ETV Bharat / sitara

"স্ক্রিপ্ট শোনানোর নামে আমার গায়ে, মাথায় হাত বোলান অরিন্দম"

author img

By

Published : Jan 12, 2020, 1:55 PM IST

স্ক্রিপ্ট শোনানোর অছিলায় অফিসে ডেকে রূপাঞ্জনার সঙ্গে অরিন্দম শীল অশালীন আচরণ করেন বলে অভিযোগ । যদিও রূপাঞ্জনার আনা অভিযোগ অস্বীকার পরিচালকের ।

dfg
dfg

কলকাতা : কয়েক বছর ধরেই '#মিটু' আন্দোলনে উত্তপ্ত হলিউড ও বলিউড । এ নিয়ে এতদিন তেমনভাবে মন্তব্য করেননি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই । তবে এবার এই আন্দোলন ঢুকে পড়ল টলিউডেও । সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে '#মিটু' অভিযোগ এনেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ।

এই অভিযোগ সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন রূপাঞ্জনা । কীভাবে তাঁকে হেনস্থা করা হয়েছিল সেকথা শেয়ার করেছেন । বলেন, "অরিন্দম শীলের 'ভূমিকন্যা' ধারাবাহিক চলছিল । স্ক্রিপ্ট শোনার নাম করে আমাকে নিজের অফিসে ডেকেছিলেন তিনি । আমার সন্তান, বেবিসিটার ও ড্রাইভারকে কাছাকাছি একটি মলে পাঠিয়ে দিই । কারণ অফিসে মিটিং হবে আর অনেকেই থাকবেন । কিন্তু, অফিসে ঢুকে অবাক হয়ে যাই । দেখই কেউ নেই । ফার্স্ট এপিসোড ব্রিফ করার জন্য আমাকে ডেকেছিলেন । তখন তাঁর চেম্বারে প্রোডাকশনের একটি ছেলে ছিল । আমি অফিসে ঢোকার পর তাকেও চা আনার নাম করে পাঠিয়ে দেন । এরপর নিজের চেয়ার থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করার চেষ্টা করেন । যেটা আমার খুব খারাপ লেগেছিল । ওনার চেম্বারে একটা কাউচ ছিল সেখানে বসার জন্যও আমাকে বলছিলেন । কিন্তু, আমি মানা করে দিই । খুব ভয় করছিল । আমার মাথায় ও গায়ে হাত দিচ্ছিলেন ।"

এই ঘটনায় খুবই ঘাবড়ে গিয়েছিলেন রূপাঞ্জনা । আরও বলেন, "মনের জোর দেওয়ার জন্য এই সময় আমি শুধু ভগবানকে ডাকছিলাম । অফিসে কেউ ছিল না । আমি চিৎকার করলে কী হবে বুঝতে পারছিলাম না । এই সময় হঠাৎই ওনার বউ এসে যায় । আমাকে দেখে একটু অপ্রস্তুত হন । আমাকে যে সেদিন ডাকা হয়েছিল সেটা হয়তো উনি জানতেন না । এরপর আমি সেখান থেকে বেরিয়ে যাই । তারপর কাজের মধ্যে ঢুকে যাই । কিন্তু, ঘটনাটা খুব খারাপ ছিল ।"

তবে এই ঘটনা অনেকদিন আগের । তখন বিষয়টি প্রকাশ্যে আনেননি কেন ? এর উত্তরে রূপাঞ্জনা বলেন, "আমি সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু বলতে পারিনি । 'ভূমিকন্যা' শেষ হল । বিষয়টা আমি পরিবারের সদস্যদের জানালাম । তখনই তারা আমাকে অনেক কিছু করতে বলেছিল । চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু করতে পারিনি । কারণ, আমার সঙ্গে তো একটা চ্যানেল জড়িত । আমার এখন মনে হয়েছে সত্যিটা সবার সামনে আনা দরকার । মানুষের জানা দরকার । যারা এই ইন্ডাস্ট্রিতে আসার স্বপ্ন দেখে তাঁদের জানা দরকার ।"

অরিন্দম শীলের বিরুদ্ধে কি তিনি কোনও আইনি পদক্ষেপ নিয়েছেন ? রূপাঞ্জনা বলেন, "কোনওরকম আইনি ব্যবস্থা কি নিয়েছেন রূপাঞ্জনা, প্রশ্ন করায় বললেন, "আমাকে অনেকেই বলছে আইনি পদক্ষেপ নিতে । মুম্বই থেকে ডিরেক্টর বন্ধুবান্ধবরাও বলছে । সবাইতো অরিন্দম শীল সম্পর্কে জানে । এটা একটা ওপেন সিক্রেটেরর মত । 'ভূমিকন্যা'র যখন ফটোশুট হয় তখন ছ'জন মুখ্য চরিত্র ছিল । তার মধ্যে আমিও একজন ছিলাম । সেই পোস্টার থেকে আমাকে বাদ দেওয়া হয় । যত রকমভাবে কোণঠাসা করা যায়, সবরকম হয়েছে । কিন্তু যাই হোক ভগবানের দয়ায়, আমার কাজের জায়গায় আর কোনও ক্ষতি করতে পারেনি ।"

এর পাশাপাশি তিনি আরও বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে অনেক কিছু চলছে । কারও মুখ খোলার সাহস নেই । আমি যদি আমার জায়গা থেকে না বলি, তাহলে হয়তো আয়নার সামনে দাঁড়াতে পারব না ।"

যদিও রূপাঞ্জনার এই অভিযোগ অস্বীকার করে অরিন্দম শীল বলেন, "এটা হয়তো কোনও রাজনৈতিক চক্রান্ত । আমি জানি না ও (রূপাঞ্জনা) কেন এই ধরনের কথা বলছে । আমরা খুব পুরোনো বন্ধু । ওইদিন আমার অফিস থেকে বের হওয়ার পর ও আমাকে মেসেজ করে । বলে যে কাজের জন্য খুবই আনন্দিত । ওই মেসেজ এখনও আমার কাছে রয়েছে । সেটা দেখাতে পারি । কেউ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে সে কীভাবে ওই ব্যক্তিকে মেসেজ করে ? ও মিথ্যে কথা বলছে ।"

কলকাতা : কয়েক বছর ধরেই '#মিটু' আন্দোলনে উত্তপ্ত হলিউড ও বলিউড । এ নিয়ে এতদিন তেমনভাবে মন্তব্য করেননি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই । তবে এবার এই আন্দোলন ঢুকে পড়ল টলিউডেও । সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে '#মিটু' অভিযোগ এনেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ।

এই অভিযোগ সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন রূপাঞ্জনা । কীভাবে তাঁকে হেনস্থা করা হয়েছিল সেকথা শেয়ার করেছেন । বলেন, "অরিন্দম শীলের 'ভূমিকন্যা' ধারাবাহিক চলছিল । স্ক্রিপ্ট শোনার নাম করে আমাকে নিজের অফিসে ডেকেছিলেন তিনি । আমার সন্তান, বেবিসিটার ও ড্রাইভারকে কাছাকাছি একটি মলে পাঠিয়ে দিই । কারণ অফিসে মিটিং হবে আর অনেকেই থাকবেন । কিন্তু, অফিসে ঢুকে অবাক হয়ে যাই । দেখই কেউ নেই । ফার্স্ট এপিসোড ব্রিফ করার জন্য আমাকে ডেকেছিলেন । তখন তাঁর চেম্বারে প্রোডাকশনের একটি ছেলে ছিল । আমি অফিসে ঢোকার পর তাকেও চা আনার নাম করে পাঠিয়ে দেন । এরপর নিজের চেয়ার থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করার চেষ্টা করেন । যেটা আমার খুব খারাপ লেগেছিল । ওনার চেম্বারে একটা কাউচ ছিল সেখানে বসার জন্যও আমাকে বলছিলেন । কিন্তু, আমি মানা করে দিই । খুব ভয় করছিল । আমার মাথায় ও গায়ে হাত দিচ্ছিলেন ।"

এই ঘটনায় খুবই ঘাবড়ে গিয়েছিলেন রূপাঞ্জনা । আরও বলেন, "মনের জোর দেওয়ার জন্য এই সময় আমি শুধু ভগবানকে ডাকছিলাম । অফিসে কেউ ছিল না । আমি চিৎকার করলে কী হবে বুঝতে পারছিলাম না । এই সময় হঠাৎই ওনার বউ এসে যায় । আমাকে দেখে একটু অপ্রস্তুত হন । আমাকে যে সেদিন ডাকা হয়েছিল সেটা হয়তো উনি জানতেন না । এরপর আমি সেখান থেকে বেরিয়ে যাই । তারপর কাজের মধ্যে ঢুকে যাই । কিন্তু, ঘটনাটা খুব খারাপ ছিল ।"

তবে এই ঘটনা অনেকদিন আগের । তখন বিষয়টি প্রকাশ্যে আনেননি কেন ? এর উত্তরে রূপাঞ্জনা বলেন, "আমি সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু বলতে পারিনি । 'ভূমিকন্যা' শেষ হল । বিষয়টা আমি পরিবারের সদস্যদের জানালাম । তখনই তারা আমাকে অনেক কিছু করতে বলেছিল । চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু করতে পারিনি । কারণ, আমার সঙ্গে তো একটা চ্যানেল জড়িত । আমার এখন মনে হয়েছে সত্যিটা সবার সামনে আনা দরকার । মানুষের জানা দরকার । যারা এই ইন্ডাস্ট্রিতে আসার স্বপ্ন দেখে তাঁদের জানা দরকার ।"

অরিন্দম শীলের বিরুদ্ধে কি তিনি কোনও আইনি পদক্ষেপ নিয়েছেন ? রূপাঞ্জনা বলেন, "কোনওরকম আইনি ব্যবস্থা কি নিয়েছেন রূপাঞ্জনা, প্রশ্ন করায় বললেন, "আমাকে অনেকেই বলছে আইনি পদক্ষেপ নিতে । মুম্বই থেকে ডিরেক্টর বন্ধুবান্ধবরাও বলছে । সবাইতো অরিন্দম শীল সম্পর্কে জানে । এটা একটা ওপেন সিক্রেটেরর মত । 'ভূমিকন্যা'র যখন ফটোশুট হয় তখন ছ'জন মুখ্য চরিত্র ছিল । তার মধ্যে আমিও একজন ছিলাম । সেই পোস্টার থেকে আমাকে বাদ দেওয়া হয় । যত রকমভাবে কোণঠাসা করা যায়, সবরকম হয়েছে । কিন্তু যাই হোক ভগবানের দয়ায়, আমার কাজের জায়গায় আর কোনও ক্ষতি করতে পারেনি ।"

এর পাশাপাশি তিনি আরও বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে অনেক কিছু চলছে । কারও মুখ খোলার সাহস নেই । আমি যদি আমার জায়গা থেকে না বলি, তাহলে হয়তো আয়নার সামনে দাঁড়াতে পারব না ।"

যদিও রূপাঞ্জনার এই অভিযোগ অস্বীকার করে অরিন্দম শীল বলেন, "এটা হয়তো কোনও রাজনৈতিক চক্রান্ত । আমি জানি না ও (রূপাঞ্জনা) কেন এই ধরনের কথা বলছে । আমরা খুব পুরোনো বন্ধু । ওইদিন আমার অফিস থেকে বের হওয়ার পর ও আমাকে মেসেজ করে । বলে যে কাজের জন্য খুবই আনন্দিত । ওই মেসেজ এখনও আমার কাছে রয়েছে । সেটা দেখাতে পারি । কেউ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে সে কীভাবে ওই ব্যক্তিকে মেসেজ করে ? ও মিথ্যে কথা বলছে ।"

Intro:হলিউড, বলিউডে #metoo আন্দোলন হয় প্রবলভাবে। কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতন প্রসঙ্গে মুখ খোলেন অনেকেই। এতদিন বাংলা ছবির জগত কিন্তু তেমনভাবে মুখ খোলেনি। তবে সম্প্রতি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র #metoo'র অভিযোগ তুলেছেন পরিচালক অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে। কী সেই অভিযোগ? ETV ভারত সিতারা সরাসরি কথা বলে রূপাঞ্জনার সঙ্গে।


Body:রূপাঞ্জনা আমাদের সম্পূর্ণ ঘটনা শেয়ার করেন। বলেন, " অরিন্দম শীলের একটা ধারাবাহিক চলছিল 'ভূমিকন্যা'। স্ক্রিপ্ট শোনার নাম করে নিজের অফিসে ডেকেছিলেন তিনি। ৫টার সময় ঢুকেছিলাম। আমার সন্তান, বেবিসিটার ও ড্রাইভারকে অ্যাক্রপলিসে পাঠিয়েছিলাম, যেহেতু মিটিং হবে অফিসে লোকজন থাকবে সেই জন্য। ঢুকে দেখে যে কেউ নেই, নির্জন অফিস। ফার্স্ট এপিসোড ব্রিফ করার জন্য আমাকে দেখেছিলেন। চেম্বারে একজন মাত্র প্রোডাকশনের ছেলে ছিল। তাকেও পাঠিয়ে দিলেন চা দিতে বলার নাম করে। তার মধ্যে অনেকটা সময় ছিল, যার মধ্যে তিনি নিজের চেয়ার থেকে উঠে এসে আমার গায়ে হাত দিয়ে প্রথম যে আলিঙ্গন করার চেষ্টা করেছিলেন সেটাই ভীষণ খারাপ লেগেছিল আমার। খুবই ইঙ্গিতপূর্ণ আচরণ করছিলেন। ওর চেম্বার একটা কাউচ ছিল, সেখানে উনি বসেছিলেন। সেখানে আমাকে ইনভাইট করছিলেন রীতিমতো। স্ট্রিক্টলি আমি মানা করেছিলাম। আমার বক্তব্য ছিল, স্ক্রিপ্ট শোনার নাম করে ডেকেছ, সেটাই করো, এই ধরনের আচরণ কেন? আমার ভীষণ ভয় করছিল। অরিন্দম শীল আমার সঙ্গে ভীষণ কোজি বিহেভ করার চেষ্টা করেন। মাথায় হাত বোলানো, গায়ে হাত বোলানো, ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি ঈশ্বরকে দেখছিলাম, যাতে আমাকে মনের জোর দেন তিনি। সেখানে তো কেউ ছিল না, গোটা অফিস খাখা করছিল। চেঁচালে কী হবে আমি জানি না। বিষয়টা যে পদ্ধতিতে এগোচ্ছিল, যদি বেশিকিছু করত। পুরোটাই মলেস্টেশনের দিকে এগিয়ে যাওয়া। রেপড হয়ে যাওয়া। ট্রাপে পড়ে গেলে হয়তো অন্যকিছু হত। আমি ঈশ্বরকে স্মরণ করছিলাম। হঠাৎই ওর বউ এসে গেল। আমাকে দেখে অপ্রস্তুত হল। উনি বোধহয় প্রিপেয়ারড ছিলেন না। হয়তো উনি জানতেন না আমাকে ওখানে ডাকা হয়েছে। আমি ওখান থেকে বেরিয়ে আসি। ওনার স্ত্রী এবং উনি আমাকে লিফট দিতে চেয়েছিলেন। ছেড়ে দিলেন অ্যাক্রপলিসে। তারপর আমি কাজের মধ্যে ঢুকে যাই। পুরো ঘটনাটাই আমার কাছে খুবই বিশ্রী ব্যাপার। এই ঘটনার পর আমার একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। খালি মনে হচ্ছিল, আমি একজন সিনিয়র আর্টিস্ট, আমার সঙ্গেও এমনটা হতে পারে। তাহলে নতুনদের সঙ্গে কী হয়? আমি সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু বলতে পারিনি। 'ভূমিকন্যা' শেষ হল। বিষয়টা আমি আমার পরিবারকে জানালাম তারপর। তখনই তারা আমাকে অনেককিছু করতে বলেছিল। কন্ট্রাক্টে ছিলাম বলে কিছু করতে পারিনি। কারণ, আমার সঙ্গে তো একটা চ্যানেল জড়িত। আমার এখন মনে হয়েছে সত্যিটা সবার সামনে আনা দরকার। মানুষের জানা দরকার। তাদের জন্য যারা স্বপ্ন দেখে এই ইন্ডাস্ট্রিতে আসবে।"




Conclusion:কোনওরকম আইনি ব্যবস্থা কি নিয়েছেন রূপাঞ্জনা, প্রশ্ন করায় বললেন, "আমাকে অনেকেই বলছে আইনি পদক্ষেপ নিতে। মুম্বই থেকে ডিরেক্টর বন্ধুবান্ধবরাও বলছে, সবাইতো অরিন্দম শীলের সম্পর্কে জানে। এটা একটা ওপেন সিক্রেটেরর মত। এমনও হয়েছে ১০ বছর আগে আর্টিস্ট ফোরামে রূপা গাঙ্গুলী যখন, একটা কমপ্লেন হয়েছিল। আমারই এক বান্ধবী অনেক বড় চার্জ এনেছিল। তিনিও খুব বিখ্যাত টেলিভিশনের শিল্পী। 'ভূমিকন্যা'র যখন ফটোশুট হয় ৬জন লিড ক্যারেক্টার ছিল। তার মধ্যে আমি একজন ছিলাম। সেই পোস্টার থেকে আমাকে বাদ দেওয়া হয়। যত রকমভাবে কোণঠাসা করা যায়, সবরকম হয়েছে। কিন্তু যাই হোক ভগবানের দয়ায়, আমার কাজের জায়গায় আর কোনও ক্ষতি করতে পারেনি।"

সেই সঙ্গে তিনি আরও বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে অনেককিছু চলছে। কারোর মুখ খোলার সাহস নেই। আমি যদি আমার জায়গা থেকে না বলি, নিজেই হয়তো আয়নার সামনে দাঁড়াতে পারব না।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.