ETV Bharat / sitara

34-এ কঙ্গনা, জন্মদিনের টুইটে লিখলেন ভালো থাকার জীবন দর্শন - কঙ্গনা রানাওয়াত

আজ কঙ্গনা রানাওয়াতের 34তম জন্মদিন ৷ এই দিনে ভালো থাকার জীবন দর্শনের পাঠ দিলেন অভিনেত্রী ৷ টুইটে তিনি জানালেন তাঁর জীবনে এগিয়ে চলার গল্প ৷

Kangana Ranaut pens a long note on her 34th birthday
34-এ কঙ্গনা, জন্মদিনের টুইটে লিখলেন ভালো থাকার জীবন দর্শন
author img

By

Published : Mar 23, 2021, 12:16 PM IST

মুম্বই, 23 মার্চ: আজ কঙ্গনা রানাওয়াতের জন্মদিন ৷ 34-এ পড়লেন বলিউডের দাপুটে অভিনেত্রী ৷ গতকালই তাঁর ঝুলিতে এসেছে আরও একটা জাতীয় পুরস্কার ৷ সেই আনন্দই আজকের জন্মদিনটাকে যেন আরও স্পেশ্যাল করে দিয়েছে ৷ এই বিশেষ দিনে নিজের জীবন দর্শনের কথা তুলে ধরেছেন কঙ্গনা ৷ লম্বা টুইটে মহিলাদের নিজেকে ভালোবাসার পথ বাতলেছেন তিনি ৷

মঙ্গলবার টুইটে কঙ্গনা লিখেছেন, "অনেকে বলেন মহিলাদের জীবন শুধুই ঘরে বসে থাকার জন্য ৷ এই বিশ্ব শুধু মস্তিষ্কবিহীন 16 বছরের মিষ্টি মেয়েদের মূল্য দেয় ৷ কিন্তু পরিণত ও জ্ঞানী মহিলারা শুধু এক পুরুষের বাড়িতেই পড়ে থাকেন, যিনি তাঁদের একটি পদবী দেন ৷"

  • They said a woman has a shelf life, this world only values young sweet 16 type girls with no brains,mature and wise woman can only belong to a household to a man who can give them a surname.They said many things it made me anxious, what will happen to me, where will I go (cont) pic.twitter.com/M3qrgqGaDF

    — Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী আরও লিখেছেন, "আজ আমি 34-এ পড়েছি ৷ কেউ আমায় বলেনি যে আমি 34 বছর বয়সে আমার কেরিয়ারের শীর্ষে থাকব ৷ আমার শিল্প ও অভিজ্ঞতাকে এই বয়সে সেলিব্রেট করব ৷ কেউ বলেনি আমার বয়স ও বৈবাহিক অবস্থা আমার উপর কোনও প্রভাব ফেলবে না, প্রচুর ব্যতিক্রমী অভিজ্ঞতা ও দক্ষতা সমৃদ্ধ হয়ে আমি নিজেকে সুপার হিউম্য়ান বলে মনে করব ৷"

আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা

তাঁর শরীর বা বয়স যে তাঁর উপর বিশেষ কোনও প্রভাব ফেলে না সে কথা মনে করিয়ে দিয়ে কঙ্গনা লিখেছেন, "আমার শরীরের কোনও শিথিলতা আমার উপর কোনও প্রভাব ফেলে না ৷ আমি খুব মোটা নাকি রোগা তা বড় ব্যাপার নয় ৷ নিজেকে আকর্ষক ও যৌন আবেদনপূর্ণ রাখতেই পছন্দ করি ৷ ব্রণ বা পিরিয়ড নিয়ে আমি চিন্তিত নই, কোনও শক্তি আমাকে নিজেকে খারাপ মনে করাতে পারবে না ৷"

শেষ টুইটে কঙ্গনা লিখেছেন, "বলিরেখা ও পাকা চুল দেখতে খুবই মনোরম লাগে, এতে আমার চরিত্র আরও দৃপ্ত হয় এবং আমার শক্তি আমার সৌন্দর্য হয়ে ওঠে ৷ তাই সব মেয়েদের বলছি, 34 বছর বয়সে দাঁড়িয়ে পৃথিবীটাকে দারুণ সুন্দর লাগছে ৷ আমাকে জন্ম দেওয়ার জন্য আমার মাকে ধন্যবাদ জানাই ৷"

  • Fine lines and beginning of grey hair would look so soothing, it will enhance my character and and strength will become my beauty. So let me tell all you girls out there. It’s beautiful at 34 world looks super gorgeous from this view. Thanks to my mother who gave me birth ❤️

    — Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: উত্তেজক নাচে প্রিয়াঙ্কাকে অন্তর্বাস খুলতে বলেছিলেন পরিচালক

জন্মদিনেই মুক্তি পাচ্ছে 'পাঙ্গা' স্টারের বহু প্রতীক্ষিত ফিল্ম 'থালাইভি'র টিজ়ার ৷ তারই অপেক্ষায় রয়েছেন কঙ্গনার ভক্তরা ৷

মুম্বই, 23 মার্চ: আজ কঙ্গনা রানাওয়াতের জন্মদিন ৷ 34-এ পড়লেন বলিউডের দাপুটে অভিনেত্রী ৷ গতকালই তাঁর ঝুলিতে এসেছে আরও একটা জাতীয় পুরস্কার ৷ সেই আনন্দই আজকের জন্মদিনটাকে যেন আরও স্পেশ্যাল করে দিয়েছে ৷ এই বিশেষ দিনে নিজের জীবন দর্শনের কথা তুলে ধরেছেন কঙ্গনা ৷ লম্বা টুইটে মহিলাদের নিজেকে ভালোবাসার পথ বাতলেছেন তিনি ৷

মঙ্গলবার টুইটে কঙ্গনা লিখেছেন, "অনেকে বলেন মহিলাদের জীবন শুধুই ঘরে বসে থাকার জন্য ৷ এই বিশ্ব শুধু মস্তিষ্কবিহীন 16 বছরের মিষ্টি মেয়েদের মূল্য দেয় ৷ কিন্তু পরিণত ও জ্ঞানী মহিলারা শুধু এক পুরুষের বাড়িতেই পড়ে থাকেন, যিনি তাঁদের একটি পদবী দেন ৷"

  • They said a woman has a shelf life, this world only values young sweet 16 type girls with no brains,mature and wise woman can only belong to a household to a man who can give them a surname.They said many things it made me anxious, what will happen to me, where will I go (cont) pic.twitter.com/M3qrgqGaDF

    — Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী আরও লিখেছেন, "আজ আমি 34-এ পড়েছি ৷ কেউ আমায় বলেনি যে আমি 34 বছর বয়সে আমার কেরিয়ারের শীর্ষে থাকব ৷ আমার শিল্প ও অভিজ্ঞতাকে এই বয়সে সেলিব্রেট করব ৷ কেউ বলেনি আমার বয়স ও বৈবাহিক অবস্থা আমার উপর কোনও প্রভাব ফেলবে না, প্রচুর ব্যতিক্রমী অভিজ্ঞতা ও দক্ষতা সমৃদ্ধ হয়ে আমি নিজেকে সুপার হিউম্য়ান বলে মনে করব ৷"

আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা

তাঁর শরীর বা বয়স যে তাঁর উপর বিশেষ কোনও প্রভাব ফেলে না সে কথা মনে করিয়ে দিয়ে কঙ্গনা লিখেছেন, "আমার শরীরের কোনও শিথিলতা আমার উপর কোনও প্রভাব ফেলে না ৷ আমি খুব মোটা নাকি রোগা তা বড় ব্যাপার নয় ৷ নিজেকে আকর্ষক ও যৌন আবেদনপূর্ণ রাখতেই পছন্দ করি ৷ ব্রণ বা পিরিয়ড নিয়ে আমি চিন্তিত নই, কোনও শক্তি আমাকে নিজেকে খারাপ মনে করাতে পারবে না ৷"

শেষ টুইটে কঙ্গনা লিখেছেন, "বলিরেখা ও পাকা চুল দেখতে খুবই মনোরম লাগে, এতে আমার চরিত্র আরও দৃপ্ত হয় এবং আমার শক্তি আমার সৌন্দর্য হয়ে ওঠে ৷ তাই সব মেয়েদের বলছি, 34 বছর বয়সে দাঁড়িয়ে পৃথিবীটাকে দারুণ সুন্দর লাগছে ৷ আমাকে জন্ম দেওয়ার জন্য আমার মাকে ধন্যবাদ জানাই ৷"

  • Fine lines and beginning of grey hair would look so soothing, it will enhance my character and and strength will become my beauty. So let me tell all you girls out there. It’s beautiful at 34 world looks super gorgeous from this view. Thanks to my mother who gave me birth ❤️

    — Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: উত্তেজক নাচে প্রিয়াঙ্কাকে অন্তর্বাস খুলতে বলেছিলেন পরিচালক

জন্মদিনেই মুক্তি পাচ্ছে 'পাঙ্গা' স্টারের বহু প্রতীক্ষিত ফিল্ম 'থালাইভি'র টিজ়ার ৷ তারই অপেক্ষায় রয়েছেন কঙ্গনার ভক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.