ETV Bharat / sitara

প্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সারজা - Chiranjeevi heart attack

প্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সারজা । বেঙ্গালুরুর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Jun 7, 2020, 8:09 PM IST

বেঙ্গালুরু : প্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সারজা । মাত্র 39 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । আজ সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

কন্নড় সুপারস্টার অর্জুন সারজার ভাইপো ছিলেন চিরঞ্জিবী । কয়েকদিন আগেই বুকে ব্যথা ও শ্বাসজনিত সমস্যা নিয়ে বেঙ্গালুরুর জয়নগরের সাগর হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই চিকিৎসাধীন ছিলেন । আজ সকালেই সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ।

asdf
.

2009-এ অভিনয় পা রেখেছিলেন চিরঞ্জিবী । তাঁর প্রথম ছবি ছিল 'ভায়ুপুত্র'। অভিনয় ক্যারিয়ারে ইতিমধ্যেই 22টি ছবিতে কাজ করেছেন তিনি । 2018 সালে অভিনেত্রী মেঘনা রাজকে বিয়ে করেন ।

দেখুন ভিডিয়ো

বেঙ্গালুরু : প্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সারজা । মাত্র 39 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । আজ সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

কন্নড় সুপারস্টার অর্জুন সারজার ভাইপো ছিলেন চিরঞ্জিবী । কয়েকদিন আগেই বুকে ব্যথা ও শ্বাসজনিত সমস্যা নিয়ে বেঙ্গালুরুর জয়নগরের সাগর হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই চিকিৎসাধীন ছিলেন । আজ সকালেই সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ।

asdf
.

2009-এ অভিনয় পা রেখেছিলেন চিরঞ্জিবী । তাঁর প্রথম ছবি ছিল 'ভায়ুপুত্র'। অভিনয় ক্যারিয়ারে ইতিমধ্যেই 22টি ছবিতে কাজ করেছেন তিনি । 2018 সালে অভিনেত্রী মেঘনা রাজকে বিয়ে করেন ।

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.