মুম্বই, 18 মে: কোভিডকে জয় করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই এ কথা জানিয়েছেন মণিকর্ণিকা স্টার ৷ তবে কীভাবে তিনি কোভিড মোকাবিলা করলেন, তা জানাতে রাজি নন অভিনেত্রী ৷
ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, "আজ আমি কোভিড নেগেটিভ হয়েছি ৷ কীভাবে আমি ভাইরাসে হারালাম সে ব্যাপারে অনেক কিছু বলতে চাই, তবে আমাকে বলা হয়েছে যে, কোভিড ফ্যান ক্লাবকে না রাগাতে...হ্যাঁ, এমন কিছু মানুষ সত্যিই আছেন, আপনারা ভাইরাসকে অশ্রদ্ধা করলে তাঁরা রেগে যাবেন...যাই হোক, সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ ৷"
আরও পড়ুন: তখতে ভাসল অফিস, কর্মীদের সঙ্গে ওয়ারড্রোব শেয়ার অমিতাভের
ইনস্টাগ্রাম স্টোরিতেই নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন পাঙ্গা অভিনেত্রী ৷ এই মারণ ভাইরাসকে সামান্য ফ্লু বলায় সোশ্যাল মিডিয়ায় তিনি সমালোচিত হয়েছিলেন ৷