ETV Bharat / sitara

ভয়েস বক্স বাদ যেতে পারত, 'কণ্ঠ'-র বিশেষ ভিডিয়োয় জানালেন চন্দন সেন

'কণ্ঠ' ছবির অর্জুনের জায়গায় তিনি। কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন চন্দন সেন। হারাতে চলেছিলেন কণ্ঠস্বর। তারপর লড়াই করে ফিরে এসেছেন মঞ্চে, বড় পরদায়, ছোটো পরদায়।

চন্দন সেন
author img

By

Published : Apr 24, 2019, 7:24 PM IST

কলকাতা : ক্যানসারের লড়াই আজও চালিয়ে যাচ্ছেন অভিনেতা চন্দন সেন। সেই সঙ্গে চুটিয়ে কাজ করছেন থিয়েটার, সিনেমা ও ধারাবাহিকে। ক্যানসার নিয়েও প্রতিদিন তিনি নিজের প্যাশনকে এক অন্যমাত্রায় নিয়ে যাচ্ছেন। কিন্তু, এই ক্যানসারই একদিন কেড়ে নিতে পারত চন্দনের সাউন্ড বক্স। ঠি যেমনটা দেখানো হয়েছে 'কণ্ঠ' ছবিতে। ঠিক কেমন ছিল চন্দনের জার্নি ? উইন্ডোজ়ের তরফে সামনে এল তারই এক ভিডিয়ো।

চন্দন সেনের সাক্ষাৎকার সমেত উইন্ডোজ় প্রোডাকশন হাউজ় একটি ভিডিয়ো প্রকাশ করেছে আজ। সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জায়গায় চন্দন সেন। অর্থাৎ, 'কণ্ঠ' ছবির অর্জুনের জায়গায় তিনি। কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন চন্দন সেন। হারাতে চলেছিলেন কণ্ঠস্বর। তারপর লড়াই করে ফিরে এসেছেন মঞ্চে, বড় পরদায়, ছোটো পরদায়। চন্দনের এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন টলিউডের অনেকেই। শ্রীকান্ত আচার্য, ঋতব্রত মুখোপাধ্যায়, নাট্যকর্মী পঞ্চাননের মত অনেকেই বাহবা জানিয়েছেন চন্দন সেনের স্বতঃস্ফূর্ততাকে। শিল্পী হিসেবে তাঁর শিল্প সত্তাকে প্রাধান্য দেওয়াকে।


এই ভিডিয়োতে বক্তব্য রেখেছেন চন্দন সেনের স্ত্রী ঋতুপর্ণা সেনও। নিজের লড়াইয়ের কথা নিজের মুখেই বলেছেন চন্দন সেন। দেখুন ভিডিয়োটি...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : ক্যানসারের লড়াই আজও চালিয়ে যাচ্ছেন অভিনেতা চন্দন সেন। সেই সঙ্গে চুটিয়ে কাজ করছেন থিয়েটার, সিনেমা ও ধারাবাহিকে। ক্যানসার নিয়েও প্রতিদিন তিনি নিজের প্যাশনকে এক অন্যমাত্রায় নিয়ে যাচ্ছেন। কিন্তু, এই ক্যানসারই একদিন কেড়ে নিতে পারত চন্দনের সাউন্ড বক্স। ঠি যেমনটা দেখানো হয়েছে 'কণ্ঠ' ছবিতে। ঠিক কেমন ছিল চন্দনের জার্নি ? উইন্ডোজ়ের তরফে সামনে এল তারই এক ভিডিয়ো।

চন্দন সেনের সাক্ষাৎকার সমেত উইন্ডোজ় প্রোডাকশন হাউজ় একটি ভিডিয়ো প্রকাশ করেছে আজ। সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জায়গায় চন্দন সেন। অর্থাৎ, 'কণ্ঠ' ছবির অর্জুনের জায়গায় তিনি। কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন চন্দন সেন। হারাতে চলেছিলেন কণ্ঠস্বর। তারপর লড়াই করে ফিরে এসেছেন মঞ্চে, বড় পরদায়, ছোটো পরদায়। চন্দনের এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন টলিউডের অনেকেই। শ্রীকান্ত আচার্য, ঋতব্রত মুখোপাধ্যায়, নাট্যকর্মী পঞ্চাননের মত অনেকেই বাহবা জানিয়েছেন চন্দন সেনের স্বতঃস্ফূর্ততাকে। শিল্পী হিসেবে তাঁর শিল্প সত্তাকে প্রাধান্য দেওয়াকে।


এই ভিডিয়োতে বক্তব্য রেখেছেন চন্দন সেনের স্ত্রী ঋতুপর্ণা সেনও। নিজের লড়াইয়ের কথা নিজের মুখেই বলেছেন চন্দন সেন। দেখুন ভিডিয়োটি...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা চন্দন সেন। সেই ক্যান্সার কেড়ে নিতে পারত তাঁর কণ্ঠস্বর। নন্দিতা রায় শিবপ্রসাদের নতুন ছবি কণ্ঠ চন্দন সেনের সেই লড়াইয়ের গল্প বলবে দর্শককে।


Body:চন্দন সেনের সাক্ষাৎকার সমেত উইন্ডোজ প্রোডাকশন হাউজ একটি ভিডিও প্রকাশ করেছে আজ। সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জায়গায় চন্দন সেন। অর্থাৎ, কণ্ঠ ছবির অর্জুনের জায়গায় তিনি। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিলেন চন্দন সেন। হারাতে চলেছিলেন কণ্ঠস্বর। তারপর লড়াই করে ফিরে এসেছেন মঞ্চে, বড় পর্দায়, ছোটো পর্দায়। চন্দনের এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন টলিউডের অনেকেই। শ্রীকান্ত আচার্য, ঋতব্রতপর্ণ মুখোপাধ্যায়, নাট্যকর্মী পঞ্চাননের মত অনেকেই বাহবা জানিয়েছেন চন্দন সেনের স্বতঃস্ফূর্ততাকে। শিল্পী হিসেবে তাঁর শিল্প সত্তাকে প্রাধান্য দেওয়াকে।


Conclusion:সেই ভিডিওতে বক্তব্য রেখেছেন চন্দন সেনের স্ত্রী ঋতুপর্ণা সেনও। নিজের লড়াইয়ের কথা নিজের মুখেই বলেছেন চন্দন সেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.