মুম্বই, 6 অক্টোবর: মুম্বইয়ের প্রমোদ তরীতে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হানা দেওয়া ও শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতার হওয়ার পিছনে বিজেপির হাত রয়েছে ৷ বুধবার এমনই অভিযোগ করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র তথা মহারাষ্ট্র্রের মন্ত্রী (Maharashtra Minister) নবাব মালিক (Nawab Malik)৷ তাঁর অভিযোগ, এনসিবি যখন ক্রুজে হানা দেয়, তখন তাদের দলে ছিল দু'জন সাধারণ নাগরিক ৷ তাঁদের মধ্যে একজন বিজেপির নেতা ৷ ওই রেইডকে ভুয়ো বলে দাবি করে তিনি বলেন, ক্রুজ থেকে কোনও মাদক উদ্ধার করেনি এনসিবি ৷
বুধবার সাংবাদিক সম্মেলন করে নবাব মালিক এই নিয়ে গুরুতর অভিযোগ আনেন নরেন্দ্র মোদির দলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "ক্রুজ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি ৷ যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, তা এনসিবি অফিসে তোলা হয় ৷" ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার উদ্দেশ্য নিয়েই এনসিবি ক্রুজে হানা দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি ৷
আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ
সাংবাদিক সম্মেলনে এনসিপি নেতা নবাব মালিক দাবি করেন যে, কেপি গোসাভি নামে এক ব্যক্তিকে সে দিন আরিয়ান খানকে এনসিবি অফিসে নিয়ে যেতে দেখা যায় ৷ তিনি স্টারকিডের সঙ্গে সেলফিও তোলেন ৷ সেই সেলফি ভাইরাল হয়ে যাওয়ার পর এনসিবি-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, ওই ব্যক্তির সঙ্গে তাদের কোনও যোগ নেই ৷ মালিকের আরও অভিযোগ, আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টকে যে ব্যক্তি একসর্ট করে এনসিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন, তিনি বিজেপির কোনও শাখার সহ-সভাপতি মণীশ ভানুশালি ৷ এনসিপি নেতা যে দু'জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও ছবি দেখিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খেতে হচ্ছে শাহরুখ-পুত্রকে
প্রমোদ তরীতে এমন হাই-প্রোফাইল রেইডে দু'জন আম-আদমি কী করছিলেন, এনসিবি-কে তার জবাব দিতে হবে বলেও দাবি করেন নবাব মালিক ৷ তাঁর দাবি, 21 ও 22 সেপ্টেম্বর, যেদিন মুন্দ্রা বিমানবন্দর থেকে মাদক উদ্ধার হয়েছিল, সেদিন গুজরাতে ছিলেন গোসাভি ও ভানুশালি ৷ মহারাষ্ট্রের মন্ত্রীর প্রশ্ন, "28 তারিখ পর্যন্ত তিনি গুজরাত মন্ত্রকে ছিলেন এবং তারপর তিনি দিল্লি গিয়েছিলেন ৷ গুজরাতে ভানুশালি কী করছিলেন ? কেন তিনি গুজরাতের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন ?" মালিকের আরও দাবি, "ক্রুজ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি ৷ যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, সে গুলি এনসিবি অফিসেই তোলা হয়েছে ৷ শুধুমাত্র বলিউডের সেলিব্রিটিদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাতে এবং মহারাষ্ট্রের সরকারের মানহানি করতেই ক্রুজে এই ভুয়ো রেইড চালিয়েছে এনসিবি ৷"
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খেতে হচ্ছে শাহরুখ-পুত্রকে