ETV Bharat / sitara

Stars remember Pandit Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত তারকারা, স্মৃতিচারণায় কমল-হেমা-জাহ্নবী - কমল হাসানের শ্রদ্ধা বিরজু মহারাজকে

পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত তারকারা (Stars remember Pandit Birju Maharaj) ৷ তাঁর সঙ্গে পুরনো ছবি পোস্ট করে স্মৃতিচারণা করলেন কমল হাসান, হেমা মালিনী, জাহ্নবী কাপুর ৷

kamal-haasan-hema-malini-anupam-kher-and-other-stars-remember-pandit-birju-maharaj
বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত তারকারা, স্মৃতিচারণায় কমল-হেমা-জাহ্নবী
author img

By

Published : Jan 17, 2022, 3:33 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: কত্থক কিংবদন্তী বিরজু মহারাজের প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ শোকাহত তারকারাও (Stars remember Pandit Birju Maharaj) ৷ টিনসেল টাউনের বহু ছবিতে নৃত্য পরিচালনা করেছেন এই শিল্পী ৷ তাঁকে নিয়ে তারকাদের স্মৃতিচারণে দিনভর ব্যস্ত থাকল নেটপাড়া ৷

দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan remembers Pandit Birju Maharaj) তাঁর সঙ্গে পণ্ডিত বিরজু মহারাজের একটি পুরনো ছবি পোস্ট করেছেন ৷ বিশ্বরূপম ফিল্মের উন্নাউ কানাদু নান গানটির জন্য নাচের প্রশিক্ষণ নিচ্ছিলেন কমল হাসান ৷

  • ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ pic.twitter.com/WC9bTUkjE2

    — Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর শাস্ত্রীয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini remembers Pandit Birju Maharaj) টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত নৃত্যশিল্পীকে ৷ হেমা লিখেছেন, "প্রকৃত কিংবদন্তী কত্থক শিল্পী শ্রী বিরজু মহারাজের প্রয়াণে গোটা দেশ মর্মাহত ৷ জীবনের শেষ শ্বাস পর্যন্ত তাঁর পায়ে বাঁধা ছিল ঘুঙুর ৷ সর্বদা তাঁকে শ্রদ্ধা করেছি এবং নাচের জগতে তাঁর উপস্থিতি মিস করব ৷"

  • The nation mourns the passing of a true legend, Shri Birju Maharaj,Kathak exponent par excellence. His ghungroos were on his ankles till he breathed his last.I always admired and respected him as a giant of the medium of Kathak & will miss his presence on the firmament of dance🙏 pic.twitter.com/Wz0VLGDQPW

    — Hema Malini (@dreamgirlhema) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি ভিডিয়ো বার্তা দিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় কত্থক কিংবদন্তির সঙ্গে তাঁর কাটানো সুন্দর মুহূর্তের কথা শেয়ার করেছেন অনুপম খের (Anupam Kher remembers Pandit Birju Maharaj) ৷

আরও পড়ুন: Pandit Birju Maharaj Passes Away : প্রয়াত কথ্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ

বিরজু মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনির্মাতা সুভাষ ঘাইও ৷ তিনি টুইটে লিখেছেন, "আমার কলেজ যুব উৎসবে কত্থক কিংবদন্তীর থেকে প্রথম শিক্ষাটা পাই ৷ সেখানে দু‘টো চোখের ভাষায় ভগবান কৃষ্ণ ও রাধার প্রেমের কথোপকথন বুঝিয়েছিলেন তিনি ৷ সেই কারণেই তিনি কত্থকের জগৎ গুরু ৷"

প্রয়াত কত্থকশিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী কাজলও ৷

ইনস্টাগ্রাম স্টোরিতে কিংবদন্তীর সঙ্গে তাঁর একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷

বিরজু মহারাজের প্রয়াণে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কমল হাসানের কন্যা অভিনেত্রী অক্ষরা হাসানও ৷

আরও পড়ুন: PM Modi condoles death of Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত নমো, নৃত্যশিল্পী না-হলে কী হতেন ?

কত্থকের মহারাজ পরিবারে জন্ম । সাতপুরুষ ধরে তাঁদের পরিবারে চর্চা চলেছে এই নৃত্যের ৷ তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী । বিরজু মহারাজের গুরু অবশ্য ছিলেন তাঁর বাবা অচ্চন মহারাজ । 83 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তী কত্থকশিল্পী ৷ তাঁর প্রতি রইল শ্রদ্ধা ৷

মুম্বই, 17 জানুয়ারি: কত্থক কিংবদন্তী বিরজু মহারাজের প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ শোকাহত তারকারাও (Stars remember Pandit Birju Maharaj) ৷ টিনসেল টাউনের বহু ছবিতে নৃত্য পরিচালনা করেছেন এই শিল্পী ৷ তাঁকে নিয়ে তারকাদের স্মৃতিচারণে দিনভর ব্যস্ত থাকল নেটপাড়া ৷

দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan remembers Pandit Birju Maharaj) তাঁর সঙ্গে পণ্ডিত বিরজু মহারাজের একটি পুরনো ছবি পোস্ট করেছেন ৷ বিশ্বরূপম ফিল্মের উন্নাউ কানাদু নান গানটির জন্য নাচের প্রশিক্ষণ নিচ্ছিলেন কমল হাসান ৷

  • ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ pic.twitter.com/WC9bTUkjE2

    — Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর শাস্ত্রীয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini remembers Pandit Birju Maharaj) টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত নৃত্যশিল্পীকে ৷ হেমা লিখেছেন, "প্রকৃত কিংবদন্তী কত্থক শিল্পী শ্রী বিরজু মহারাজের প্রয়াণে গোটা দেশ মর্মাহত ৷ জীবনের শেষ শ্বাস পর্যন্ত তাঁর পায়ে বাঁধা ছিল ঘুঙুর ৷ সর্বদা তাঁকে শ্রদ্ধা করেছি এবং নাচের জগতে তাঁর উপস্থিতি মিস করব ৷"

  • The nation mourns the passing of a true legend, Shri Birju Maharaj,Kathak exponent par excellence. His ghungroos were on his ankles till he breathed his last.I always admired and respected him as a giant of the medium of Kathak & will miss his presence on the firmament of dance🙏 pic.twitter.com/Wz0VLGDQPW

    — Hema Malini (@dreamgirlhema) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি ভিডিয়ো বার্তা দিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় কত্থক কিংবদন্তির সঙ্গে তাঁর কাটানো সুন্দর মুহূর্তের কথা শেয়ার করেছেন অনুপম খের (Anupam Kher remembers Pandit Birju Maharaj) ৷

আরও পড়ুন: Pandit Birju Maharaj Passes Away : প্রয়াত কথ্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ

বিরজু মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনির্মাতা সুভাষ ঘাইও ৷ তিনি টুইটে লিখেছেন, "আমার কলেজ যুব উৎসবে কত্থক কিংবদন্তীর থেকে প্রথম শিক্ষাটা পাই ৷ সেখানে দু‘টো চোখের ভাষায় ভগবান কৃষ্ণ ও রাধার প্রেমের কথোপকথন বুঝিয়েছিলেন তিনি ৷ সেই কারণেই তিনি কত্থকের জগৎ গুরু ৷"

প্রয়াত কত্থকশিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী কাজলও ৷

ইনস্টাগ্রাম স্টোরিতে কিংবদন্তীর সঙ্গে তাঁর একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷

বিরজু মহারাজের প্রয়াণে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কমল হাসানের কন্যা অভিনেত্রী অক্ষরা হাসানও ৷

আরও পড়ুন: PM Modi condoles death of Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত নমো, নৃত্যশিল্পী না-হলে কী হতেন ?

কত্থকের মহারাজ পরিবারে জন্ম । সাতপুরুষ ধরে তাঁদের পরিবারে চর্চা চলেছে এই নৃত্যের ৷ তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী । বিরজু মহারাজের গুরু অবশ্য ছিলেন তাঁর বাবা অচ্চন মহারাজ । 83 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তী কত্থকশিল্পী ৷ তাঁর প্রতি রইল শ্রদ্ধা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.