ETV Bharat / sitara

19 জুন মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ় 'লালবাজার...' - lalbazaar web series

19 জুন থেকে স্ট্রিম করতে শুরু করছে ওয়েব সিরিজ় 'লালবাজার - ক্রাইম অ্যান্ড দা সিটি'। পরিচালক সায়ন্তন ঘোষাল ।

sdf
sdf
author img

By

Published : May 29, 2020, 3:33 PM IST

Updated : May 30, 2020, 9:10 PM IST

কলকাতা : অনেকদিন ধরে দর্শক অপেক্ষা করছে এই কাল্পনিক পুলিশ ড্রামা দেখবে বলে । ওয়েব সিরিজ়টির নাম 'লালবাজার - ক্রাইম অ্যান্ড দা সিটি'। 19 জুন থেকে স্ট্রিম করতে শুরু করছে সিরিজ়টি । পরিচালক সায়ন্তন ঘোষাল ।

লকডাউনে মানুষের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ এখন একেবারেই নেই । কবে লকডাউন উঠবে, কবে সিনেমা হল খুলবে, সেটা এখনও পর্যন্ত কেউ জানে না । এই পরিস্থিতিতে বিনোদনের অন্যতম ভরসা এখন OTT প্ল্যাটফর্ম । তাই সুরিন্দর ফিল্মসের প্রতিক্ষিত ওয়েব সিরিজ় 'লালবাজার - ক্রাইম অ্যান্ড দা সিটি' স্ট্রিম করতে শুরু করছে 19 জুন থেকে ।

asd
.

'লালবাজার' ওয়েব সিরিজ়কে কেন্দ্র করে রয়েছে কলকাতা শহরের পুলিশ ও একটি অপরাধ সংক্রান্ত কাল্পনিক গল্প । লালবাজারের হোমিসাইড বিভাগে কর্মরত 5 জন অফিসার রয়েছেন সেখানে, তাদের নেতা সুরঞ্জন সেন । কঠোরতা ও কোমলতার মিশেলে তৈরি করা হয়েছে এই চরিত্রটি । বারদুয়ারিতে একটি বিদেশি মদের পাবে তার নিত্য যাতায়াত । অন্যদিকে সহকর্মীদের নয়নের মণিও সে । বাকি অফিসাররা হল গৌরাঙ্গ, আনিসুর, মীরা ও ঋজু । এরা প্রত্যেকেই একে অপরের থেকে একেবারে আলাদা । কিন্তু একে অন্যের খুবই কাছের । এদের সকলের উপরে রয়েছেন ডি সি ক্রাইম বি ডি শর্মা ।

এদের বাইরেও রয়েছে গৌরব চরিত্রটি । পোর্ট এলাকার খুব সিনিয়র পুলিশ অফিসার সে, কিন্তু সুরঞ্জনের সঙ্গে তার একেবারেই ভাব নেই বললেই চলে । ওয়াটগঞ্জ থানার নিষ্ঠাবান OC সাবির আহমেদকে সে আয়ত্বে আনতে চায় । সেই থানাতেই রয়েছে SI মনসুর ।

asd
.

পুলিশ থাকলে তো অপরাধীরাও থাকবে । রয়েছে ক্রাইম ওয়ার্ল্ডের রাজা গাজি ও তার সবচেয়ে সাকরেদ শওকত । রয়েছে এক দুঃসাহসী পতিতা ফারজানা, পল্লির মাসি শাবানা । রয়েছে এক দুষ্ট কাপল, যারা ছোটো মেয়েদের কাজ দেবে বলে পাচার করে দেয় । কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে গল্প । সেই গল্পে ফুটে উঠবে বিভিন্ন চরিত্রের জীবন । মুন্সীগঞ্জে গর্ভবতী পতিতার খুন, উত্তর কলকাতার সরু গলিতে খুন, হাইওয়েতে ধনী ছেলেদের খুন । আসলে 'লালবাজার' বলে বহু মানুষের কথা।

asd
.

এই সিরিজ়ে রয়েছেন কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ঋষিতা ভাট, সব্যসাচী চক্রবর্তী, সুব্রত দত্ত, রব দে, অনির্বাণ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অরিন্দম বাগচি, দিব্যেন্দু ভট্টাচার্য, দেবাপর্ণা চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা ।

ওয়েব সিরিজ়ের DOP রাম্যদীপ সাহা । গল্প, চিত্রনাট্য ও ক্রিয়েটিভ প্রোডিউসার রঙ্গন চক্রবর্তী । সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র । আর্ট ডিরেকশন সামলেছেন ঋষি ও অ্যাসোসিয়েট পরিচালক ছিলেন শুভদীপ ঘোষ ।

asd
.

কলকাতা : অনেকদিন ধরে দর্শক অপেক্ষা করছে এই কাল্পনিক পুলিশ ড্রামা দেখবে বলে । ওয়েব সিরিজ়টির নাম 'লালবাজার - ক্রাইম অ্যান্ড দা সিটি'। 19 জুন থেকে স্ট্রিম করতে শুরু করছে সিরিজ়টি । পরিচালক সায়ন্তন ঘোষাল ।

লকডাউনে মানুষের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ এখন একেবারেই নেই । কবে লকডাউন উঠবে, কবে সিনেমা হল খুলবে, সেটা এখনও পর্যন্ত কেউ জানে না । এই পরিস্থিতিতে বিনোদনের অন্যতম ভরসা এখন OTT প্ল্যাটফর্ম । তাই সুরিন্দর ফিল্মসের প্রতিক্ষিত ওয়েব সিরিজ় 'লালবাজার - ক্রাইম অ্যান্ড দা সিটি' স্ট্রিম করতে শুরু করছে 19 জুন থেকে ।

asd
.

'লালবাজার' ওয়েব সিরিজ়কে কেন্দ্র করে রয়েছে কলকাতা শহরের পুলিশ ও একটি অপরাধ সংক্রান্ত কাল্পনিক গল্প । লালবাজারের হোমিসাইড বিভাগে কর্মরত 5 জন অফিসার রয়েছেন সেখানে, তাদের নেতা সুরঞ্জন সেন । কঠোরতা ও কোমলতার মিশেলে তৈরি করা হয়েছে এই চরিত্রটি । বারদুয়ারিতে একটি বিদেশি মদের পাবে তার নিত্য যাতায়াত । অন্যদিকে সহকর্মীদের নয়নের মণিও সে । বাকি অফিসাররা হল গৌরাঙ্গ, আনিসুর, মীরা ও ঋজু । এরা প্রত্যেকেই একে অপরের থেকে একেবারে আলাদা । কিন্তু একে অন্যের খুবই কাছের । এদের সকলের উপরে রয়েছেন ডি সি ক্রাইম বি ডি শর্মা ।

এদের বাইরেও রয়েছে গৌরব চরিত্রটি । পোর্ট এলাকার খুব সিনিয়র পুলিশ অফিসার সে, কিন্তু সুরঞ্জনের সঙ্গে তার একেবারেই ভাব নেই বললেই চলে । ওয়াটগঞ্জ থানার নিষ্ঠাবান OC সাবির আহমেদকে সে আয়ত্বে আনতে চায় । সেই থানাতেই রয়েছে SI মনসুর ।

asd
.

পুলিশ থাকলে তো অপরাধীরাও থাকবে । রয়েছে ক্রাইম ওয়ার্ল্ডের রাজা গাজি ও তার সবচেয়ে সাকরেদ শওকত । রয়েছে এক দুঃসাহসী পতিতা ফারজানা, পল্লির মাসি শাবানা । রয়েছে এক দুষ্ট কাপল, যারা ছোটো মেয়েদের কাজ দেবে বলে পাচার করে দেয় । কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে গল্প । সেই গল্পে ফুটে উঠবে বিভিন্ন চরিত্রের জীবন । মুন্সীগঞ্জে গর্ভবতী পতিতার খুন, উত্তর কলকাতার সরু গলিতে খুন, হাইওয়েতে ধনী ছেলেদের খুন । আসলে 'লালবাজার' বলে বহু মানুষের কথা।

asd
.

এই সিরিজ়ে রয়েছেন কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ঋষিতা ভাট, সব্যসাচী চক্রবর্তী, সুব্রত দত্ত, রব দে, অনির্বাণ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অরিন্দম বাগচি, দিব্যেন্দু ভট্টাচার্য, দেবাপর্ণা চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা ।

ওয়েব সিরিজ়ের DOP রাম্যদীপ সাহা । গল্প, চিত্রনাট্য ও ক্রিয়েটিভ প্রোডিউসার রঙ্গন চক্রবর্তী । সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র । আর্ট ডিরেকশন সামলেছেন ঋষি ও অ্যাসোসিয়েট পরিচালক ছিলেন শুভদীপ ঘোষ ।

asd
.
Last Updated : May 30, 2020, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.