কলকাতা, 14 জানুয়ারি: 'শহরের উপকথা'র পর শহর ছাড়িয়ে আরব সাগরে পাড়ি দিলেন পরিচালক বাপ্পা (Girgit directed by Bappa)। বানাচ্ছেন নতুন হিন্দি ছবি 'গিরগিট' (Hindi film Girgit)।
পরিচালক বাপ্পা এবং 'ধাগা প্রোডাকশন'-এর যুগলবন্দিতে তৈরি হচ্ছে হিন্দি ছবি 'গিরগিট'। পরিচালক বাপ্পা জানিয়েছেন, সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনেই ছবির শুটিং হবে । 'গিরগিট' ছবিটি সম্পূর্ণ ভাবে একটি সাসপেন্স থ্রিলার ৷ তবে, গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ বাপ্পা ।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee in Hindi film), ডোনা মুন্সির মতো দক্ষ অভিনেতারা । এছাড়াও পায়েল মুখোপাধ্যায়ও অভিনয় করছেন এই ছবিতে ।
পরিচালক বাপ্পা বলেন, "আমার প্রথম ছবি শহরের উপকথা, যা ইতিমধ্যেই তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তিনটি পুরস্কার পেয়েছে । আর গিরগিটের হাত ধরে হিন্দি ছবিতে আমার ডেবিউ । প্রযোজক শুভঙ্কর মিত্র, তাঁরও এটাই প্রথম হিন্দি ছবি । আমরা দু‘জনেই ভীষণ আশাবাদী ।"
আরও পড়ুন: মা হলেন কনীনিকা...
'ধাগা প্রোডাকশন'-এর তরফে শুভঙ্কর মিত্র বলেন, "হিন্দি ছবির প্রযোজক হিসেবে ডেবিউ হলেও আমাদের হাউজ থেকে এর আগেও কাজ হয়েছে । আমি ভীষণ কনফিডেন্ট আমাদের প্রজেক্ট নিয়ে, বাপ্পাকে নিয়ে । আশা করি, ভাল লাগবে সবার ।"
ছবির সিনেমাটোগ্রাফার সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদনায় অনির্বাণ মাইতি । ছবিতে মিউজিক করেছেন প্রাঞ্জল দাস এবং গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, উজ্জয়িনী মুখোপাধ্যায়, রিমি দেব ও আলাপ বোস ।
এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ছবিতে আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় । চরিত্র প্রসঙ্গে এখনই কিছু বলা বারণ । তাই সবটাই চমক হিসেবে রাখতে চাইছেন কনীনিকা-সহ অন্যান্যরা ।
আরও পড়ুন: Sourav Ganguly returns to shooting floor: সুস্থ হয়ে ফ্লোরে ফিরলেন মহারাজ, শুরু হল দাদাগিরির শুটিং
অভিনেত্রী ইপ্সিতা চক্রবর্তী বলেন, "ধাগা প্রোডাকশনের অপূর্ব সেট আপ এবং টিমের সবাই জানে কী করতে হবে কিংবা করতে হবে না । সব থেকে বড় কথা, সবার কাছে সব বিষয় নিয়ে তথ্য আছে । আর বাপ্পা একজন তরুণ পরিচালক এবং কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস । খুব গোছানো কাজ ওঁর । তাই কারওর অসুবিধা হওয়ার কথা নয় ওঁর সঙ্গে কাজ করে ।"
এই ছবিতে কাজ করা নিয়ে আশাবাদী বলিউডের অভিনেত্রী ডোনা মুন্সিও ।