হায়দরাবাদ, 14 মার্চ : তর্ক-বিতর্ক, আলোচনা, সমালোচনা মিলিয়ে বক্স অফিসে এখন হট টপিক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার অভিনীত এই ছবির প্রশংসায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, দেশজুড়েও ব্যাপক সফলতার সঙ্গে ব্যবসা করে চলেছে এই ছবি ৷
বিতর্কও অবশ্য কম দানা বাঁধেনি ৷ ইতিমধ্য়েই জনপ্রিয় ফ্লিমরিভিউ পেজ আইএমডিবির সঙ্গে গোলমাল বেঁধেছে বিবেকের ৷ আইএমডিবির দাবি, এই ছবির ক্ষেত্রে তাদের রেটিং মেকানিজমে কিছু অস্বাভাবিক ভোটিং দেখেছে তারা ৷ তাই একটি বিকল্প মেথড লাগু করতে চলেছে সংস্থা ৷ যাকে নীতিবিরুদ্ধ বলে উল্লেখ করেছেন বিবেক ৷ এই মুহূর্তে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর রেটিং 8.3 দেখা গিয়েছে এই ছবিকে 94 শতাংশ দর্শক 10 রেটিং দিয়েছেন আর 4 শতাংশ দর্শক 1 রেটিং দিয়েছেন ৷
এসবের মধ্য়েই এবার এই ছবি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত (Kangana Opinion on The Kashmir Files) ৷ বিভিন্ন ছবি নিয়েই ইনস্টাগ্রামে নিজের মতামত পেশ করে থাকেন তিনি ৷ এবার বিবেকের এই নতুন ছবি নিয়ে নিজের ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "অনুগ্রহ করে লক্ষ্য় করুন দ্য় কাশ্মীর ফাইলস নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে নিস্তব্ধ ৷ শুধু এর বিষয়ই নয়, ছবি যে ব্য়বসা করেছে তাও উদারহরণ দেওয়ার মত ৷ ছবির বিনিয়োগ এবং লাভের অনুপাত এমন একটি কেস স্টাডি করলে এটি বছরের সবচেয়ে সফল এবং লাভজনক ছবি হতে পারে ৷ "
আরও পড়ুন : সামনে এল জুনিয়র বচ্চনের নতুন ছবির মুক্তির তারিখ
এখানেই থামেননি অভিনেত্রী ৷ তিনি আরও লেখেন, "অতিমারি পরবর্তীতে প্রেক্ষাগৃহ নিয়ে এবং আরও অনেক ক্ষেত্রে যে পুরোনো ধারণা তৈরি হয়েছিল বড় বাজেটের ইভেন্ট ফিল্ম বা ভিজ্যুয়াল/ভিএফএক্স, সেই সমস্ত মিথ ভেঙে দিয়েছে এই ছবি ৷ সকাল ছটার শো ফুল ভাবা যায় ৷ বুলি দাউদ আর তার চামচারা এখন বড় আঘাত পেয়েছে ৷ একটাও শব্দ নেই এদের মুখে ৷ সারা দুনিয়া দেখছে, তবু একটা শব্দ নেই ৷ এদের সময় শেষ ! "