ETV Bharat / sitara

মানুষের স্বাভাবিক আচরণ নিয়ে নাটক লিখছেন খরাজ

লকডাউনের নিয়মের তোয়াক্কা না করেই রাস্তায় বের হচ্ছেন অনেকেই । করছেন জমায়েত । যা নিয়ে খুবই চিন্তিত খরাজ মুখার্জি । আর এই নিয়েই নতুন একটি নাটক লিখছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 29, 2020, 2:47 PM IST

কলকাতা : লকডাউনের মধ্যে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । সেই পরামর্শ মেনে বাড়িতে রয়েছেন অনেকেই । কিন্তু, এমন অনেকেই রয়েছেন যাঁরা এই নিয়মের তোয়াক্কা না করে বেরিয়ে পড়ছেন রাস্তায় । করছেন জমায়েত । যা নিয়ে খুবই চিন্তিত খরাজ মুখার্জি । আর এই নিয়েই নতুন একটি নাটক লিখছেন তিনি । ETV ভারত সিতারাকে নতুন নাটকের কথা জানালেন অভিনেতা ।

এ প্রসঙ্গে খরাজ বলেন, "এটা একটা খুবই হাইপথেটিক্যাল ব্যাপার । এমন একটা বিষয়, যা মানুষ বুঝতে পারছে না । কিন্তু, সেটা মানতেই হবে । কুকুর মানুষের কাছাকাছি থাকে । সে কখনও জঙ্গলে থাকবে না । গোরুর ক্ষেত্রেও ব্যাপারটা এক । তেমনই এটাও ঠিক, যে মানুষও মানুষের কাছেই থাকবে । একজন আরেকজনকে কখনও বলবে না দূরে সরে যাও । সেটা স্বাভাবিক কথা । খুব বেশি দিন ধরে এই বিষয়কে আটকে রাখা সম্ভব না । আমি যে নতুন নাটক লিখছি, তার বিষয়বস্তুও তাই ।"

এই লকডাউনের মধ্যে একের পর এক নাটক লিখছেন খরাজ । কয়েকদিন আগে আরও একটি নাটক লেখা শেষ করেছেন তিনি । যার নাম 'রঙ্গবতী'। পরবর্তী নাটক নিয়েও লেখালিখি করছেন । তবে নাম এখনও ঠিক করেননি । বলেন, "আমি নাটক লেখার সময় নাম ঠিক করি না । লিখতে লিখতে মনে হয় কী নাম দেব ।"

কলকাতা : লকডাউনের মধ্যে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । সেই পরামর্শ মেনে বাড়িতে রয়েছেন অনেকেই । কিন্তু, এমন অনেকেই রয়েছেন যাঁরা এই নিয়মের তোয়াক্কা না করে বেরিয়ে পড়ছেন রাস্তায় । করছেন জমায়েত । যা নিয়ে খুবই চিন্তিত খরাজ মুখার্জি । আর এই নিয়েই নতুন একটি নাটক লিখছেন তিনি । ETV ভারত সিতারাকে নতুন নাটকের কথা জানালেন অভিনেতা ।

এ প্রসঙ্গে খরাজ বলেন, "এটা একটা খুবই হাইপথেটিক্যাল ব্যাপার । এমন একটা বিষয়, যা মানুষ বুঝতে পারছে না । কিন্তু, সেটা মানতেই হবে । কুকুর মানুষের কাছাকাছি থাকে । সে কখনও জঙ্গলে থাকবে না । গোরুর ক্ষেত্রেও ব্যাপারটা এক । তেমনই এটাও ঠিক, যে মানুষও মানুষের কাছেই থাকবে । একজন আরেকজনকে কখনও বলবে না দূরে সরে যাও । সেটা স্বাভাবিক কথা । খুব বেশি দিন ধরে এই বিষয়কে আটকে রাখা সম্ভব না । আমি যে নতুন নাটক লিখছি, তার বিষয়বস্তুও তাই ।"

এই লকডাউনের মধ্যে একের পর এক নাটক লিখছেন খরাজ । কয়েকদিন আগে আরও একটি নাটক লেখা শেষ করেছেন তিনি । যার নাম 'রঙ্গবতী'। পরবর্তী নাটক নিয়েও লেখালিখি করছেন । তবে নাম এখনও ঠিক করেননি । বলেন, "আমি নাটক লেখার সময় নাম ঠিক করি না । লিখতে লিখতে মনে হয় কী নাম দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.