ETV Bharat / sitara

কেন নাইটি পরে প্রকাশ্যে আসলেন সোহিনী - ঋত্ত্বিক চক্রবর্তী

ভাল অভিনেত্রী হিসেবে টলিপাড়ায় বোশ নামডাক আছে সোহিনী সরকারের ৷ যে কোনও চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি । সম্প্রতি সোহিনীর নাইটি পরা একটি লুকের ছবি সামনে এসেছে । যে কেউ দেখে ভাবতেই পারে হঠাৎ এরকম বেশে ধরা দিলেন কেন নায়িকা ?

Sohini Sarkar
সোহিনী সরকার
author img

By

Published : Apr 13, 2021, 6:41 PM IST

Updated : Apr 13, 2021, 9:08 PM IST

কলকাতা ,13 এপ্রিল : নাইটি পরা, চোখে মুখে ভয়ের ছাপ এমন লুকেই দেখা গেল সোহিনী সরকারকে ৷ 'কাবাড্ডি কাবাড্ডি'তে একেবারে গ্রাম্য প্রান্তিক মানুষের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর সেই চরিত্র রূপোলী পর্দায় ফুটিয়ে তোলার জন্যই এমন লুকে দেখা মিলল অভিনেত্রীর ৷

ভাল অভিনেত্রী হিসেবে টলিপাড়ায় বোশ নামডাক আছে সোহিনী সরকারের ৷ যে কোনও চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি । সম্প্রতি সোহিনীর নাইটি পরা একটি লুকের ছবি সামনে এসেছে । যে কেউ দেখে ভাবতেই পারে হঠাৎ এরকম বেশে ধরা দিলেন কেন নায়িকা ?

Ritwik Chakraborty  & Arjun Chakraborty
কোচের ভূমিকায় ঋত্ত্বিক চক্রবর্তী এবং কবাডি খেলোয়াড়ের ভূমিকায় অর্জুন চক্রবর্তী

কবাডি খেলা নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'কাবাড্ডি কাবাড্ডি'তে মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী সরকার, ঋত্ত্বিক চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে ৷ ছবিতে কোচের ভূমিকায় দেখা যাবে ঋত্ত্বিক চক্রবর্তীকে ৷ তাঁর বোনের চরিত্রে দেখা সোহিনীকে ৷ এক গ্রাম্য, সরল মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ আর ছবির খাতিরেই লুকের এই আমূল পরিবর্তন অভিনেত্রীর ৷ এছাড়াও কবাডি খেলোয়াড়ের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী ৷

আরও পড়ুন : আলু ভাজা থেকে পায়েস, স্বাদের সাধ শ্রেয়ার

কলকাতা ,13 এপ্রিল : নাইটি পরা, চোখে মুখে ভয়ের ছাপ এমন লুকেই দেখা গেল সোহিনী সরকারকে ৷ 'কাবাড্ডি কাবাড্ডি'তে একেবারে গ্রাম্য প্রান্তিক মানুষের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর সেই চরিত্র রূপোলী পর্দায় ফুটিয়ে তোলার জন্যই এমন লুকে দেখা মিলল অভিনেত্রীর ৷

ভাল অভিনেত্রী হিসেবে টলিপাড়ায় বোশ নামডাক আছে সোহিনী সরকারের ৷ যে কোনও চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি । সম্প্রতি সোহিনীর নাইটি পরা একটি লুকের ছবি সামনে এসেছে । যে কেউ দেখে ভাবতেই পারে হঠাৎ এরকম বেশে ধরা দিলেন কেন নায়িকা ?

Ritwik Chakraborty  & Arjun Chakraborty
কোচের ভূমিকায় ঋত্ত্বিক চক্রবর্তী এবং কবাডি খেলোয়াড়ের ভূমিকায় অর্জুন চক্রবর্তী

কবাডি খেলা নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'কাবাড্ডি কাবাড্ডি'তে মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী সরকার, ঋত্ত্বিক চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে ৷ ছবিতে কোচের ভূমিকায় দেখা যাবে ঋত্ত্বিক চক্রবর্তীকে ৷ তাঁর বোনের চরিত্রে দেখা সোহিনীকে ৷ এক গ্রাম্য, সরল মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ আর ছবির খাতিরেই লুকের এই আমূল পরিবর্তন অভিনেত্রীর ৷ এছাড়াও কবাডি খেলোয়াড়ের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী ৷

আরও পড়ুন : আলু ভাজা থেকে পায়েস, স্বাদের সাধ শ্রেয়ার

Last Updated : Apr 13, 2021, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.