কলকাতা : দুর্গাপুজোর আনন্দে ইতিমধ্যেই গা ভাসিয়ে দিয়েছেন আপামোর বাঙালি । তবে ঠাকুর দেখতে না বের হলেও বাড়িতে বসেই টিভিতে বা ভার্চুয়াল মাধ্যমে প্রতিমা দর্শন করছেন অনেকেই । কিন্তু, পরিস্থিতি যাই হোক না কেন নতুন জামা কেনা বাধ্যতামূলক । তাই দুর্গাপুজোর সময় নতুন জামা না কিনলে কখনও হয় ! আর এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে উপহার পেলেন পরিচালক সৃজিত মুখার্জি ও তাঁর স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা ।
মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া সেই উপহারের ছবি টুইটারে শেয়ার করেন মিথিলা । দুর্গাপুজো উপলক্ষ্যে মিথিলাকে একটি শাড়ি ও সৃজিতকে পাঞ্জাবি উপহার দিয়েছেন মমতা । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "পুজোর এই উপহারের জন্য অনেক ধন্যবাদ দিদি ।"
-
Thank you @MamataOfficial Didi for the beautiful pujo gift ❤️🙏🏼@srijitspeaketh pic.twitter.com/kHIU82uhZc
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) October 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @MamataOfficial Didi for the beautiful pujo gift ❤️🙏🏼@srijitspeaketh pic.twitter.com/kHIU82uhZc
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) October 17, 2020Thank you @MamataOfficial Didi for the beautiful pujo gift ❤️🙏🏼@srijitspeaketh pic.twitter.com/kHIU82uhZc
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) October 17, 2020
2019 সালের ডিসেম্বরে সৃজিতের সঙ্গে বিয়ে হয় মিথিলার । বিয়ের পর এটাই তাঁদের প্রথম পুজো । তাই কোরোনা পরিস্থিতির মধ্যে একজন অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী কোনও উপহার দেবেন না এটা কখনও হয় ! সেই মতো তারকা দম্পতির জন্য উপহার পাঠিয়ে দেন তিনি ।
লকডাউনের সময় বাংলাদেশে আটকে পড়েছিলেন মিথিলা । পরে বিমান পরিষেবা চালু হওয়ার পরই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসেন তিনি । বিয়ের পর কোরোনা পরিস্থিতির মধ্যে প্রথম পুজো তাঁরা কীভাবে উপভোগ করেন এখন সেটাই দেখার ।