কলকাতা : বইয়ের পাতা থেকে বের করে মগনলাল মেঘরাজকে 'প্রাণ' দিয়েছিলেন উৎপল দত্ত । আর এবার সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন খরাজ মুখার্জি । সম্প্রতি টুইটারে মগনলাল হিসেবে খরাজের ছবির পোস্ট করে একথা শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি ।
প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন সৃজিত । আর তার জন্য বেছে নিয়েছেন ফেলুদাকেই । সেখানে ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে । কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই সিরিজ়ে ফেলুদা-তোপশে-জটায়ুর লুক । আর এবার প্রকাশ্যে এল মগনলালের লুক ।
আর সেই ছবি টুইটারে শেয়ার করে সৃজিত লেখেন, "চরিত্রের মধ্যে ঢুকতে মাত্র আধ মিনিট সময় লেগেছে ।"
-
উৎপল দত্ত মগনলাল কে বইয়ের পাতা থেকে বের করে "প্রাণ" দিয়েছিলেন, মোহন আগাসে আমাদের হতাশ করেছেন। এখন খরাজ বাবুর পালা, @srijitspeaketh বাবুর হাত ধরে কি আমরা আবার সেই চার্মিনারের গন্ধ টা পাবো? অপেক্ষায় থাকলাম। pic.twitter.com/ldcOgrOsY1
— সুদীপ্ত গুহ (@sudiptaguha19) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">উৎপল দত্ত মগনলাল কে বইয়ের পাতা থেকে বের করে "প্রাণ" দিয়েছিলেন, মোহন আগাসে আমাদের হতাশ করেছেন। এখন খরাজ বাবুর পালা, @srijitspeaketh বাবুর হাত ধরে কি আমরা আবার সেই চার্মিনারের গন্ধ টা পাবো? অপেক্ষায় থাকলাম। pic.twitter.com/ldcOgrOsY1
— সুদীপ্ত গুহ (@sudiptaguha19) January 3, 2020উৎপল দত্ত মগনলাল কে বইয়ের পাতা থেকে বের করে "প্রাণ" দিয়েছিলেন, মোহন আগাসে আমাদের হতাশ করেছেন। এখন খরাজ বাবুর পালা, @srijitspeaketh বাবুর হাত ধরে কি আমরা আবার সেই চার্মিনারের গন্ধ টা পাবো? অপেক্ষায় থাকলাম। pic.twitter.com/ldcOgrOsY1
— সুদীপ্ত গুহ (@sudiptaguha19) January 3, 2020
'ফেলুদা ফেরত' সিরিজ়ে মগনলালের পাশাপাশি করনদিকারকেও প্রকাশ্যে এনেছেন পরিচালক । টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে দেখা যাবে এই চরিত্রে । আজ সকালেই টুইট করে ঋষিকে স্বাগত জানালেন সৃজিত ।
-
Karandikar. C/O Great Majestic Circus. Welcome aboard, Rishi Kaushik! #FeludaPherot @addatimes pic.twitter.com/O1LMW2wzJw
— Srijit Mukherji (@srijitspeaketh) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karandikar. C/O Great Majestic Circus. Welcome aboard, Rishi Kaushik! #FeludaPherot @addatimes pic.twitter.com/O1LMW2wzJw
— Srijit Mukherji (@srijitspeaketh) January 3, 2020Karandikar. C/O Great Majestic Circus. Welcome aboard, Rishi Kaushik! #FeludaPherot @addatimes pic.twitter.com/O1LMW2wzJw
— Srijit Mukherji (@srijitspeaketh) January 3, 2020
কেমন দেখতে সৃজিতের ফেলুদাকে ? সামনে এল ছবি
তবে এই সিরিজ় ছাড়াও এখন 'দ্বিতীয় পুরুষ' নিয়ে ব্যস্ত সৃজিত । চলতি মাসেই মুক্তি পাবে ওই ছবি । ছবির ট্রেলার সাড়া জাগিয়েছেন দর্শকের মধ্যে । পুরোনো চরিত্রগুলোর সঙ্গে জুড়েছে নতুন কিছু চরিত্র ।