ETV Bharat / sitara

Karni Sena seeks ban on Prithviraj : এবার করনি সেনার রোষের মুখে অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ' - Karni Sena objects release of Prthviraj

টিজার সামনে আসতে না আসতেই বিতর্ক শুরু হল অক্ষয় কুমারের নতুন ছবি 'পৃথ্বীরাজ' নিয়ে ৷ ছবি ব্যান করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হল করনি সেনা (Karni Sena objects release of Prthviraj)৷

Karni Sena seeks ban on Prithviraj
এবার করনি সেনার রোষের মুখে অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'
author img

By

Published : Feb 4, 2022, 12:16 PM IST

লখনউ, 4 ফেব্রুয়ারি: অফিসিয়াল টিজার সামনে আসতে না আসতেই এবার করনি সেনার রোষের মুখে পড়ল অক্ষয় কুমারের নতুন ছবি 'পৃথ্বীরাজ' ৷ এই ছবিকে ব্যান করার আবেদন জানিয়ে আদলতের দ্বারস্থ হয়েছে তারা (Karni Sena sought a ban on the release of Akshay Kumars upcoming movie Prithviraj) ৷ বৃহস্পতিবার সেই মামলাতেই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল, সেন্সর বোর্ড অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-কে মুক্তির জন্য় সার্টিফিকেট দিয়েছে কী না ? আদালত জানিয়েছে, মামলার আগামী শুনানি হবে 21 ফেব্রুয়ারি ৷

করনি সেনার ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা সিংয়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারক এ আর মাসোদি এবং এন কে জাহুরির বেঞ্চ ৷ এই পিআইএলটিতে দাবি করা হয়েছে, হিন্দু সম্রাট পৃথ্বীরাজের কাহিনিকে 'ভুল এবং অশ্লীল' ভাবে তুলে ধরেছে এই ছবি ৷ যা হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছে আর তাই এই ছবি ব্যান করতে হবে ৷ আবেদনকারী পক্ষ থেকে জানানো হয়, সিনেমার প্রিভিউ দেখেই বোঝা যায় এটি কতখানি বিতর্কিত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : এবার আর ব্যাট নয়, অস্ত্র হাতেই অশুভের বিনাশ করবেন ধোনি

এই প্রথমবার যে ছবি ব্যান করার দাবিতে সরব হল করনি সেনা তা নয়, এর আগেও দীপিকা পাড়ুকোন অভিনীত এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'পদ্মাবতী' ছবির বিরুদ্ধে সরব হয়েছিল তারা ৷ করনি সেনার এই প্রতিবাদের জেরে ছবির মুক্তির দিন তো পিছিয়ে ছিলই ৷ পাশাপাশি ছবির নাম বদলাতে হয়েছিল নির্মাতাদের ৷ শেষপর্যন্ত 'পদ্মাবতী' ছবির নাম বদলে 'পদ্মাবত' করার পর মুক্তির অনুমোদন পায় ছবিটি ৷

লখনউ, 4 ফেব্রুয়ারি: অফিসিয়াল টিজার সামনে আসতে না আসতেই এবার করনি সেনার রোষের মুখে পড়ল অক্ষয় কুমারের নতুন ছবি 'পৃথ্বীরাজ' ৷ এই ছবিকে ব্যান করার আবেদন জানিয়ে আদলতের দ্বারস্থ হয়েছে তারা (Karni Sena sought a ban on the release of Akshay Kumars upcoming movie Prithviraj) ৷ বৃহস্পতিবার সেই মামলাতেই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল, সেন্সর বোর্ড অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-কে মুক্তির জন্য় সার্টিফিকেট দিয়েছে কী না ? আদালত জানিয়েছে, মামলার আগামী শুনানি হবে 21 ফেব্রুয়ারি ৷

করনি সেনার ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা সিংয়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারক এ আর মাসোদি এবং এন কে জাহুরির বেঞ্চ ৷ এই পিআইএলটিতে দাবি করা হয়েছে, হিন্দু সম্রাট পৃথ্বীরাজের কাহিনিকে 'ভুল এবং অশ্লীল' ভাবে তুলে ধরেছে এই ছবি ৷ যা হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছে আর তাই এই ছবি ব্যান করতে হবে ৷ আবেদনকারী পক্ষ থেকে জানানো হয়, সিনেমার প্রিভিউ দেখেই বোঝা যায় এটি কতখানি বিতর্কিত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : এবার আর ব্যাট নয়, অস্ত্র হাতেই অশুভের বিনাশ করবেন ধোনি

এই প্রথমবার যে ছবি ব্যান করার দাবিতে সরব হল করনি সেনা তা নয়, এর আগেও দীপিকা পাড়ুকোন অভিনীত এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'পদ্মাবতী' ছবির বিরুদ্ধে সরব হয়েছিল তারা ৷ করনি সেনার এই প্রতিবাদের জেরে ছবির মুক্তির দিন তো পিছিয়ে ছিলই ৷ পাশাপাশি ছবির নাম বদলাতে হয়েছিল নির্মাতাদের ৷ শেষপর্যন্ত 'পদ্মাবতী' ছবির নাম বদলে 'পদ্মাবত' করার পর মুক্তির অনুমোদন পায় ছবিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.