে । কিন্তু এইবার আমরা প্রত্যেকে সবাই খুব ব্যস্ত । সামনেই আমাদের অ্যানুয়াল ফাংশন । আমার মনে হয় না এবার ওরা কিছু করতে পেরেছে বলে ।"

মমতা শংকরের জন্ম হয় 1955 সালের আজকের দিনে । বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি । প্রায় 27টি ছবিতে অভিনয় করেছেন । সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন । এমনকী, বর্তমান যুগের পরিচালক যেমন সৃজিত মুখার্জি, প্রতিম দাশগুপ্ত, মৈনাক ভৌমিকের মতো পরিচালকদের ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি ।

যেসব ছবিতে কাজ করেছেন, তার মধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিল । তাঁর প্রথম অভিনয় 1976 সালে মৃণাল সেনের 'মৃগয়া' ছবিতে । সে বছর সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল 'মৃগয়া'। 1992 সালে সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবিতে অভিনয় করেছিলেন মমতা শংকর । সেই ছবিটিও জাতীয় পুরস্কার জিতে নেয় । সেরা সহ অভিনেত্রী হিসেবে 'শাখা-প্রশাখা' ছবিতে অভিনয়ের জন্য BFJA পুরস্কার পেয়েছিলেন 1993 সালে । তার ঠিক 7 বছর পর, 'উৎসব' ছবিতে অভিনয় করে BFJA-এ সেরা সহ-অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন ।

জন্মদিনে ETV ভারত সিতারার মমতা শংকরকে অনেক শুভেচ্ছা ।

Intro:পরিবার-প্রিয়জনদের কাছে বরাবরই ভীষণ আদরের বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর ও অমলা শঙ্করের একমাত্র কন্যা অভিনেত্রী মমতা শঙ্কর। আজ তাঁর ৬৪তম জন্মদিন। এই বিশেষ দিনটা বরাবরই সারপ্রাইজ পেয়ে কেটে যায় তাঁর। মমতা শঙ্কর নিজেই সেই কথা জানালেন ETV ভারত সিতারাকে।


Body:মমতা শঙ্কর আমাদের বললেন, "আমাকে কিছু জানতে দেওয়া হয় না কী প্লানস। সবটাই সারপ্রাইজ। গোপনীয়তা ভীষণভাবে পালন করা হয়। সেটা আমি জানতেও চাই না। জন্মদিনে আমি ছোট্ট শিশুর মতো হয়ে যাই। আজকে আমি বাড়ির একেবারে নিউ বর্ন। আজ আমার কর্তা আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি সেখানে চলে যাব। আজ বাড়ির সবাই মিলে প্ল্যান করে, আমাকে সারপ্রাইজ দেয়। তাই আমি জানি না ঠিক কীভাবে আমার জন্মদিন পালন করা হবে। ওরা খালি বলে এখানে চলো, ওখানে চলো। আজ আমি একেবারে বেবি।"

অভিনয়ের পাশাপাশি মমতা শঙ্কর একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীও। উদয়ন নামের একটি নাচে স্কুলে রয়েছে তাঁর। সেই ট্রুপ সারা পৃথিবী জুড়ে ডান্স পারফরম্যান্স করে। সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিবছর তাঁদের প্রিয় মমমাসির জন্মদিনে নাচ তৈরি করে তাঁকে দেখান। জানালেন মমতা শঙ্কর। বললেন, "আমার নাচের গ্রুপের ছেলেমেয়েরা প্রত্যেকে আমার জন্য আলাদা আলাদাভাবে নাচ তৈরি করে। কিন্তু এইবার আমরা প্রত্যেকে সবাই খুব ব্যস্ত। সামনেই আমাদের অ্যানুয়াল ফাংশন। আমার মনে হয় না এবার ওরা কিছু করতে পেরেছে বলে।"

বিশ্ববরেণ্য নৃত্যশিল্পী উদয়শঙ্কর ও অমলাশঙ্করের একমাত্র কন্যা মমতা শঙ্করের জন্ম হয় ১৯৫৫ সালের আজকের তারিখে। বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতা। প্রায় ২৭টি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের ছবিতে। এছাড়াও, আরও অনেক পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এমনকী, বর্তমান যুগের পরিচালক যেমন সৃজিৎ মুখার্জি, প্রতিম দাশগুপ্ত, মৈনাক ভৌমিকের মতো পরিচালকদের ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।




Conclusion:মমতা শঙ্কর যেসব ছবিতে কাজ করেছেন, তার মধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিল। তাঁর প্রথম অভিনয় ১৯৭৬ সালে মৃণাল সেনের 'মৃগয়া' ছবিতে। সে বছর সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল 'মৃগয়া'। ১৯৯২ সালে সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর। সেই ছবিটিও জাতীয় পুরস্কার জিতে নেয়। সেরা সহ- অভিনেত্রী হিসেবে 'শাখা-প্রশাখা' ছবিতে অভিনয়ের জন্য BFJA পুরস্কার পেয়েছিলেন ১৯৯৩ সালে। তার ঠিক ৭ বছর পর, 'উৎসব' ছবিতে অভিনয় করে BFJA পুরস্কার পেয়েছিলেন সেরা সহ-অভিনেত্রী হিসেবে।

আজ মমতা শঙ্করের জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে রইল প্রীতি ও শুভেচ্ছা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.